৯ম সংখ্যা ] কি তাহার প্রাণেশ্বর ? কিন্তু অদ্বৈত যে অতি ক্ষুদ্ৰ—অতি হীন। অদ্বৈতের প্রার্থনায় তিনি অবতার গ্রহণ করিবেন, এত কি সম্ভবপর ? কিন্তু ক্ষুদ্র হইলেও অদ্বৈত যে তঁহারই কিঙ্কর -র্তাহার ধৰ্ম্মসংস্থাপনার্থই ত অদ্বৈত র্তাহাকে এতদিন ধরিয়া ডাকিয়াছে। ভক্তবৎসল তিনি—ভক্তের নিঃস্বার্থ প্রার্থন। তিনি ত যুগে যুগেই সফল করিয়াছেন। তবে অদ্বৈতের প্রার্থনা কেন সফল হইবে না ? এবম্বিধ চিন্তায় অদ্বৈত সময়ের প্রতীক্ষায় রহিলেন । কিন্তু স্বায় মানসিক অবস্থা কাহারও নিকট প্রকাশ কfরলেন না। নানা জনে আসিয়া তাহাকে নিখাইর অদ্ভূত কাহিনী গুনাহুত । তিনি স্বীয় ভাব গোপন করিয়৷ বলিতেন "নীলাম্বর চক্ৰবৰ্ত্তীর দৌহিত্র ও জগন্নাথ মিশ্রের পুত্রের ত ভক্তিমান হওয়াই উচিত।” আজ নিমাই স্বয়ং তাহার গৃহে আসিয়৷ উপস্থিত। আচাৰ্য্যকে দেখিয়াই নিমাই মূৰ্ছিত হইয়া পড়িলেন। তখন আচাৰ্য্য পাপ্ত, অর্ঘ্য প্রভৃতি গইয়া নিমাহর পূজা করিলেন এবং 渗 নমো এহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহি তায়চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দীয় নমোনমঃ ॥ বণিয়া তাহাকে নমস্কার করিলেন । র্তাহার নয়নজলে নিমাইর চরণ সিক্ত হইয় গেল । গদাধর সশব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন “শাচাৰ্য্য বালকের প্রতি এতাদৃশ আচরণ যুক্তিযুক্ত নহে; অদ্বৈত ভক্তিগদগদম্বরে উত্তর করিলেন “এ কেমন বালক, দিন কতৃক পরে জানিতে পারিবে।” নিমাই নিমাই-চরিত্র ՓՎՓ: চৈতন্তলাভ করিয়া আচার্যের পদধূলি গ্রহণ করতঃ নানাভাবে তাহার স্তুতি করিলেন। বহুক্ষণ আনন্দে কাটিয়া গেল । অবশেষে সৰ্ব্বদা তাহার দর্শনলাভেচ্ছ। ব্যক্ত করিয়া এবং তদৰ্থে ঠাহীর প্রতিশ্রুতি লষ্টয়া আচাৰ্য্য নিমাইকে বিদায় দিলেন। নিমাই প্রস্থন করিলে অদ্বৈতাচাৰ্য্য মনে মনে ভাবিতে লাগিলেন “সত্যই যদি ইনি আমার প্রভু হন, তাহ হইলে আমি যেপানেই থাকি, ইনি আমাকে নিশ্চয়ই আপনার পাশে লইয়া আসলেন ।” এবং নিমাইকে পরীক্ষা করিবার জন্য শান্তিপুরস্থ স্বকীয় আবাসে প্রস্থান করিলেন। অতঃপর নিমাই প্রত্যহ বৈষ্ণবগণের সহিত মিলি ত হইয়৷ কীৰ্ত্তন করিতে আরস্ত করিলেন। কীৰ্ত্তন কালে তাঙ্গার অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, ক্ষণে স্তস্তাকৃতি শরীর, ক্ষণে নবনীত কোমল দেহ দেখিয়া ভাগবতগণ মন কথা বগাবলি করিতে লাগিলেন। কেহ বলিলেন “ইণি অংশবিতর”, কেহ বলি:লন "ইহার শরীর শ্ৰীকৃষ্ণের বিহারস্থল,” আবার কেহ কেহ তাহাকে শুক, প্ৰহলাদ অথবা নfরদের অবতার বলিয়া ব্যাখ্যা করিলেন। ভাগবত গৃহিণীগণ বলিতে লাগিলেন “শ্ৰীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হইয়াছেন।” কীৰ্ত্তনকালে মূৰ্ছান্তে বাহ্যজ্ঞান লাভ করিয়া নিমাই সকলের গলা ধরিয়া অতি করুণভাবে রোদন করিতেন। একদিন বন্ধুগণ এই কাতর ক্ৰন্দনের কারণ জিজ্ঞাসা করিলে, নিমাই কহিলেন “কানাইর নাটশালা নামে এক গ্রাম।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।