৬ষ্ঠ সংখ্যা ] টাকা বেতন এবং এক পাই মাত্র লভ্যাংশের অধিকারী গুরমুখ পাঁচ বৎসরের মধ্যে কিরূপে এত টাকা জমাইল, তাহ তাহারী কিছুতেই ভবিষ্ণু পাইল না । কিন্তু থাতপত্র সমস্তই গুরমুখের হাতে, কিছুই বলিবার উপর ছিল না । পুত্রদের অবিশ্বাসের ভাব দেখিয়া গুরমুখ নিতান্ত অসন্তুষ্ট হইল। বলিল, “আমি এত দিন 'জান’ দিয়া দোকানের উন্নতি করিরছি। এক্ষণে যদি আপনাদের আমার প্রতি সন্দেহ হইয়া থাকে, তাহা হইলে আমার भाझ ७शांtन न १ॉफहेि ७ॉण । श्रांम|ब्र টাকা আমায় দিয়া দিন, আমি অন্তর চলিয়া शांहे !” তনমুখের পুত্ৰগণের দোকানের কার্য্যে তাদৃশ অভিজ্ঞতা ছিল না । সুতরাং তাহার কাজকৰ্ম্ম বুঝিরা লইবার অভিপ্রায়ে আরও দিনকতক গুরমুখকে দোকানে থাকিতে বলিল । কিন্তু ”ইমানদার” গুরমুখ তাছার "ইমানে” আঘাত লাগার নিতান্ত উত্তেজিত श्रेशहिम । সে কিছুতেই আর থাকিতে স্বীকৃত হইল না। সপ্তাহের মধ্যে সে সমস্ত ऐक ॐाहेब्र। गहेब्रt vउनश९ ब्रारब्रज्ञ দোকানের পার্থেই নিজের পৃথক্ এক দোকান খুলিল । © ૨ তনমুখের পুত্ৰগণের অনভিজ্ঞতার সুযোগ পাইয়। চতুর গুরমুখ অল্পদিনের মধ্যেই ক্রমে ক্রমে তনমুখের সমস্ত গ্রাহক “ভাঙ্গাইয়া” गैरेण । निन निन cष अष्ट्रगांप्ठ उनश:१ब्र দোকানের অবনতি হইতে লাগিল, ঠিক সেই বেহার-চিত্র ᏬᎼᏄ অমুপাতে ওtহার দোকানের উন্নতি হইতে লাগিল । প্রথমটা গুরমুখ তনমুখের অমুকরণে কেবল কাপড়ের দোকানই খুলিয়াছিল । কিন্তু অল্পদিনের মধ্যেই সে দেখিল যে, সহরে বস্ত্রবিক্রয় করিয়া অধিক লাভ কর। অসম্ভব। পল্লীগ্রামে নিৰ্ব্বেং পল্লীবাসীকে ঠকাইয়া সময়ে সমরে টাকায় টাকা লাভ করাও নিতান্ত কঠিন নহে, কিন্তু সহরে টাকায় 5ाद्रि श्रॉन ड{छ कब्रt & पञश्नखरु । कjब्र° সছরে দোকান অনেক এবং “গাহ কি"রা পাচ দোকান না দেখিয়া “সওদা” করিতে অনিচ্ছুক। সুতরাং গুরমুখ কেবল বস্ত্র ব্যবসায়ে সস্তুষ্ট থাকিতে পারিল না। সে বস্ত্র-বিভাগের সঙ্গে মহাজনী বিভাগ খুলিল । এ বিভাগেও তাহার যথেষ্ট গ্রাহক জুটিতে লাগিল । গুরমুখের সুদ অতি অল্প । শতকরা মাসিক দুই টাকা মাত্র । তাহার উপর। তাহার কথা অতি মিষ্ট । কোন সময়েই তাহার মুখে বিরক্তি নাই, কার্য্যে অলিন্ত নাই লেখক উপস্থিত নাই বলিয়। "ছাতচিঠা” লেখা হইল না, তাহাঁতেও গুরমুখের আপত্তি নাই। সরল গুরমুখ কেবল সাদা কাগজে "অঙ্গুষ্ঠের ছাপ” লইয়াই টাকা দিতে প্রস্তুত। কেছ সন্ধ্যার সমরে টাকা পরিশোধ করিতে আসিলে “হাতচিঠা” খুজিয়া বাহির করিবার জন্ত বিলম্ব না করিয়া, গুরমুখ হিসাব না দেখিয়া, কেবল গ্রাহকের কথার উপর বিশ্বাস করিয়াই, খাতায় ‘বেবীকৃ ওমল" লিথিয় টাকা লইতে সন্মত ! এরূপ উদার মহাজনের গ্রাহক না জুটিবে কেন ? দেখিতে দেখিতে গুরমুথের দোকামের
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।