মুদ্র মন্বন্তর বাদশাহ ঔরঙ্গজেবের সময় হইতেই কোম্পানী বাহাদুর মূদ্রী-বিভ্রাটে পতিত হইয়াছিলেন। তখন কোম্পানীর মাগ্রাঙ্গের টঙ্কশাল হইতে মুদ্র প্রস্তু ত হইত। সেই মাগ্রাঙ্গী মুদ্রা ভারতের প্রায় সৰ্ব্বস্থানেই চলিত। দক্ষিণাপথের ব্যয়নিৰ্ব্বাহের জন্যও উহা প্রেরিত হই হ । বাদশাহের আমলে লিঙ্ক টাকার প্রচলন ছিল । কোম্পানী বাহাদুর বে টাকা প্রস্তুত করিতেন সিঙ্ক টাকার মূল্য তাহ অপেক্ষ শতকর। ১২॥• টাকা অধিক ছিল। কোম্পানী বাহাদুর সে জন্ত বিশেষ ক্ষতিগ্রস্ত হইতে ছিলেন। তাই নবাব-দরবারে যথাবিধি উৎকোচ প্রদান করিয়াও র্তাহারা মুর্শিদাবাদে মুদ্রা প্রস্তুত করিতে চেষ্টত ছিলেন। বাদশাহ শেষে তাহাদিগকে সে আদেশ দিয়াছিলেন বটে, কিন্তু মুশীদ কুলিখা বাদশাহের ফৰ্ম্মান অগ্রাহ করিলেন এবং কোম্পানী বাহাদুরকে মুদ্রা প্রস্তুত করিবার অধিকার প্রদানে সক্ষত হইলেন না। ইতিহাসবিশ্রুত ছিয়াত্তরের মম্বন্তরে বাঙ্গালায় যেমন ধান্ত ও তণ্ডল মহার্ঘ এবং দুষ্প্রাপ্য হইয়াছিল। মুদ্রার অবস্থাও তাঁহাই ঘটয়াছিল! বাঙ্গালা হইতে প্রতিবৎসর লক্ষ লক্ষ যুদ্রা ইংলও প্রভৃতি নানাস্থানে চলিয়া ঘাইত। দেকালে বাঙ্গালার অর্থে বোম্বাই জীবিত ছিল, মাত্রাঙ্গের ইংরাজ সম্প্রদায় প্রতিদিন সমৃদ্ধিসম্পন্ন হইতেছিলেন। শেষে ७कर्मिन ७गन श्रदशं७ यानिग्नांश्लि, ८ग भिन কোম্পানী বাহাদুর বিলাতে জানাইয়াছিলেন বাঙ্গালার কল্পবৃক্ষে আর অমৃত ফল নাই, বোম্বাই এবং মাত্রাঙ্গে পাঠাইতে পাঠাইতেই সমুদায় নিঃশেষে ফুরাইয়াছে ! * কোম্পানী বাহাদুর তখন কেবল বাঙ্গালার নবাব ছিলেন না, তাহার তখনো বাঙ্গালার বৈদেশিক বণিক। সুতরাং বাণিজ্যব্যপদেশে তাহারাও প্রতিবৎসর বাঙ্গালার ৩ লক্ষ যুদ্র চীন দেশে লয়৷ যাইতেন। ীি বাঙ্গালার মুদ্রা এইরূপে প্রতিদিন যেন মন্ত্রকুহকে উড়িয়া যাইতেळ्ळिा ! মুসলমানগণ যখন বাঙ্গালার কর্তা ছিলেন, তখন তাহারা শুধু রৌপ্যমুদ্রাই বুঝিতেন। সুবর্ণমুদ্রাও প্রস্তুত হইত বটে, কিন্তু উহ। আপনার মূল্য আপনিই অনুসন্ধান করিয়া লইত-উহার কোনো নির্দিষ্ট দাম ছিল না! স্বর্ণ সেকাগে শুধু ভূষণাদির জন্তই অধিক ব্যবহৃত হইত ; সুবর্ণমুদ্র তাই সুবর্ণের চিরপরিধর্তনশীল বাজার দরে বাঙ্গালীয় প্রচf ত ছিল না। 卷
- Letters from the President and
council of Bengal to the Court of)irectors, dated 25th Aug, 1770, paras 26 and 30 ; the 9th march, 1772, para 22; Hịckeys Bengal Gazette, 29th April, 1780; Marshman's History of India, vol. 1. - f The East India Company itself, in its mercantile capacity, carried a quarter of a million sterling per annum out of Bengal to China–Rural Bengal : Hunter,