२8 বঙ্গদর্শন ১২শ বৰ্ষ, বৈশাখ, ১৩১৯ अजित्वग्निड हिशtइ। डांत्रtङञ्च भूमनमान • “हे विनागस्त अड* হইত্তে বিচ্ছিন্ন করিবার প্রকৃতিপুঞ্জ বহির্ভারতের মুসলমান শক্তিসঙ্ঘের সঙ্গে কোনও প্রকারের সখ্য বা সহানুভূতি স্বত্রে আবদ্ধ হয়, ভারতের ব্রিটিশ প্রভুশক্তি কখনই এটা ইচ্ছা করেন না। অথচ এইরূপ সখীবন্ধন প্রতিষ্ঠিত কবিবার জন্ত আমাদের মুসলমান-সমাজের ইংরেজিশিক্ষিত নেতৃবর্গের অনেকেই বিশেষ লীলায়িত। আলিগড়ই সলমানগণের একমাত্র নিজস্ব বিদ্যালয় । পূর্ববঙ্গের নবজাগ্রত মুসলমানসম্প্রদায়কে জন্যই প্রধানত: ঢাকায় একটী নূতন ও উচ্চ অঙ্গের বিশ্ববিদ্যালয়ের* প্রতিষ্ঠা আবশ্বক হইয়াছে। এই জন্তই অনেক ইংরেজি শিক্ষিত মুসলমান এই প্রস্তাবের এত বিরোধী হইয়াছেন। আমাদের হিন্দুনেতৃবর্গ এই প্রতিবাদে মুসলমানগণের সঙ্গে যোগ দিয়া যে আত্মঘাতী নীতির অনুসরণ করিতেছেন, এ কথা যেবোঝেন না,ইহাই আশ্চর্য্যের বিযয় । =ान्त् न्वन्त1 এস এস, হে বর্য নূতন ! এস এস, বরষ নূতন ! নূতন কিরণ চলি আশর আলোক জালি’ দেখাও কৰ্ত্তব্য পথ, জীবনের ভবিষ্যৎ, এস এস, হে অতিথি করি আবাহন ! ভেঙে দেও মুখতন্ত্রী-অলস স্বপন ; " বুকভর প্রেমরাশি, ল’য়ে এস মধু হাসি, দণ্ডে-দণ্ডে পলে-পলে আয়ু ক্ষয়মুখে চলে, আজি নত শিরে.তোমা করি গো বন্দন! কে বা জানে কত দূরে হবে সমাপন ! এস এস, হে বর্ষ নূতন । এস এস, বরষ নূতন ! এস এস, হে বর্য নূতন ! উঠিছে তরুণ রবি, আকাশে সোনার ছবি, কাননে কুসুমবালা মেলিছে নয়ন ; আলোকে পুলকি প্রাণ বিহগ গাঠিছে গ্রান— তোমার বন্দন ভরি’ নিখিল ভুবন ; এস এস, হে বর্ষ নূতন ! এস এস, হে বর্ষ নূতন । ভুলাইয়া ভূত কথা, মুছাইয়া মলিনত আন নব বল দেহে—নুতন জীবন ; শুনাও নুতন গীতি প্রাণ ভরি দেও প্রীতি, পূর্ণ কর জীবনের আশা, অকিঞ্চন ; এস এস, হে বর্ষ নূতন! তখন বাধিও তরি, এস এস, বরষ নুতন ! তীরে তীরে দিয়া পাড়ি, কৈশোর, যৌবন ছাড়ি' কোন খেয়া-ঘাটে তরি করিবে বন্ধন ; ফেলে যাবে কত গ্ৰাম— নয়নের অভিরাম, তালী-নারিকেল-কুঞ্জ-ছায়ায় মগন ! এস এস, বরষ নুতন ! এস এস, বরষ নৃতন ! বল আর কত দূরে “ নিয়ে যাবে কোন পুরে হয় ত, সন্ধ্যার ছায়া নামিবে তখন ; so যাত্রা সমাপন করি’ করিব নুতন দেশে, নবপদার্পণ ; .এস এস, বরষ নূতন । . ঐগিরিজানাথ মুখোপাধ্যায়।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।