পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8xყa ভবানীপতির শীর্ষভাগে অদ্ভূত গুণ ধারণ করিয়৷ বিহার করিতেছেন । নিমাই কহিলেন “আপনার পঠিত এই শ্লোকটীর ব্যাখ্যা করুন।” দিগ্বিজয়ী বিস্মি ত হইয়া প্রশ্ন করিলেন “ঝঞ্জালাতের আমি শ্লোক আরক্তি করিয়াছি। কি প্রকারে তুমি তাহ কণ্ঠস্থ কfরলে ?’ নিমাই কহিলেন “দেবতার বরে আপনি কবিশ্রেষ্ঠ হইয়াছেন, দেব তার বরে শ্রী তপরও হওয়া যায়।’ দিগ্বিজয়ী সন্তুষ্ট হইয়া শ্লোকের ব্যাখ্যা করিলেন। তখন নিমাই কঠিলেন “এগন শ্লোকের মধ্যে কি কি দোষ ও কি কি গু । আছে, তাহ বলুন।" দোষের উল্লেখ শুনিয়া দিগ্বিজয়ীর অভিমান আহত হইল। তিনি অবজ্ঞাভরে উত্তর করিলেন “তুমি ব্যাকরণ-ব্যবসায়ী, অলঙ্কার ও কবিত্বের তুমি কি জান ?” অতি বিনীতভাবে নিমাই উত্তর করিলেন “বুঝি না বলিয়াই আপনাকে মত বুঝাইয়া দিতে বলিতেষ্ঠি ! অলঙ্কারশাস্ত্র না পড়িলেও, তাহার কিছু কিছু যাহা শুনিয়াছি, তাহাতে বোধ হইতেছে, এই শ্লোকে বহু দোষ ও বহু গুণ আছে।’ অহঙ্ক তম্বরে তখন দিগ্বিজয়ী জিজ্ঞাসা কfরলেন বল দেখি তুমি, কি দোষ-গুণ ইহাতে আছে?” “আমার উপর রুষ্ট হইবেন না" বলিয়া নিমাই তখন শ্লোকের দুই স্থানে অবিমৃিৈবধেয়াংশ, একস্থানে বিরুদ্ধমতি ও অন্য দুই স্থানে যথাক্রমে বিরুদ্ধমতি ও ভগ্ন ক্রম-দাসের উল্লেপ কনিলেন এবং কোথায় কোন কোন দোষ আছে তাহা প্রদর্শন করিলেন। ব্যাকরণীয়ার বঙ্গদর্শন [ ১২শ পর্ম, কীৰ্ত্তিক, ১৩১৯ অদ্ভুত পণ্ডিত্য দেখিয় দিগ্বিজয়ী বিঘ্ৰিঃ হইলেন, তাহার প্রতিষ্ঠা স্তম্ভিত হইল, মুখে আর বাক্য নিঃসরণ হইল না। দিগ্বিজয়ীর পরাভদে নিমাইয়ের শিষ্যগণ হাসিয়া উঠিলেন। তাহাদিগকে নিষেধ করিয়া নিমাই দিগ্বিজয়াকে সম্বোধন করিয়া বলিলেন “ আপনি কবিশিরোমণি; আপনার মত কলি আঙ্গি পর্য্যন্ত আমার ননগোচর হয় নাই। কালিদাস, ভবভূতি ও জয়দেবের কবিতাতেও দাষাভায আছে। সুতরা আপনি বিমৰ্ষ হইবেন না। আমি আপনার শিষ্যেরও সমান মছি । আমার শৈশবচাপলে রুষ্ট হইবেন না।” এইরূপ মিঃকথায় দিগ্বিজয়ীকে প্রবোধ দিয়া নিমাই গৃহে গমন করিলেন। রাত্রিকালে দেবী সরস্বতী স্বপ্নে দিগ্বিজয়ীকে জানাইলেন নিমাই সাক্ষাৎ ঈশ্বর। পরদিন প্রাতঃকালে দিগ্বিজয়ী আসয় নিমাইর চরণে প্রণত হইলেন । নিমাইকর্তৃ চ দিগ্বিজয়ীর পরাস্তববৃত্তান্ত সমগ্র নবদ্বীপে প্রচারিত হইয়া পড়িল এবং নিমাইর যখঃসৌরতে নবদ্বীপ পরিপূর্ণ হয় উঠল। বড় বড় বিষ লোক পথে নিমাইকে দেখিতে পাইলে, দোলা হইতে অবতরণ করিয়া তাহঃকে নমস্কার করিতে লাগিলেন। নবদ্বীপে যে বাড়তেই ধৰ্ম্মকৰ্ম্ম অতুষ্ঠিত হইত, তথ। হইতে নিমাইর জন্ম উপঢৌকন প্রেরিত হইতে লাগিল । নিমাই এই সমস্ত দ্রব্য দরিদ্র ও সন্ন্যাদি গণুের মধ্যে বিতরণ করিতেম। (ক্রমণ) এতারকচন্দ্র রায়