৭ম সংখ্যা | যেমন উপবেশন করিয়াছেন, শমনি দেখিতে পাংলেন সম্মুখে 'নিমাই সমাগত। পুনরায় বালককে দেখিতে পাইয়া ব্রাহ্মণ “হায়, স্থা করিয়া উঠিলেন, কিন্তু নিদ্রাভিভবশতঃ কেহই ব্রাহ্মণের ডাক শুনিতে পাইল না। তখন হতবুদ্ধি ব্রাহ্মণকে সম্বোধন করিয়া নিমাই বলিতে লাগিলেন “হে বিপ্র, তুমি আমায় আহবান করিয়াছ, তাই আমি আসিয়াছি।” দেখিতে দেখিতে সেই বালক-মূৰ্ত্তি অষ্টভূজ মূৰ্ত্তিতে পরিণত হইল। ক্ষণ দেখলেন । এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরগী বাজায়। শ্ৰীবৎস কৌস্তুভ বক্ষে শোভে মণি হার, সৰ্ব্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার । নব গুঞ্জ বেড়া শিখিপুচ্ছ শোভে শিরে, চন্দ্র মুখে অরুণ অধর শোভ করে। হাসিয়া দোলায় দুই নয়ন কমল বৈজয়ন্তী মালা দোগে মকর কুণ্ডল। চরণারবিন্দ্রে শোভে শ্রীরত্ব সুপুর, নখমণি কিরণে তিমির গেল দুর। অপূৰ্ব্ব কদম্ববৃক্ষ দেখে.সেই খানে বৃন্দাবন দেখে নাদ করে পক্ষগণে ॥ গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে। । যত ধ্যান করে তাই দেখে পরত্যেকে ॥ চিরবাঞ্ছিত আপনার ধন সম্মুখে পাইয়৷ ব্ৰাহ্মগু আনন্দে মূৰ্ছিত হইয় পড়লেন। নিমাই ব্রাহ্মণকে কৃপা করিয়া রুদ্ধ গৃহে গমন করতঃ শয়ন করিয়া থাকিলেন i ইহার কিছুদিন পরে এক একাদশীতিথিতে 'নিমাই ভয়ানক ক্ৰন্দন আরম্ভ করিলেন। শত হরিধ্বনিতেও সেদিন নিমাই-চরিত্র 8 సె সে ক্রন্দনের নিবৃত্তি হইল না। ক্রদনের কারণ জানিত না পারিয়! সকলেই উদ্বিগ্ন হইয়া উঠিলেন। তখন নিমাই বলিয়া উঠিলেন “জগদীশ পণ্ড ১ ও হিরণ্য ভাগবত একাদশীর উপবাস করিয়া আজি বিষ্ণু পূজার্থ যে নৈবেদ্য আহরণ করিয়াছেন, আমাকে তাহাই আনিয়া দেও " বালকের এই অদ্ভূত কথা শুনিয়া জননী ক্ষুণ্ণ হঠলেন। কিন্তু নিমাই কিছুতেই নিজের আবদার ত্যাগ করি লন না । জগদীশ ও হিরণ্য জগন্নাথ মিশ্রের প্রতিবেশী ও বান্ধব ছিলেন। বালকে অদ্ভুত খেয়ালের কথা উহাদেব কর্ণর্গত হইলে তাহারা বিস্মিত হইলেন। সেদিন যে একাদশী তিথি এবং তাহারা যে বিষ্ণু পূজার্থ নৈবেদ্য প্রস্তুত করিয়াছেন, নিমার্চর মত ক্ষুদ্র শিশুর পক্ষে তাহ জানিতে পারা অলৌকিক ব্যাপার বলিয়া তাহদের মনে হইল । “শিশুর দেহে অধিষ্ঠত গোপালই শিশুকে এই সমস্ত কথা দলাইয়াছিল,” মনে করিয়া তাহার। তাহদের বিষ্ণুপুঙ্গার যাবতীয় উপহার শিশুর সম্মুখে স্থাপন করিলেন । তখন তাহা হইতে কিঞ্চিৎ গ্রহণ করিয়৷ নিমাই শান্তভাব অবলম্বন করিলেন । দ্বিতীয় অধ্যায় বিদ্যারস্ত ও বাল্য ক্রীড়া ক্রমে হাতে খড়র সময় আগত হইল । জগন্নাথ শুভদিন দেখিয়া নমাইর হাতে খড়ি দিলেন। কিছুদিন পরে কর্ণবেধ ও চুড়াকরণ সংস্কারও অনুষ্ঠিত হইল। নিমাইর অসাধারণ বিদ্যাভ্যাস-পটুতা দেখিয়া
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।