8Հo সকলে বিস্মিত হইলেন। একবার মাত্র দেখিয়াই নিমাই বর্ণমালা আয়ত্ত করিলেন, এবং দুই দিনে সমস্ত ফল অভ্যাস করিয়া অনবরত শ্ৰীকৃষ্ণনামাবলী লখিতে লাগিলেন। কিন্তু বিদ্যাশিক্ষার সহিত বালকের দুরন্তপণ অসন্তবরূপে বুদ্ধি পাচতে লাগিল, পল্লীর যাবতীয় বালক লইয়া নিমাই এক দল গঠন করিলেন। স্বীয় দল-বহিভূত কোনও বালকের সহিত দেখা হইলেই, নিমাই তাহার সহিত কলহ করিতেন। সদলে গঙ্গাস্বনে যাইয়৷ বহুক্ষণ যাবত জলক্রীড়া করিতেন, স্নানার্থী অন্য লোকের গায়ে জল ছিটাইয়। পড়িত, তাহার। বারণ করিলেও গ্রাহা করিতেন না, পরন্তু কাহাকেও ছু ইয়। দিয়া, কাহারও গাত্রে কুল্লোল দিয়া বারবার তাহাদিগকে স্বান করিতে বাধ্য করিতেন। ধ্যানস্থ পূজকদিগের গাত্রে জল ছিটাইয়া দিয়া তাহাদিগের ধ্যানভঙ্গ করিয়া দিয়া বলিতেন “কাহার ধ্যান করিতেছ, আমিই কলিযুগে প্রতাক্ষ নারায়ণ। আমাকে দেখ ।” কাহারও পূজার্থ গঠিত শিব-লিঙ্গ, কাহারও বা উত্তরীয় বসন লইয়া পলায়ন করিতেন। কখনও বা কোনও পূজকের সজ্জিত বিষ্ণুর আসনে উপবেশন করিয়া, তাহার আহৃত নৈবেদ্য ভক্ষণ করিয়া ফেলিতেন এবং ক্রুদ্ধ পূজককে সম্বোধন করিয়া বলিতেন “দুঃখিত হইও না, যাহার জন্য নৈবেদ্য আহরণ করিয়াছিলে, সে-ই খাইয়াছে।” শিশুগণের কৰ্ণে জল দিয়া তাহাদিগকে কাদাইতেন, যুবকগণের স্বন্ধে আরোহণ করতঃ “মুইরে মহেশ" বসিয়া জলে ঝাপ দিয়া পড়িতেন ; বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, কাত্তিক ১৩১৯ স্ত্রীলোকগণের বসন লইয়া পুরুষের বসনের সহিত বদল করিয়া দিতেন, বালিকাগণের পরিধেয় বস্ত্র লুকাইয়া রাখিতেন, বালিকাগণ কিছু বলিলে, তাহাদের সহিত কলহ করিতেন, তাহীদের ব্রতের ফলফুল ছড়াইয়৷ ফেলিতেন, কাহারও মুখে কুল্লোল দিতেন, কাহারও চুলে ওকড়ার ফল গুজিয়৷ দিতেন, কাহাকেও বা বিবাহ করিবেন বলিয়া ভয় দেখাইতেন । নিমাইর দৌরাত্ম্য ক্রমে অসহ্য হইয় উঠিল, একদিন পল্লীস্থ অনেকে জগন্নাথ মিশ্রের নিকট গমন করিয়া তাহার অত্যাচারকাহিনী বর্ণনা করিলেন। বালিকাগণও সেই সময়ে শচীদেবীর নিকট যাইয় তাহার দেীরাত্মোর কথা বলিলেন। পুত্রবৎসল৷ শচী বালিকাগণকে মিষ্ট বচনে সান্তন দরিয়া বিদায় করিয়। দিলেন । কিন্তু জগন্নাথ মিশ্র পুত্রের শাস্থিবিধানের জন্য গঙ্গার অভিমুখে ধাবিত হইলেন। বালিকাগণ জগন্নাথের ক্রাধ দেখিয়া নিমাইর জন্য ভীত হইয়া ত্বরিতে ঘাট যাইয়। নিমাইকে পলায়ন করিতে অনুরোধ করিল। নিমাই পলায়ন করিলেন । জগন্নাথ ঘাটে [ಇ] নিমাইকে দিখিতে পাইলেন না। নিমাইর সঙ্গিগণ তাহাকে বলিল নিমাই তখনও স্বানার্থ আসেন নাই। মিশ্র গৃহে প্রত্যাগত হইয় দেখিতে পাইলেন—গেীরদেহে কালিবিদুশোভিত নিমাই পুথি "इु বিদ্যালয় হইতে প্রত্যাগমন করিতেছেন। নিমাই তৈল লইয়। গঙ্গার ঘাটে সঙ্গীদিগের সহিত পুনৰ্ম্মিলিত হইলেন । পিতা মাতা তখন তাহার বিরুদ্ধে অভিযোগের বিষয় ভাবিতে লাগিলেন।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।