পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? 不饥] gপ্রতিষ্ঠিত হইতে পারিত ইহা এখন কল্পনা করাও মুকঠিন | ফলতঃ কংগ্রেসের জন্মের পূর্ণ হইতেই বরেন্দ্রনাথ প্রভৃতি ভারতসভার কৰ্ম্মনাংকগণ একটা বিরাট জাতীয়-সমিতি গঠন করিবার চেষ্টা করেন। এই আদর্শের অমুসরণেই নানা স্থানে শাখা ভারত-সভার প্রতিষ্ঠা হয়। আর কংগ্রেসের জন্মের সঙ্গে চতুর রাষ্ট্রন ঠিক লাট ডফরিণেরও যে কত ঠটা গম্বন্ধ ছিল, ইহা এখন সঞ্চলেই জানেন । সুতরাং স্বরেন্দ্রনাথ দেশে যে বিপুর্ণ প্রজাশক্তি জাগাষ্টয়া তুলিতেছিলেন, তাঙ্গর প্রতি লক্ষ্য করিয়াই যে কংগ্রেসের জন্ম হয় নাই, এ কথা বলা ও কঠিন । বোম্বইয়ে গোপনে গোপনে যখন কংগ্রেসের প্রথম অধিবেশনের আয়োজন হইতেছিল, সে সময়ে সুরেন্দ্রনাথ ও আনন্দমোগন ভারতসভার তত্ত্বাবধানে কলিকাতায় একটা জাতীয় সম্মিলনের ব্যবস্থা করেন এবং কংগ্রে সের অধিবেশনের সমকালেই কলিকা তার আলবাট হলে জাতীয়-সমিতির বা National ("onferencoএর অধিবেশন হয় । সুরেন্দ্রনাথ কংগ্রেসের সংবাদ রাখতেন কি না, জানি না । কিন্তু এই কনফারেন্সে দেশের নানাস্থান হইতে যে সকল লোক সমবেত হইয়াছিলেন, তার খে কংগ্রেসের কথা কিছুই গুনেন নাই, ইহা জানি। ছ’হারা সকলেই এই National "onferenecকে ভারতের রাষ্ট্রীয় একতার এক ভবিষ্যং • প্রজাশক্তির আধার 'লা বরণ করিয়াছিলেন। আর কংগ্রেন্থ " সংলা এই স্থানটা পূর্ণ করিতে অগ্রসর "**७, ७श इ३:ग अछ प्रव्रखनांtशश চরিত-চিত্র 95ፃ હાફે National Conference willfotsia রাষ্ট্রীয় জীবনের শ্রেষ্ঠতম শক্তি-কেন্দ্র হইয়। উঠিত সন্দেহ নষ্ট । কংগ্রেসেৱ প্রতিষ্ঠা তা ভারত-গবর্ণমেণ্টের অবসরপ্রাপ্ত প্রধান সেক্রেটারী এল্যান ও হিউম । ইহার পৃষ্ঠপোষক কলিকাতার প্রবীণতম ব্যারিষ্টার উমেশচন্দ্র বনে}াপাধ্যায়, বোম্বাই এর প্রধানতম কেন্সিলী ফিরোজস মেঙ্গেত, মাদ্রাজের প্রসিদ্ধ উকীল সুব্রহ্মণ্য আয়ার । কংগ্রেস এই রূপে প্রথম হইতেই অসাধারণ পদ-বল ও ধনবলের উপরেই প্রতিষ্ঠা লাভ করে । স্বরেন্দ্রনাথের কৰ্ম্ম-চেষ্টার অস্তর ল তখন এ দু’য়ের কিছুই ছিল •া । স্ন তরাং কংগ্রেস যে সুরেন্দ্রনাথের &f=fš 5 National Conference(RF সহজেই আত্মসাং করিয়া ফেলিল, ইহা কিছুই আশ্চর্য নহে । আর ইহাতে প্রকৃত পক্ষ আমাদের রাষ্ট্রীয় জীবনের ক্ষতি হইয়াছে, না লাভ হইয়াছে বলা কঠিন নহে । কংগ্ৰেধ যতটা রাতারাতি বাড়িয়া উঠিয়ছিল, সুরেন্দ্রনাথের কনফারেন্সেৰ পক্ষে তাঙ্গ সম্ভব ; হইত ন। - অন্যদিকে স্বরেন্দ্রনাথের এই কৰ্ম্ম-চেষ্টা যদি কংগ্রেসের দ্বারা এইরূপে ব্যাহত না ইহঁত, তাই হইলে দেশে আজ যে প্রভূত শক্তিশালী রাষ্ট্রীয় জীবন ও লোকমত গড়িয়া উঠিত, কংগ্রেস তাহ যে কেবল গড়িয়া তুলিতে পারে নাই তাহ। নহে, কিন্তু সাগাং ভাবে তাহার ব্যাঘাতই জন্মাইয়াছে। কংগ্রেস দেশের অনেক কল্যাণ সাধন করিয়াছে সত্য, কিন্তু সুরেন্দ্রনাথ ভারতের জেলায় জেলায় লোকমত সgঠনের জষ্ঠ যে সকল রাষ্ট্রীয় সম্ভাব প্রতিষ্ঠা করিয়া