পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম সংখ্যা l দেখা হইত-নিমাই সকলকেই ভক্তির সহিত নমস্কার করিতেন। “কৃষ্ণের প্রতি তোমার অচলা ভক্তি হউক” বলিয়৷ ঐবাগদি ভক্তগণ তাছাকে আশীৰ্ব্বাদ করিতেন। আশীৰ্ব্বাদ শ্রবণ করিয়া নিমাইর হৃদয় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিত। বৈষ্ণবগণ আক্ষেপ করিয়া বলিতেন এই নবদ্বীপে বাপ যত অধ্যাপক। কৃষ্ণভক্তি বাধানিতে সবে হয় বক। কি সন্ন্যাসী কি তপস্বী কিবা জ্ঞানী যত । বড় বড় এই নবদ্বীপে আছে কত ॥ কেহো না বাধানে বাপ কৃষ্ণের কীৰ্ত্তন। না করুক ব্যাখ্যা আরো নিন্দে সৰ্ব্বক্ষণ ॥ যতেক পাপিষ্ঠ শ্রোতা সেই বোল ধরে। তৃণজ্ঞান কেহে আমা সভারে না করে। সন্তাপে পোড়য়ে বাপ সবদেহ ভার। কোথা হো না শুনি কৃষ্ণ কীৰ্ত্তন প্রচার ॥ এখনে প্রসন্ন কৃষ্ণ হইল সবারে । এ পথে প্রবিষ্ট করি দিলেন তোমারে ॥ তোমা হইতে হইবেক পাসওঁীর ক্ষয় । মনেতে আমরা ইহা বুঝিল নিশ্চয়। চিরজীবী হও তুমি বলি কৃষ্ণ নাম। তোমা হইতে ব্যক্ত হউ কৃষ্ণগুণ গ্রাম।” ভক্তগণের দুর্দশার কথা শুনিয়া নিমাইর মন বিষাদে আকুল হইয়৷ উঠিত। এবং তিনি নির্জনে বসিয়া এই দুর্দশার কথা চিন্তা করিতেন। এক দিন গঙ্গাস্বানান্তে গৃহে প্রত্যাগত হইয়া নিমাই হুঙ্কার করিয়া উঠিলেন। শচী দেবী দৌড়িয়া গিয়া দেখুিলেন নিমাই একরার হাস্ত করিতেছেন, পরক্ষণেই ক্ৰন্দন করিয়া উঠিতেছেন। কখনও বা নিমাই-চরিত্র ৫২৩ “সব সংহার করিব” বলিয়া হুঙ্কার করিতেছেন , কখনও বা "মুই সেই, মুই সেই” বলিয়া মূচ্ছিত হইয়া পড়িতেছেন। মহা ব্যাকুল হইয়া শচী প্রতিবেশিগণকে পুত্রের আচরণের কথা জ্ঞাপন করিয়া কহিলেন বিধাতায় স্বামী নিল, নিগ পুত্রগণ অবশিষ্ট সকলে আছয়ে একজন। তাহারও কিরূপমতি বুঝন না যায়। ক্ষণে হাসে ক্ষণে কাদে ক্ষণে মূৰ্ছা পায়। আপনে আপনে কহে মনে মনে কথা ! ক্ষণে বলে ছিণ্ডে ছিণ্ডে পাসওীর মাথা ॥ ক্ষণে গিয়া গাছের উপর ডালে চড়ে। না মেলে লোচন, ক্ষণে পৃথিবীতে পড়ে ॥ দন্ত ক ৬মড়ি করে মাল স{ট মারে। গড়াগড়ি যায়, কিছু বচন না ক্ষুরে। প্রতিবেশিগণের কেহ কেহ নিমাইর অবস্থা প্রত্যক্ষ করিয়া বায়ুব্যাধি হইয়াছে বলিলেন, এবং তাহার হস্ত পদ বন্ধন করিয়া রাখিতে পরামর্শ দিলেন। কেহ কেহ শিবায়ুত, কেহ বা নানাবিধ পাকতৈলের ব্যবস্থা করিলেন। স্নেহময়ী জননী কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া গোবিন্দের শরণ গ্রহণ করিলেন। প্রতিবেশিগণের উপদেশ ও জননীর মলিনমুখ দেখিয়া নিমাই বড়ই কাতর হইয়। পড়িলেন। একদিন শ্ৰীবাস পণ্ডিত র্তাহার গৃহে আগমন করিলে নিমাই কহিলেন “শ্ৰীবাস সকলেই কহিতেছে, আমার বায়ুব্যাধি হইয়াছে, তুমি কি মনে কর ?" ঐ বাগ হাসিয়া উত্তর করিলেন “তোমার যদি বায়ু • রোগ হইয় থাকে, তবে ভগবান করুন