পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা ] এক এক দিন আঁহারান্তে জ্যোৎস্নালোকিত অঙ্গনতলে বলিয়া গল্প করিম্ভে করিতে সে বুধিয়াকেও এই আনন্দের অংশভাগী না করিয়া থাকিতে পারিত না। এবারকার ফসল বেচিয়া সে কিরূপ লাড়ী ও অলঙ্কারে সুন্দরী বুধিয়াকে সাজাইবে, এ কথা বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর আনন্দে গদগদ হইয়া উঠিত। শুনিতে শুনিতে বুধিয়ারও বিশাল নয়নে প্রতিফলিত স্নিগ্ধ জ্যোৎস্না থাকিয়া থাকিয়া হীরকের মত জলিয়া উঠিত। এমনি করিয়া আশায় ও আনন্দে ছয় মাস কাটিয়া গেল। শস্তরাজি সুপক্ক হইল । ভিখারী সমস্ত দিন শস্ত কাটিতে এবং সমস্ত রাত্ৰি শস্তক্ষেত্রে মঞ্চের উপর জাগিয়া শস্ত রক্ষা করিতে লাগিল ৷ ৭৮ দিনে সমস্ত শস্ত কাটা হইয়া গেল । বুধিয়ার সাহায্যে ভিখারী সুন্দর করিয়া 'থলিহান” প্রস্তুত করিয়াছিল । স্বপরিচ্ছন্ন, স্বশোভিত আগন-ভলে শু,পকার শতরাশি কমলার স্বর্ণমন্দিরের ন্তায় শোভা পাইতে লাগিল। रिफळु छभिषां८ब्रङ्ग . अ१* छबिलां ब्रtद ‘বপটিয়া দিবার পূৰ্ব্বে খলিংlন হইতে শক্ত উঠাইল্প আনিবার উপায় ছিল না। কেছু কিছু সরাইতেছে কি না, দেখিবার জন্ত জমিদারের পক্ষ হইতে চৌকিদার নিযুক্ত ছিল । .কিছু দিন পরে জমিদারের অংশ বুঝির লইবার জন্ত খাতাপত্র, পেয়াদ, তুলাদণ্ড, আমীন, ‘রুয়াল প্রভৃতি সঙ্গে লইয়৷ তইবিলদার সাহেব মহাসমাৱোহেগ্রামে শুভাগমন করিলেন । একে একে সকল বাটাইদারের শস্ত ওজন হইতে লাগিল। তৃতীয় দিনে ভম্বলিলদার সাহেব সপরিষদ ভিখারীর খলি W) বেহার-চিত্র 8ፃእ হানে দর্শন দিলেন। ভিখারীর সমুন্নত শস্তস্তুপ দেখিয়া তহসিলদার সাহেব যথেষ্ট আনন্ম প্রকাশ করিলেন । ঈষৎ হাস্য করিয়া বলিলেন, “কেল্লারে বোলান ? কেইল উমৃদ জমিন।” তিখারী করজোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করিল। কয়াল দেখিতে দেখিতে সমস্ত শস্ত ওজন করিয়া ফেলিল । ওজনে সমস্ত *थ २००म१ श्झेण । ७छन ८*ष श्हेरण, কয়াল জমিদারের অংশ তোল করিতে ব্যাপৃত হইল । কিন্তু এবারকার ওজনে এক এক মণে এত অধিক শস্ত উঠিতে লাগিল যে দেখিয়া প্রথমটা ভিখারী নিতান্ত বিস্মিত হইল । ব্যাপার কি বুঝিবার চেষ্টায় অনেকক্ষণ তীক্ষ দৃষ্টিতে লক্ষ্য করিয়া সে দেখিল যে, পূৰ্ব্বে ৰে মণ দিয়া শস্ত ওজন করা হইতেছিল এক্ষণে তাহা দিয়া ওজন করা হইতেছে না। অনেকক্ষণ নুতন লেীং-পরিমাপকের প্রতি দৃষ্টি রাখিয়া সসঙ্কোচে ভিখারী বলিল “ই কেয়া একমণ হায়, কয়াল সাহেব?” দাত মুখ fৰচাইয়া কয়াল বলিল "তব কেয়া চার भ१ शांग्न ?’ নিকটবৰ্ত্তী “খাটিয়া'য় বসিয়া তহসিলদার সাহেব খাতায় ওজন লিখতেছিলেন। ভিখারী তাহার নিকট গিয়া বিনীতভাবে বলিল “হুজুর, পহিলে জিগলে ওজন হয়, উসিসে ওজন কিয়া যায়।” শুনিয়া তহসিলদার সাহেব উচ্চ হাস্য করিয়া বলিলেন, “কেল্লারে পাগল হুয়া কেয় ? দেখত নেছি পাঙ্ক ছাপা হয়। মৰ্ণ হয় ? ই কভি কমবেশ হো সকৃত ? ” किलु निरर्दिष डिथांब्रीब्र झेशं८ठe गtनाह जूद्र श्रेण न । प्रउब्रां९७बाब ७थन कब्रिब्र