পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা ] দেখিতেছিল । ভিখারীকে কাদিতে দেখিয়। তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল । এই সাড়ী এবং অলঙ্কার বৃদ্ধ পূৰ্ব্বরত্রে বাবু সাহেবের উপহার বলিয়া গোপনে তাহাকে দিয়া গিয়াছিল! সকল কথা দরোগীকে বলিলে, হয় ত ভিখারী মুক্তি পাইতে পারে ; কিন্তু এ কথা সে কেমন করিয়া লোকের কাছে প্রকাশ করে ? মোকদ্দমার বিচারের ভার বাবু সাহেবের এক বন্ধু অনারারি ম্যাজিষ্ট্রেটের’ উপর পড়িল । বাবু সাহেব বন্ধুর বাড়ী গিরা ভিখারীকে কিছু কালের জষ্ঠ কারাবাসের দণ্ড দিতে অনুরোধ করিয়া অসিলেন। বন্ধুবর অনুমানে ব্যাপারটা বুঝয়া লষ্টয়া হাসিতে হাসিতে 'বন্ধুর কথায় সন্মত হষ্টলেন । যথাসময়ে বিচার আরম্ভ হইল। বিচারক কর্তৃক জিজ্ঞা’দত হইয়া সরলভাবে ভিখারী বলিল লে ইহার বিন্দু বিসর্গও জানে না। হাকিম জিজ্ঞাসা করিলেন “তবে তোমার উপর এ মিথ্যা মোকদম হুইল কেন ?” ভিখারী বলিল, ধৰ্ম্মতঃ সে তাহার কিছুই জানে না । হাকিম হাসিয়া উঠিলেন, বলিলেন—“সাধে সাধে লোকে—বিশেবতঃ বাবু সাহেবদের মত লোকে তাহার বিরুদ্ধে অকারণে মিথ্যা মোকদমা আনিবে কেন ? ভিখারীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনীত হইয়াছিল। অপরাধ সম্পূর্ণ প্রমাণিত रहेब्रt cशंशू । शिकाद्रक डिभाद्रीब्र ठिन মাস কারাদণ্ডের ব্যবস্থা করিলেন । রায় দিয়া হাকিম সাহেব বাহিরে আসিয়৷ হালিয়া বন্ধুর কানে কানে জিজ্ঞাসা করিলেন “কেমন, ভিন মাসে সাধ মিটিৰে ত ?” বেহার-চিত্র 8ፃቖ ভিখারী কঁদিতে কঁাদিতে কারাগৃহে চলিল। গৃহে তাহার অরক্ষিতা, নিঃসম্বগ, যুবতী স্ত্রী । কে তাহকে দেখবে ? হতভাগ্য ভিখারী জনিত না, বুধিয়াকে দেখিবার লোকের অভাব ছিল नां । 齋 齋 疆 齋 • 齋 সেই দিনেই গভীর রাত্রে বাবু সাহেবের প্রেরিত লাটিরালগণ শিবিক সহ আসিয়া বুধিরাকে তাহার উদ্যানবাটীতে লইয়া গেল । ভিখারীর জীবনের সুখের প্রদীপ চিরদিনের মত নিবিয়া গেল ! 齋 粥 齋 轉 来 轉 তিন মাস পরে ভিখারী বtট ফিরিয়া দেখিল,—গৃহ নির্জন, অঙ্গন তৃণকণ্টকাকীর্ণ, বুধিয়া নিরুদিষ্ট। কিছুক্ষণ পরেই সমস্ত ব্যাপার ভিখারীর কর্ণগোচর হইল। শুনিয়া, डिश्वाग्ने, अनाशप्न, ब्रिडास्त्र थुप्इ उभ्या খাটিয়ার উপর গুইয়ু পড়িল । রাত্রির অন্ধকারে চারিদিক্ পরিব্যাপ্ত হইলে, ভিখারী ধীরে ধীরে শয্যাত্যাগ করিল। তাহার মস্তকের মধ্যে একটা দারুণ বিপ্লব চলিতেছিল । কোময়ে হাত দিয়া দেখিল, কোমরে একটা দেশালাই রহিয়াছে । সহপা কি যেন উৎকট আনন্দে তাহার মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল । ধীরে ধীরে কিছু শুষ্ক তৃণ সংগ্ৰহ করিরা, তাহাতে আগুন লাগাইর, সে গৃহের চালের মধ্যে গুঞ্জিরা দিল। দেখিতে দেখিতে বহিরাশি হু হু করিয়া চারিদিকে জলিয়া উঠিল । গ্রামে একট। কোলাহল পড়িয়া গেল । সেই কোলাহলের মধ্যে নিঃশব্দে তিখারী রাত্রির অন্ধকারে অদৃপ্ত হইয়া গেল । 轉 疆 齋 齋 事 齋 લેન્ગલોનન 행) ||