৫ম সংখ্যা ] হইল। অবশেষে মুন্সেফ বাবুর তাড়নায় এবং প্রতিবেশিগণের পরামর্শে উভয়ে তাহাতে স্বীকৃত হইল এবং আদালতের নির্বাচনে এক জন কমিশন নিযুক্ত হইলেন। হুকুম হইল—তিনি সরেজমিনে তদন্ত করিয়া রিপোর্ট দিবেন, উভয় পক্ষ তাহার ফিস ও পাথেয়াদি বহন করিবে । এই হুকুমের সপ্তাহ পরে একদিন পল্লীবাণী বালক-বালিকা এবং বধৃবৃন্দের সবিশেষ ८कोछूश्ण उ९*ांमन कब्रिब्रां ऊँकौट २ांबूब পাল্পী গ্রামের মধ্যে প্রবেশ করিল। নিরপেক্ষ উকীল বাবুর বিবাদীদের কাহারও গৃহে থাক। সম্বন্ধে বিশেষ আপত্তি ; কিন্তু তিনি ব্রাহ্মণ, এবং গ্রামে এক পবন মুখুয্যে ভিন্ন আর ব্রাহ্মণ নাই,—অগত্য তিনি সকলের বিশেষ অনুরোধেই মুখুয্যে মহাশয়ের গৃহে থাকাই স্থির করিলেন। দেখিতে দেখিতে পবন মুখুয্যের চণ্ডীমণ্ডপ লোকে ভরিয়া গেল এবং গ্রামবাসীরা সবিস্মরে উকীল বাবুর চোগ চাপকন ও স্বর্ণচেনশোভিত বরবপু এবং চশমাধিমণ্ডিত গম্ভীর মুখমণ্ডল নির্নিমেষ-নয়নে দেখিতে লাগিল । এদিকে মধু মণ্ডল ছুটয় গোমস্ত মহাশয়ের গৃহে উপস্থিত। উকীল বাবু পবন মুখুয্যের গৃহে অধিষ্ঠান করায়, তাহার সব আশী ভরসা উড়িয়া গিয়াছে ; তাই সে হলধরের নিকট কিংকৰ্ত্তব্য স্থির করিতে আলিয়াছে। হলধর গম্ভীরভাবে বলিল— "এখন কিছু বলা যায় না। আমি বৈকালে দেখা কব ; তার পর অবস্থা বুঝিয়া ব্যবস্থা।" মধু মণ্ডল চিন্তিত श्रेया श्रृं८श् ফিরিল। সালিশ-নিম্পত্তি ৩১১ পরদিন প্রাতে উকীল বাৰু মহাধুমধামে গ্রামের মাতববরদিগকে একত্র করিয়া তাহাদের সমক্ষে সরেজমিনে তদন্ত আরম্ভ করিলেন। য়শি ধরিয়া নানাদিক্ হইতে মাপ হইতে লাগিল ; উকীল বাবুর বিস্তাবুদ্ধি এবং সৰ্ব্বোপরি র্তার নিরপেক্ষতা দেখিয়৷ লোকে বিন্মিত হইয়া গেল। কিন্তু সেদিন কিছুই স্থির হইল না। কেননা, একবার ఓtors- • মাপির লাইন ফেলিতে গিয়া আম গাছটা এবং মুখুয্যের বাড়ীর আধখানা মধু মণ্ডলের পুকুরের সামিল হইল ; দ্বিতীয় বারে সেটা এবং তৎসঙ্গে আরও দু পাচটা গাছ, যাহা মধু চিরকাল নিৰ্ব্বিবাদে ভোগ করিতেছে, সে গুলাও পবন মুখুয্যের জমীর মধ্যে পড়িল । কাজেই সেদিনকার মত কাজ বন্ধ রহিল। মধ্যস্থের অটল নিরপেক্ষ তাব দেখিয়৷ গ্রামবাসীরা যেমন মুগ্ধ ও বিস্মিত হইল, বিবাদীরা তেমূনি শঙ্কিত হুইয়া উঠিল। গোমস্ত হলধরের পরামর্শে সেই রাত্রে আহারাদির পর পবন মুখুয্যে মরিয়া হইয়৷ উকীল বাবুর নিকট একটা নীতিবিগর্কিত প্রস্তাব করিয়া বসিল । ফলে বাবুর মেজাজ গরম হইয়া উঠিল; তিনি ভদ্রভাষায় ব্রাহ্মণকে বিশেয ভৎসনা করিলেন । বিপরীত ফলের ভয়ে ব্রাহ্মণ ম্ৰিয়মাণ হইয়া পড়িল। छिडौग्न ििन श्रtवांद्र यां* अांब्रख श्ळा । সেদিনও কি একটা গোল বাধিয়া গেল— किहूहे श्ब्रि श्हेल नं। मकाब्र गमग्र उपौण वांतूब थिग्न छूडा ककिब्र कँम श्रांगिब्र ११ब्र দিল—উকীল বাবুর বিবাহের দরুণ ১••\ টাকা মূল্যের অঙ্গুরীরটি আমতলায় হারাইয়া গিয়াছে। দেখিতে দেখিতে ২৯। ২৫ জন
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।