অনুতাপ তুমি জান কত তুমি দিয়েছিলে মোরে তুমি জান কি তাচ্ছিল্য অবহেলা ভরে ব্যর্থ করিয়াছি আমি আজীবন ধরে তোমার স্নেহের দান । কি মোহের ঘোরে দিয়াছিলে বজ্ৰ দেহ—আজি থরথর অকাল বাৰ্দ্ধক্য ভরে, বিমল প্রতিভা নষ্ট আরগীর মত স্নান বি স্বহীন । কি না তুমি দিয়াছিলে, আজি আছে কি ব৷ কাটালাম এত বর্ষ নিশ্চেষ্ট অসার, \ শুধু ধ্বংস-অবশেষ, সৰ্ব্বস্বন্তি দীন ধৰ্ম্মহীন, কৰ্ম্মহীন, আলস্যমন্থর আপনার কৰ্ম্মবশে । ওগো মহারাজ, শম্বুকের মত শুধু ভারে আপনার । হের আজি কুপুত্রের ভিখারীর সাজ ! শ্রীহরেশ্বর শর্ম । অভিসারিক - এতদিনে দিলে ধরা মোর বাহুপাশে, মোর বক্ষে আত্মহারা হে অকুরগিণী হে মোর প্রণয়বেণুবিমুগ্ধ হরিণী রাস্ত ভীত মৃদুপদে কম্পিত নিশ্বাসে বনবনান্তর হতে মোর কাছে আসি আপনারে অবহেলে করিলে বন্দিনী। লজ্জা দ্বিধা শঙ্কাকুল হে অভিসারিণী, _ প্রতিকূল পবনের বাধারাশি নাশি’ কুল হ’তে স্রোতযুখে অকুলের পানে তরীখানি লীলাভরে দিলে ভাসাইয়া অপূৰ্ব্ব তরঙ্গ ভঙ্গে লাচিরা নাচিধা দুর পর পার হ’তে আসিলে এখানে উদাসীর দীপহীন ক্ষুদ্র এ কুটীরে প্রেনের সন্ন্যাস লয়ে পশিলে সুধীরে! শ্রীশুরেশ্বর শর্ক্স । -مم-س-.--- مسلميسم পুনঃ সংসারী বহুদিন পরে পুন পল্লীপ্রাস্ত পথে ফিরিতেছি সেবি’ স্নিগ্ধপ্রভাতসমীর, হেনকালে সবিশ্বরে হেরি সে কুটার, জীর্ণ, ভগ্ন, পরিত্যক্ত, জঙ্গলে অশথে সমাচ্ছন্ন ধ্বংসস্তুপ, নব-সংস্কারে লভিয়াছে পুনজ স্ম –কুটস্থ নবীন স্বনপর্ণ বিরচিত, প্রাঙ্গণ মাঝরে তুলসী বেদিক দিব্য, সুখে সমাসীন রোমন্থ করিছে গাভী, মালঞ্চ ভরিয়া রাশি রাশি গন্ধ শোভাবর্ণের বিকাশ । আবেশে ভরিল চিত্ত, মুগ্ধ মোর হিয়৷ পল্লীর আলেখ্যপটে নিজ ইতিহাস অপেন জীবনচ্ছবি হেরিল पूर्ध्न, নুতন মন্দিরখানি নূতন বধূর - শ্ৰীকুরেশ্বর শৰ্ম্ম । Ø የ1ርሻ মুদ্রিত | SÃ \, . |% Ak,
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।