৫২২ কেবল কৃষ্ণনামই আপনি ব্যাখ্যা করিতেছেন, আমরা ত আপনার বাখ্যার কিছুই বুঝিয়া উঠিতেছি না। এই দশদিন আমাদের পড়াশুনা কিছুই হয় না।” তখন প্রভূ বোলে ভাই সব কহিলা সুসত্য। আমার এ সব কথা অন্যত্র অকথ্য । কৃষ্ণবর্ণ এক শিশু মুরগী বাজায়। সবে দেখে তাই ভাই বোলো সবাকায় । , যত শুনি শ্রবণে সফল কৃষ্ণ নাম । সকল ভুবন দেখো গোবিন্দের ধাম । তোমা সভা স্থানে মোর এই পরিহার। আজি থেকে আর পাঠ নাহিক আমার ॥ তোমা সভাকার যার স্থানে চিত্ত লয়। তার ঠাই পড় আমি দিলাম নির্ভয় ॥ সাশ্রনয়নে এই বলিয়। নিমাই পুঁথিতে ডোর বাধিলেন। শিষ্যগণ রোদন করিতে করিতে বলিলেন “আপনার কাছে যাহা পড়িয়াছি তাহা আর কোথায় পাইব । আর কাহাকেও আমরা গুরু বলিয়া স্বীকার করিতে পারিব না।” এই বলিয়া শিষ্যগণও পুঁথিতে ডোর দিয়া হরিধ্বনি করিয়া উঠিলেন। নিমাই সকলকে কোলে করিয়া রোদন করিতে লাগিলেন। অবশেষে সকলকে আশীৰ্ব্বাদ করিয়া বলিলেন “তোমাদের অভিলাষ সিদ্ধ হউক। তোমরা শ্ৰীেকৃষ্ণের শরণ গ্রহণ কর। তোমাদের বদন হইতে সৰ্ব্বদা কৃষ্ণনাম স্ফরিত হউক। কৃষ্ণ তোমাদের সকলের ধনপ্রাণ স্বরূপ হউন।” নিমাই আবার কহিলেন “ভাই সব, তোমরা আমার জন্মজন্মান্তরের বান্ধব ! আমরা সকলে এক ঠাঞি মিলিয়৷ কৃষ্ণনাম করিব।” গুরুর আন্তরিক আশী बन्नल-नि [ ১২শ বর্ষ, পৌষ, .\ల్సిన বৰ্বাদ শ্রবণ করিয়া শিষ্যগণের নয়ন অশ্রুতে ভরিয়া উঠিল। নিমাই পুনরায় বলিতে লাগিলেন “আমরা এতদিনে কেবল পাঠই করিয়া'ছ। এস এখন শ্ৰীকৃষ্ণের সংকীৰ্ত্তন আরম্ভ করি।” শিস্যগণ জিজ্ঞাসা করিলেন “সংকীৰ্ত্তন কিরূপ ?” তখন সুমধুর কণ্ঠে “হরয়ে নমঃ কৃষ্ণ যাদবtয় নমঃ । গোপাল গোবিন্দ রাম শ্ৰীমধুসূদন।” এই পদ গাহিতে গাহিতে নিমাই হাতে তালি দিয়া নাচিতে লাগিলেন। শিষ্যগণ র্তাহাকে বেষ্টন করিয়া তাহারই ভাবে অকুপ্রাণিত হইয়া তাহারই মত নাচিতে লাগিল । ভাবাতিশয্য বশতঃ নিমাই ধুলায় বিলুষ্ঠিত হইয়। পড়িলেন। তখন তাহার মুখ হইতে কেবল “বোল, ৰোল” ধ্বনি বাহির হইতে লাগিল। কীৰ্ত্তনের রোল নবদ্বীপের জনকোলাহল ভেদ করিয়া উথিত হইল। দলে দলে লোক ব্যাপার কি দেখিবার জন্য সমাগত হইল। আসিয়া যাহা দেখিল, তাহাতে সকলে বিষয়বিমুগ্ধ হইয় পড়িল। তাহারা দেখিতে পাইল—উদ্ধতের শিরোমণি পরম চঞ্চল দাস্তিক নিৰ্ম্মই পণ্ডিত অতি দীন ও কাতর ভাবে “কৃষ্ণ কৃষ্ণ” বলিয়া রোদন করিতেছেন। তাহার অশ্রুজলে ভূমিতল সিক্ত হইয়াছে। নবম অধ্যায় ভক্তি-বিকার ও অদ্বৈত-মিলন বৈষ্ণবগণ নিমাইর তক্তির প্রাবল্য দেখিয়া আনন্দে বিহ্বল হইলেন। গঙ্গার ঘাটে অনেক বৈষ্ণবের সহিত নিমাইর
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।