8》b" সৰ্প দেখিতে পাইয়া শিশু তাহাকে জড়াইয়া ধরিল। শিশুর স্পর্শে সৰ্প কুণ্ডলী করিয়া পড়িয়া রহিল—শিশু তাহার উপর শুষ্টয়া থাকিল। দূর হইতে দেখিতে পাইয়া পিতা মাতা দৌড়িয়া আধিলেন। সর্প পলাইয়৷ গেল । ক্রমে নিমাই ইটিয়৷ বেড়াইতে শিখিলেন সুগোল-মস্তক, চাচর-কেশ, কমললোচন, আজানুলম্বিত-বাহু, অরুণাধর, পরিসরবক্ষ, গৌরকান্তি শিশু যখন হেলিয়া দুলিয় বেড়াগত, তখন তাহার কন্দৰ্পবিনিন্দী রূপ দেখিয়া সকলে মুগ্ধ ময়নে চাহিয়া থাকিত এবং নানাবিধ সুমিষ্ট খাদ্য দিয়া তাহার সস্তোষ বিধানের চেষ্টা করিত। স্ত্রীলোকগণ নিমাইকে দেখিলেই হরিধ্বনি করিত—নিমাই তখন আনন্দে নৃত্য করিয়া উঠিতেন। হরিনাম শুনিয়া নিমাই •ত সস্তুষ্ট হইতেন যে প্রাপ্য মিষ্টা প্লাদি তিনি এই সমস্ত স্ত্রীলোকদিগকে আনিয়া দিতেন । কিন্তু বালকের দুরন্তপন ক্রমেই বৰ্দ্ধিত হইতে লাগিল। অনেক সময় তাহার দৌরাত্ম্য মাত্রা ছাড়াইয়া উঠিত। অন্য শিশু দেখিলেই, নিমাই তাহাকে নানা রূপে উত্যক্ত করিতেন এবং সে কঁাদিয়া না উঠা পর্য্যন্ত নিরস্ত হইতেন না। কখনও প্রতিবেণী-গৃহে অলক্ষিতে প্রবেশ করিয়া তত্রস্থ ভোজ্য দ্রব্য সমস্ত খাইয়া আসিতেন, আবার যাহার গুহে খাবার কিছু মিলিত না, তাহার হাড়ী কুড়ী সমস্ত ভাঙ্গিয় ফেলিতেন, যদি কখনও ধরা পড়িতেন তখন পায়ে পড়িয়! ক্ষমা চাহিতেন। কিন্তু সমস্ত অত্যাচার প্রতিবেশিগণ নীরবে সহ করিত। বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, কীৰ্ত্তিক, ১৩১৯ একদিন এক তৈর্থিক ব্রাহ্মণ তীর্ণ পর্যটন করিতে করিঙে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে উপনীত হইলেন। মিশ্রবন্ধ পরম সমাদরে তাহার অভ্যর্থনা করিয়া তাহার রন্ধনের আয়োজন করিয়া দিলেন। বালগোপাল মন্ত্রে দীক্ষিত ব্ৰাহ্মণ রন্ধন সমাপনান্তে যেমন ইষ্টদেবতাকে অন্ন নিবেদন করিবার জন্য উপবেশন করিয়|ছেন, অমনি দিগম্বর, ধূলিধূসরিত-কলবর বালক নিমাই কোথ! হইতে আসিয়া ব্রাহ্মণের পাত্র হইতে একগ্রাস অন্য লইয়৷ খাইয়। ফেলিল । বালকের ক{ও দেখিয় মিশ্র মহাকুদ্ধ হইয় তাহাকে প্রচার করিতে উদ্যত হইলেন, কিন্তু ব্রাহ্মণের অনুরো ধ নিরস্ত হইলেন। জগন্নাথ তখন অনেক অনুনয় বিনয় করিয়া ব্রাহ্মণকে পুনরায় রন্ধন করিতে স্বীকার করাইলেন। কিন্তু দ্বিতীয় বারও পাক শেষ হইলেই নিমাই অলক্ষিতে আসিয়া ব্রাহ্মণের পাত্রস্থিত অন্ন হইতে এক গ্রস লইয়। খাইয়৷ ফেলিগেন । পিতামাতার ক্ষোভের পরিসীম। রহিল না । জগন্নাথের মনস্তাপ দেখিয়৷ এবং তাহার জ্যেষ্ঠ পুত্র সংসারবিরাগী বিশ্বরূপের অকুরোধ এড়াইতে না পারিয়া ব্রাহ্মণ তৃতীয় বার পাক করিতে স্বীকৃত হইলেন। তখন নিমাইকে এক ঘরে আবদ্ধ করিয়া সকলে রুদ্ধ গৃহের দ্বার রক্ষা করিতে . লাগিলেন। বালক ঘরের মধ্যে ঘুমাইয় পড়িল । গভীর রাত্রিতে ব্রাহ্মণের রন্ধন সমাপ্ত না হইতেই সপণে নিদ্রাভিভূত হইয়া পড়িলেন। ব্রাহ্মণ রন্ধন সমাপনন্তে অন্ন নিবেদন করিবার উদ্দেষ্ঠে
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।