৯ম সংখ্যা | বিপ্লবের আশঙ্কাতেই ইংরেজে । আইনের সাহায্যে, ইংরেজের রাজশক্তি প্রয়োগ করিয়া, এদেশে ইংরেজি ঝাঝের ও বিদেশীয় ছাচের লোকশিক্ষা প্ৰবৰ্ত্তিত হউক, কিছুতেই ইহ। ইচ্ছা করি না । আমাদের মধ্যে অনেকে এই সামাজিক বিপ্লপকে একরূপ অনিবfন্য বলিয়া মনে করেন। আধুনিক অবস্থাধীনে আমরা যে কোনও প্রকারে আমাদের নিজস্ব সামাজিক জীবনটীকে তার নিজের স্বরূপে বাচাইয়া রাপিতে পারিব, এ বিশ্বাস অনেকেরই নাই। প্রাচীন রীতি নাতিসকল চারিদিকে, চক্ষের উপরে, একেবারে ভাঙ্গিয় চুরিয়া যাইতেছে, কেহ কিছুতেই এ ভাঙ্গাটাকে ঠেকাইয়। রাখিতে পারিতেছে না ও পারিবার কোনও সম্ভাবনাও কোথাও দেখা যায় না। এই প্রত্যক্ষ অভিজ্ঞতার জোরেই এই বিপ্লব যে অনিবার্য্য, অনেকে এই সিদ্ধান্ত করিয়া বসিয়াছেন। তার এ বিপ্লবের পক্ষপাতী নহেন। তারা বরং যেটা যেমন ছিল সেটকে ঠিক তেমনি রাখিতে চাহেন। কিন্তু কতকগুলি বিষয়ে পরিবর্তন অনিবাৰ্য্য বুলিয়। সমাজের মূল প্রকৃতিটাকেও বাচাইয়া রাধ অসাধ্য, এ সিদ্ধান্ত করা সঙ্গ ও নহে। হিন্দুসমাজে' যুগের পর যুগ, অশেষ পরিবর্তন হইয়াছে। সামাজিক আচার-ব্যবহার, রীতি-নীতি, শাসন-সংস্কার, ক্রিয়াকৰ্ম্ম, যুগে যুগে এ সকলের বিস্তর বিপৰ্য্যয় ঘটিয়াছে। छि পরিবর্তন মাত্রেই বিপ্লবাত্মক নহে । বরং অধিকাংশ স্থলে এই সকল পরিবর্তনের ভিতর দিয়াই সমাজের নিত্য প্রকৃতিটা লোকশিক্ষা ও সমাজপ্রকৃতি ○○午 আরো উত্তরোত্তর ফুটিয়াই উঠে। আমাদের সামাজিক বিবৰ্ত্তনের ইতিহাসেও তার বিস্তর প্রমাণ পাওয়া যায়। কারণ একালেই যে কেবল সমাজ নূতন পথ ধরিয়া, অভিনব আদর্শের প্রেরণায়, উচ্চতর সিদ্ধান্তের আশ্রয়ে, অভূতপূৰ্ব্ব আকারে গড়িয়া উঠতেছে, তাঃ নহে। চিরদিনই এরূপ হইয়াছে, চিরদিনই এরূপ হইবে। কিন্তু এ সকল পরিবর্তনের মধ্যে তার নিজের স্বরূপটা এ পণ্যস্ত হরাইয়া যায় নাই । এই স্বরূপটা হারাইয় গেলেই সামাজিক পরিবর্তন সমাজ-বিপ্লবে পরিণত হয়। এই বিপ্লব যাহাতে না আসে, সৰ্ব্ব প্রযত্নে তারই চেষ্টা করা কৰ্ত্তব্য। আর এই কৰ্ত্তব্যের প্রেরণাতেই শ্ৰীযুক্ত গোপালকৃষ্ণ গোখেলের প্রস্তাবিত লোকশিক্ষা-বিধানের প্রতিবাদ হওয়া আবণ্ঠক মনে করি । আমাদের সমাজের গঠনটা আধুনিক যুরোপীয় সমাজের গঠন হইতে অত্যন্ত পৃথক্ হইয়া পড়িয়ছে। কোনও দিন তাহাদের সমাজের গঠনও ঠিক আমাদের সমাজের গঠনেরই মত ছিল কি না, জানি না । আজ যে তাদের সমাজ-গঠন আমাদের সমাজ-গঠন হইতে একান্তই ভিন্ন,ইহা জানি। আর আমাদের সভ্যতা, সাধন, ধৰ্ম্মকৰ্ম্ম, মনুষ্যত্বলাভের যাবতীয় উপায় ও উপকরণ সকলই আমাদের এই বিশেষ সমাজগঠনের উপরে প্রতিষ্ঠিত। সমাজের এ গঠনটা যদি ভাঙ্গিয়া যায়, তবে আমাদের সভ্যতা সাধনা সকলই লোপ পাইবে । তাহা হইলে আফ্রিকার কাফ্রি বা প্রশান্ত সাগরকুলের জাপানীরা যেমন সকল বিষয়ে
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।