পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমালোচনা ৷ বনতুলসী—ঐযুক্ত কুমুদরঞ্জন মল্লিক প্রণীত। মূল্য পাচ আনা । কতকগুলি ধৰ্ম্মমূলক ক্ষুদ্র ক্ষুদ্র কবিতার সমষ্টি। শুভক্ষণে কবিবর রবীন্দ্রনাথের ‘কণিকা’ প্রকাশিত श्ब्रांछ्लि-उांशtब्र श्रृंद्र श्tउहे दांडलlভাষায় এই ধরণের কবিতা সমাদর লাভ করিয়াছে। তায় পর ‘কান্ত কবি’ স্বৰ্গীয় রজনীকান্তের ‘অমৃত' আমাদের কণে অমৃত বর্ষণ করিয়াছে। বন-তুলসীর গ্রন্থকারের পূৰ্ব্ব-বিরচিত শতদলের সৌরম্ভে ও সৌন্দর্য্যে আমরা মুগ্ধ হইয়াছিলাম—তাঁহাতে মধুও মিশিয়াছিল—সম্প্রতি তিনি বিনতুলসী চয়ন করিয়া ভারতীর পূজার জন্ত উপস্থিত श्ब्रांtछ्न। उँiशंद्र शृक्क नॉर्थक इलेक ! আমরা এই ক্ষুদ্র কবিতাগ্রন্থ ‘পাঠে পরম প্রীতি লাভ করিয়াছি। কবি মহাপুরুষগণের যে বাণী ছন্দোবদ্ধ করিয়া, নিজ ভক্তহণয়ের স্বরভি মিশাইয় এ পূজার ডালি সাজাইয়াছেন, আশা করি, তাহ মানব হৃদয়ে দেবতার আশীৰ্ব্বাদ অনিয়ন করিবে রেখাক্ষর বর্ণমালা—শ্ৰীযুক্ত দ্বিজেন্দ্র নাথ ঠাকুর প্রণীত। যে দিন বঙ্গদর্শনে পূজ্যপাদ প্রবীণ দার্শনিকু দ্বিজেন্দ্রনাথের “রেথাক্ষর বর্ণমালা' পাঠ করিলাম, সে দিন আশ্চৰ্য্য না হইয়া থাকিতে পাৰুি নাই। সমালোচ্য পুস্তক খনি তাঁহারই পুনর্মুদ্রণ। মনে পড়ে বাল্যকালে পুরাতন ভারতীতে দ্বিজেন্দ্রনাথের এই রেখাক্ষর বর্ণমালা পড়িয়ছিলাম। বর্তমান রেখাক্ষর তাঁহারই পরিণত সংস্করণ—দ্বিজেন্দ্র বাবুর । दझि একাগ্র সাধনীর ফল । সাধারণ পুস্তকের মত ইহার সমালোচনা চলে না । ইংরাজীতে বলে –‘The taste of the pndding lies in the eating” আজকালকার দিলে প্ৰঙিলা ভাষার রেখt. ক্ষরের বিশেষ প্রয়োজন—যদি উপযুক্ত শিষ্যের হাতে পড়িয়া এই রেখাক্ষর কাজে লাগিয়া যায়, তবেই দ্বিজেন্দ্র বাবুর এই কঠোর সাধনী সার্থক হইবে। এই পুস্তক সম্বন্ধে সম্প্রতি ভারতীতে ঐযুক্ত সত্যেন্দ্রনাথ ॐांकूव्र भशं*ञ्च ऊँॉरुॉब्र ‘वांला कथांब्र' १ांश লিথিয়াছেন, তাছার কিয়দংশ উদ্ধৃত করিবার লোভ সংবরণ করিতে পারিলাম না । “রেখাক্ষর, সেও এক অপূৰ্ব্ব বস্তু, তাতে কত কবিত্বরুস, কত রকম রেখাপাতেয় কৌশল ছড়াছড়ি, না দেখিলে তার মর্য্যাদা বোঝা যায় না।” বাস্তবিকই ইহা এক অপূৰ্ব্ব বস্তু। কবির বহুদিনের পরিত্যক্ত কাব্যলক্ষ্মী এই কঠোর বিষয়কেও তার কলা সৌন্দর্য্যে সাজাইতে ছাড়েন নাই—অভিমানিনী নিজের মান রাথিতে পারেন নাই--কবির আদরের আহবানের অপেক্ষ না রাথিয়া, আপনিই আসিয়াছেন। তবে আমাদের দুঃখ, কবি কি আমাদের তার কেবল রেখাতেই সস্তুষ্ট রাখিতে চান ? তিনি যে অসাধারণ চিত্রকর! সে চিত্র সেনাৰ্য্য হইতে আমরা চিরদিনই কি বঞ্চিত থাকিব ? অচলায়তন। শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত। মূল্য বার আনা। বহু প্রাচীনকাল হইতে তারতবীয় মনুষ্যদিগের চেষ্টা হইয়াছিল—সমাজগঠন