পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা } আর্য্যে-অনাৰ্ঘ্যে বর্ণভেদ ছিল, পণ্ডিতেরা এ কথা বলেন। কিন্তু চতুৰ্ব্বর্ণের তিন বর্ণই তো অর্ষ্য-গোষ্ঠী-ভু ত্রু ছিল। সুতরাং বর্ণশ্রমের যে বর্ণ, তাহ রংয়ের দ্বারা নিৰ্ব্বাচিত হুটুয়াছিল এমন মনে করা যায় না। বিশেষতঃ চতুৰ্ব্বর্ণের প্রথম তিন বর্ণই কেবল, আশ্রম-ধর্মের অধিকারী ছিলেন। শূদ্রের সে অধিকার ছিল না। সুতরাং আর্য্যে ও অনার্য্যে বর্ণের যে বিভিন্নতা ছিল, তাহার উপরে বর্ণভেদ প্রতিষ্ঠিত হয় নাই। ফলতঃ বর্ণভেদ কথাটাই যেন আর্য্য-সাধনার বিরোধী বলিয়া মনে হয় । আর্য্যের বর্ণ বিভাগ করিয়াছিলেন, বর্ণভেদ প্রতিষ্ঠা নবযুগের নববর্ষ 8 Y করিবার জন্য ব্যগ্র হন নাই। কিন্তু এই বর্ণাশ্রমধয়ের দ্বারাই তাহারা বর্ণ-বিভাগ করিয়াও, সত্য সত্যই বর্ণভেদকে আপনাদের সমাজে প্রতিষ্ঠিত হইতে দেন নাই। বর্ণাশ্রমধৰ্ম্ম এই জন্যই ভারতের সাধনার বিশেষ সম্পত্তি। এই বর্ণাশ্ৰমধৰ্ম্ম যখন কালক্রমে স্নান হইয়া গেল, বর্ণ যখন আশ্রম হইতে, ও বর্ণ ও অশ্রিম যখন ধৰ্ম্ম হইতে বিচ্ছিন্ন হইয়৷ পড়িল, তখনই পারমার্থিক সাম্য সাধনার জন্য যে সমাজের জন্ম, সেই উদার সমাজে আত্মঘাতী বর্ণভেদের প্রতিষ্ঠা হইতে লাগিল। বর্ণভেদ বা জাতিভেদ বর্ণাশ্ৰমধৰ্ম্ম নহে। শ্রীহরিদাস ভারতী । নবযুগের নববর্ষ এবারকার নববর্ষকে নব্যভারতের কাহিনী। ইংরাজ বণিকূ-সমিতির অপরাজিত একটি নবযুগের নববর্ষ বলিয়াই অভ্যর্থন করিতে হইবে । ভারতবর্ষ এখন প্রবল পরাক্রান্ত বৃটিশসাম্রাজ্যের অন্তভু" । সে সামাজ্য ভারতবর্ষে কিরূপে প্রতিষ্ঠালাভ করিতেছে, তাহার ইতিহাস বহু ভাগে বিভক্ত। তাহার যথাযোগ্য সমালোচনার সময় এখনও উপস্থিত হয় নাই বলিয়, অনেক রাজকৰ্ম্মচারী ভারতবর্ষের বৃটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাত বলিয়। কথিত হইয়৷ • থাকেন। সাম্রাজ্য-প্রতিষ্ঠার ইতিহাস লিখিত হইলে, তাহাতে হয় ত অনেকের নাম উল্লেখযোগ বলিয়াও বিবেচিত হইবে না। w ভারতবর্ষে বৃটিশসাম্রাজ্য প্রতিষ্ঠিত হইবার পূর্বকাহিনী নিরবচ্ছিন্ন বাণিজ্য অধ্যবসায়ের কথাই ভাহার প্রধান কথা। তাহার মূলে কেবল অংশীদারগণের লাভের লোভের কথা। তখনও তাহার অধিক কোনরূপ উচ্চ আশা কাহারও কল্পনাক্ষেত্রেও প্রতিভাত হয় নাই। কিন্তু তাঁহাই এখন ঘটনা-চক্রে সমগ্র ইংরাজজাতির অসামান্ত অভু্যদয়-কাহিনীর প্রধান কথা বলিয়া বিশ্ববিখ্যাত হইয়াছে। যে যুগে প্রাচ্য-বাণিজ্যের প্রবল প্রলোভন ইংরাজগণকে নিরতিশয় প্রলুব্ধ করিয়া তুলিয়াছিল, সে যুগে ইংরাজ-শক্তি প্রবল শক্তি বলিয়। পরিচিত ছিল না। আকস্মিক ঝঙ্কাবাতে “আরমাডী"নামক নৌবাহিনী সমুদ্রপথে বিপৰ্য্যস্ত না হইলে, ইংলণ্ডের ইতিহাস কিরূপ আকার ধারণ করিত,