পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूज्ज-भव्रख्ज्ञ কোম্পানী বাহাদুর কিন্তু সময়ে সময়ে নিজের প্রবর্ধিত নোটে নিজ প্রাপ্য বুঝিয়া লইতে সঙ্কুচিত হইতেন । তখন চাহিতেন টাকা ! * ইহাতেই নোটের উপর দেশের লোকের আস্থা ক্রমেই কমিতে লাগিল । মুদ্রার অভাবে বাঙ্গালীর লোক ক্ষিপ্ত পায় হইয়া উঠিল এবং উপায়ান্তর ন| দেখিয়। দম্যতা করিতে আfরস্ত করিল। সুতরাং কোপানী বাহাদুর রক্ষীর সংখ্যা বৃদ্ধি ক লেন । ধনবান গৃহস্থগণ লাঠিয়াল রাখিল ; এক স্থান হইতে অন্য স্থানে টাকা পাঠাইতে হইলে কখনো কখনো সৈন্য-স (স্ত পর্য্যন্ত আবশ্যক হইতে লাগিল । কোম্পানী বাহাদুর দেখিলেন একশত টাকা প্রেরণ করিতে শুধু রক্ষীর জন্যই পাচ টাকা ব্যয় হইতে লাগিল ! তাহার। প্রমাদ গণিলেন । দেশে যে মুদ্রা ছিল তাহ বহু পুরাতন । লোকে উহার সহিত যদৃচ্ছ খাইদ মিশাইল,—রুপা কাটিয়া লইল এবং নানাবিধ উপায়ে প্রচলি ও মুদ্রার অঙ্গহানি করিয়া উহা বা ৯ারে চালাইতে লাগিল । সুতরাং হাতে পাইলেই লোকে শুদ্ধ মুদ্রার আনুমানিক মূল্য ধরিয়া প্রচলিত মুদ্রার মুণ্য নিরূপণ করতে লাগিল । সরকারী খঙ্গিণlaধানীর কৰ্ত্তাগণ এই সুযোগে জমীদারদিগের নিকট হইতে বেশ অধিক মাত্রায় বাটা, আদায় করিয়া লইতে 營 Letter from the collector to the Board of Rev., April 1789. লাগিলেন। যে মুদ্রার বয়স এক বৎসর মাত্র হইয়াছিল তাহার বাটা শতকর। তিন টাকা ধরা হইল—যাহার বয়স দুই বৎসর তাহার বাট লাগিত শতকরা পাঁচ টকা! সেই সকল মুদ্রা প্রকৃতই অশুদ্ধ কি না সে বিষয়ে কেহ অনুসন্ধান করিত না ! জমীদারগণ এই ক্ষতি বহন করিলেন না। সমস্ত টাকা গড়াইতে গড়াইতে আসিয়৷ দরিদ্র প্রজার শিরে নিপতিত হইল ! সরকারের সেরেস্থায় জমীদার যে পরিমাণ বাট দিলেন দরিদ্র প্রজা জমীদারকে তাহার চতুগুণ দিতে বাধ্য হইল। তাহার। রোদন করিল—হায় হায় করিল—শেষে গৃহাদি বিক্রয় করিয়া জমীদারের প্রাপ্য পরিশোধ করিল ! সিকা হইতে আরম্ভ করিয়া তখন ৩২ প্রকারের টাকা, নানা মূল্যের মোহর প্রভৃতি প্রচলিত ছিল। কোম্পানীর সেরেস্তায় কোথাও বা ‘কড়ি’ চলিত, কোথাও বা চলিত না—কোণ কালেক্টর স্বর্ণমুদ্র গ্রহণ করিতেন, কেহ বা করিতেন না। কেহ বা তখন স্থির করিতেই পারিয়াছিলেন না যে কোন মুদ্র গ্রহণ করিবেন! নিরক্ষর বঙ্গীয় কৃষক অত কথা বুঝিল না। বাঙ্গালার বাজারে তাহারা এতকাল ধরিয়া যে সকল মুদ্র দেখিয়া আসিতেছিল, তাহার যে কোনো একটা লইয়াই তাহারা অবাধে গোলার ধান্ত বা চাউল বিক্রয় ৭রিতে লাগিল। কিন্তু অবশেষে যখন রাজস্ব