@@文 দিবার জন্য সেই সঞ্চিত অর্থ লইয়৷ কোম্পানীর স্বারে বা জমীদারের নিকট উপস্থিত হইল তখন শুনিল “এ টাক। চলিবে না !" তাহাদু বক্ষে করাঘাত করিতে লাগিল । মুদ্র সম্বন্ধে এত সতর্ক হইয়াও কোম্পানী বাহাদুর দেখিলেন যে, র্তাহাদিগের অর্থাগারে অনেক অশুদ্ধ টাকু। জমিয়া গিয়াছে । তাহার। মনে করিলেন ইহা কেবল দুষ্ট লোকের বাট-লাভের প্রত্যাশাতেই ঘটিতেছে । কোম্পানী বাহাদুর অবিলম্বে নানাবিধ বিধি-নিয়ম প্রবৰ্ত্তিত করিলেন। দুঃখ গেল না। স্নবর্ণ এবং রৌপ্যের মূল্য স্থির ছিল না। যখন যেরূপ ইচ্ছ। কোম্পানী বাহাদুর তখন তাহাই সোণ-রূপার বাজার দর বলিয়া ঘোষণা করিতে লাগিলেন । বাঙ্গালার দুঃখ তাহাতেও ঘুচিল না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। কলিল তা গেজেটে তখন একটা নাতিদীর্ঘ মন্তৰ প্রকাশিত হইল। - সে মন্তব্যের মানে এই যে সুবর্ণ মোহর শিক্রয় করিতে এখনো এত অধিক ক্ষতি স্বীকার ক{ি ত সতেছে যে, তাহতে দরিদ্রের সর্বনাশ ঘটিতেছে। বৰ্দ্ধমান হইতে প্রচুর পরিমাণে রৌপ্য কলিকাতায় । আসিরাছে। তবুও যে মুদ্রা-বিভ্রাট বৃদ্ধিই পাইতেছে ইহা দেখিয়া মনে হয় এ কেবল ধনশালী অর্থগৃদ্ধ দিগের ষড়যন্ত্র মাত্র । আর কিছু কাল এ ভাবে চলিলে দুষ্কৃতকারীদিগকে বিশেষ দণ্ডিত হইতে হইবে! কিছু দিন পর গেজেটে আবার দেখা গেল—
- Calcutta Gazette—1788. "
বঙ্গদর্শন [ ১২শ বৰ্ষ, পৌষ, ১৩১৯ দেশের এই দুর্দশ নিবারণের জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন। যদি, কোনো উপায় নিৰ্দ্ধারিত হয় তাহা হইলে কুসীদজীবীদিগের চরণতলে আত্মবলি দিতে হইবে—দশের ব্যবসায়-বাণিজ্য চিরদিনের জন্য বিলুপ্ত इ३म्नो शोड़ेरद ! কোম্পানী বাহাদুর স্থির করিলেন মুদ্রাবিভ্রাট বিদূরিত করিতে হইলে সমুদয় পুরাতন মুদ্র সংগ্ৰহ করিয়া তৎপরিবর্তে স্থির মূল্যের নূতন টাকা প্রচলিত করাই একমাত্র উপায়। র্তাহার। অবিলম্বে এই কার্য্যে হস্তক্ষেপ করিয়া দেখিলেন যে, যে উপায়টকে তাহারা নিতান্ত সহজ ও সরল মনে করিয়াছিলেন তাহ একান্ত জটিল ও কঠিন। লোকে পুরাতন টাকা বহিয়৷ আনিয়া কোম্পানী বাহাদুরকে দিয়া প্রতি টাকার পাঁচভাগের তিনভাগ মাত্র লইয়। গৃহে ফিরিতে চাহিল না! কিন্তু কোম্পানী বাহাদুর ছাড়িলেন না—ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলেন। d এ দিকে যতই সময় যাইতে লাগিল ততই দেশে যাহা কিছু সামাঙ্গ মুদ্র ছিল তাহাও নিঃশেবিত হইল। অর্থের অভাবে বাণিজ্য পূলেই অল্পাধিক সঙ্কুচিত হইয়াছিল, এখন অচল হইয়। উঠিল! প্রবীণ বণিকগণ মুদ্রার অভাপে পণ্য ক্রয় করিতে পারিলেন না ! তখন কেহই ধারে পণ্য বিক্রয় করিতে প্রস্তুত ছিল না। সকলেই বুঝিয়াছিল, একবার ধারে বিক্রয় করিগে আর মূল্য পাওয়া যাইবে না। দেণে মুদ্রা নাই—লোকে মূল্য দিবে কিসে? কোম্পানী বাহাদুর তখন স্বর্ণমুদ্র প্রস্তুত করিতে