4ሻ * <<!!! ; পুত্রের চপলত দিন দিন বৰ্দ্ধিত হইতে দেখিয়া জগন্নাথ চিন্তিত হইলেন। কিন্তু তাহাকে শাসনে রাখিবার ক্ষমতা পিতামাত কাহারও ছিল না। নিমাই ভয় করিতেন কেবল অগ্রজ বিশ্বরূপকে, কিন্তু ঘটনাক্রমে বিশ্বরূপের শাসনও অচিরে অপসারিত হইল । বিশ্বরূপ সংসারে সম্পূর্ণ অনাসক্ত ছিলেন, বৈষ্ণবদিগের সহিত ভগবৎকথাতেই তাহার অধিকাংশ সময় অতিবাহিত হইত। পুত্রের বৈরাগ্য লক্ষ্য করিয়া, তাহাকে সংসারবন্ধনে আবদ্ধ করিবার জন্য পিতামাত। তাহার বিবাহের আয়োজন করিলেন। বিবাহের উদ্যোগ হইতেছে, এমন সময় একদিন বিশ্বরূপ পিতামাতাকে না বলিয়া সংসার ত্যাগ করিলেন, এবং শ্ৰীশঙ্কররাণ্য নাম গ্ৰহণ করিয়৷ অনন্ত পথের পথিক হইলেন । বিশ্বরূপের সংসার-ত্যাগ পিতামাতাকে শেলের মত বিদ্ধ করিল। বা ক নিমাই ও ভ্রাতার বিরহ-খোকে বিহবল হইয় পড়িলেন। বিধাপের সংসার-ত্যাগের কতিপয় দিবস পরে, একদিন নিমাই নৈবেছে । তাম্বুল চৰ্ব্বণ করিয়া মূচ্ছিত হইয়া পড়িলেন। পিতাম তার শুশ্রুষায় চৈতন্য লাভ করিয়া তিনি যে কাহিনী বর্ণনা করিলেন, তাহাতে সপ্তপুত্রবিচ্ছেদবিধুর জনকজননীর মন আতঙ্কে অভিভূত হইয়া পড়িল। নিমাই বলিলেন “আমার মনে হইল বিশ্বরূপ আমাকে এক অপরিচিত স্থানে লইয়। গিয়া সন্ন্যাস গ্রহণ করিতে অনুরোধ করিলেন। আমি বলিলাম ‘আমি বালক, পর্যাসের আমি কিছুই জানি না! ঘরে নিমাই-চরিত্র 8R、> অনাথ পিতামাত রহিয়াছেন আমি সন্ন্যাস অবলম্বন করিলে কে তাহদের সেবা করিবে ? আমি যদি গার্হস্থ্য ধৰ্ম্ম অবলম্বন করিয়। পিতামাতার সেবা করি—তাহাতেই লক্ষ্মীনারায়ণ তুষ্ট হইবেন। আমার এই কথা শুনিয়া বিশ্বরূপ পুনরায় এখানে আনিয়। রাখিয়া গেলেন ।” বিশ্বরূপের সরাস-গ্রহণের পর নিমাইর চপলত অনেকট। সংযত হইল। পিতামাতার সন্তোষ বিধানার্থ তিনি খেলা ছাড়িয়া নিরবধি তাঙ্গাদের নিকট অবস্থান করিতে লাগিলেন এবং নিরতিশয় যত্নের সহিত পাঠাভ্যাসে প্রবৃত্ত হইলেন। নিমাইর বুদ্ধিও স্মৃতিশক্তির প্রাথর্য্য সকলের বিস্ময় উৎপাদন করিল। কিন্তু পুত্রের এই কৃতিত্বে পিতামাতার মনে সন্তোষের উদয় হওয়া দূরে থাকুক, তাহারা শঙ্কিত হইয়া পড়িলেন। একদিন জগন্নাথ শচীদেবীকে কহিলেন“ সৰ্ব্বশাস্ত্র অধিগত করিয়৷ বিশ্বরূপ বুঝিয়াfছল সংসার অনিত্য ও অসত্য" এবং সংসারের অনিত্যত উপলব্ধি করিয়াই বিশ্বরূপ সংসার ত্যাগ করিয়াছে। বিশ্ব গুরও যদি সৰ্ব্বশাস্ত্রে পণ্ডিত হইয়৷ উঠে, তাহ হইলে সে-ও সংসার • ত্যাগ করিবে । অতএব তাহার পড়াশুনা করিয়া কাজ নাই সে মৃর্থ হইয় গৃহে থাকুক।” অতঃপর পুত্রকে ডাকিয়া কহিলেন “তোমার পড়া শুনা করিয়া কাজ নাই, তুমি যাহা চাহিবে সকলই পাইবে; পড়া ছাড়িয়া আনন্দে গৃহে অবস্থান কর।” নিমাই পিতৃবাক্য লঙ্ঘন করিলেন না, কিন্তু পড়া শুনা বন্ধ হওয়াতে যৎপরোনাস্তি দুঃখিত হইলেন।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।