8২৬ *?W* বিবাহে স্বীয় সন্মতি জ্ঞাপন করিলেন । ঘটক আনন্দিত মনে বল্লভাচার্য্যের নিকট যাইয়া বিবাহের প্রসঙ্গ উত্থাপন করিলেন। সম্বন্ধ স্থির হইল। শুভদিনে শুভক্ষণে শাস্ত্রবিধি মতে নিমাই লক্ষ্মীদেবীর পাণিগ্রহণ করিলেন । . পূৰ্ব্বে উক্ত হইয়াছে অধ্যাপক গঙ্গাদাস স্বকীয় টোলের ছাত্রগণের আধাপনার ভার নিমাইর উপর ন্যস্ত করিয়াছিলেন । কিন্তু বিবাহের পরে নিমাই নিজে একটী স্বত টোল স্থাপিত করিলেন। মুকুন্দ সঞ্জয়ের চণ্ডীমণ্ডপে মিমাইর টে। মা স্থাপি ৩ হইল । প্রত্যুষে প্রাতঃকৃত্য সমাপনস্তে নিমাই অধ্যাপনার্থ টেলে গমন করিতেন ; মধ্যাহ্নে সশিষ্য গঙ্গাস্বানে যাইতেন ; মধ্যাতু ভোজনান্তে ক্ষণ কল বিশ্রাম করতঃ পুনরায় টেলে গমন করিয়া অপরাহ্নে শিষ্যগণ সমভিব্যাহারে নগরভ্রমণে বহির্গত হইতেন। সন্ধ্যাকালে চন্দ্রলোকশিধেী ত জাহ্নবী তটে কত শাস্ত্রালাপ ও শাস্ত্রব্যাখান হইত ; জ্ঞানদাৰ্পত লিনাচ পণ্ডিত অৰ্জ্জি ত বিদ্যার কতই গৰ্ব্ব করিতেন ; গ্র তদ্বন্দী পাইলেই ফাকি জিজ্ঞাসা করিয় তাহাকে. ঠকাইয়া দিতেন। তাহার যশ দেশবিদেশে বিস্তৃত হইয়া পড়িল ; দলে দলে ছাত্র বিষ্ঠাশিক্ষার্থ গগর নিকট আসিতে লাগিল । সহস্র ছাত্রের পাঠ-কোলাহলে তাহার টোলগৃহ শঙ্কায়মান হইয়। উঠল। একদিন অকস্মাৎ বায়ুরোগগ্রস্ত রোগীর মত নিমাই মূৰ্ছিত হইয় পড়িলেন। তাহার কণ্ঠ হইতে এক অস্বাভাবিক শব্দ নির্গত হইতে লাগিল, এবং মৃত্তিকার উপর اور ان *fg* : به اهه د ] লুষ্ঠিত হইয়। তিনি কখনও বিকট হান্ত করিতে লাগিলেন, কখনও বা সম্পূর্ণ উন্মত্তের মত ব্যবহার করিতে লাগলেন। ক্ষণে ক্ষণে র্তাহার সৰ্ব্বাঙ্গ স্তম্ভাকৃতি হইয়। উঠিতে লাগিল, পুত্রগত প্রাণ। শচীদেবী আতঙ্কে অভিভূত হইয়া পড়িগেন । বন্ধুবান্ধবগণ নিমাষ্টর অবস্থাকে বায়ু বিকার বলিয়া ব্যাখ্যা করিলেন। কিন্তু এই অবস্থাই পৈঞ্চবশাস্ত্রে প্রেমভক্তির বাহ্যিক লক্ষণ স্বরূপে উল্লিখিত হইয়াছে। যাহ। ইউক বন্ধুগণের পরামর্শ অনুসারে ফুি তৈল, নারায়ণ তৈল প্রভৃতি নানাবিধ ভৈষজ্য তৈল দ্বারা মিমা ষ্টর মস্তক প্রলিপ্ত করা হইল---fক স্তু তাহাতে কোন ও ফল পরি লক্ষিত হইল না। নিমাই মাঝে মাঝে হুঙ্কার করিয়া বলিতে লাগিলেন "আমি সপলোকের প্রভু ; আমি বিশ্বধারণ করিয়া আছি—তাই আমার নাম বিশ্বস্তর ; আমি সেই—অথচ কে ই আমাকে চেনে না ।" নিমাই এর টক্তি শুনিয়। દર્શક কেহ বলিতে লাগিল “ইহার শরীরে দানবের অধিষ্ঠান হইয়াছে।” কেহ বলিল “ইহা ডারিনীর কার্য্য ।” অষ্ঠ উপায়ে ব্যাধির উপশম ন৷ হওয়ায় অবশেষে এক ভৈলপূর্ণ দ্ৰোণে নিমাইকে শোয়াইয়। রাখা হইল। এইরূপ কিছুদিন পরে নিমাই প্রকৃতিস্থ হইলুন। প্রকৃতিস্থ হুইয়া নিমাই পুনরায় অধ্যাপনা আরম্ভ করিলেন এবং পুনরায় পুর্বেরই মত শিষ্যগণের সহিত নগরভ্রমণে বাহির হইতে লাগিলেন । নবদ্বীপের সকলেই তাইfর অন্যসাধারণ রূপ দেখিয়া মুগ্ধ হইয়া যাইত। যখন নগরভ্রমণে বহির্গত হইতেন, তৰ্পণ
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।