& R বঙ্গ দশম -গুটীক ভক কথার সাহায্যে কবি এক খানি সুন্দর চিত্ৰপট আমাদের কাছে উপস্থিত ক'রয়াছেন। গ্রেমের প্রথম পরিচয়ে লজ্জনক্স নব বধূর নয়নের অবমন্নতা এমন সুন্দরভাবে বড় অল্পই চিত্রিত হইয়াছে। কবিবর জ্ঞানুদাস এইরূপ অনেক স্থলেই শব্দশক্তির দ্বারা ভাব প্রকটন করিতে পারিয়াছেস উদাহরণ— * q খাম চিকনিয়া দে রাসে নিরমিল কে প্রতি অঙ্গে ঝলকে দাপুনি । 鶯 彰 鶯 彎 লোচন লোর লুকায়লি গোরী ! পু ক: প্রচুর করলি ধনী চোরী। প্রেম পরস রস লীলা রস লহরী দুহু তনু ভাবে উজোর। [ ১২শ বর্ষ, বৈশাখ, ১৩১৯ কাব্যের বাক্য যে একটা সঙ্কেত তাহ ষে মূৰ্ত্ত ও অমূৰ্ত্ত এই গুলিতে তাহ বেশ দেখা যায়। শব্দ-ব্যঙ্গ এই সকল পদে বিশেষ রূপে উদাহৃত হইয়াছে। বোধ হর শেষের উদাহরণটাতে শুধু ব্যঞ্জন-শক্তির প্রয়োগ হইয়াছে বলিলে ঠিক হইবে না, অলঙ্কারশাস্ত্রমতে ইহাতে লক্ষণরও পরিচয় পাওয় যায়। ভাবে উজোর” ইহার মুখ্যার্থ ত্যাগ করিয়া অন্য অর্থ গ্রহণ করিতে হইবে, অতএব ইহাতে শব্দের লক্ষণাশক্তির সুকল কাৰ্য্যই ব্যঞ্জনদ্বিারাই প্রকাশিত হয়, ইহাই অলঙ্কারিকগণের মত । যস্য প্রতীতিমধাতুং লক্ষণং সমুপাস্ততে। ফলে শবৈক গম্যে চ ব্যঞ্জনান্নাপর ক্রিয় ॥ কাব্যপ্রকাশ—২য় উল্লাস । ঐজিতেন্দ্রলাল বসু । স্নেহের প্রতিদান পল্লী-কাহিনী মুকুন্দ পাল ও মুরারী পাল দুই ভাই । মুকুন্দ মুরারী অপেক্ষ আট বৎসরের বড় । মুকুন্দের বয়স যখন নয় বৎসর, সেই সময় তাহাদের পিত। গোপীনাথ পাল তিন দিনের জ্বরে ভবপারে প্রস্থান করিল। এক বৎসরের শিং মুরারীকে লইয়া তাহার জননী সৌদামিনী বিধবা হইল ; নাবালক পুত্র দু'টিকে সে কিরূপে লালন পালন করিবে, কিরূপেই বা সে দুটি উদরান্নের সংস্থান করিবে তাহ স্থির করিতে না পারিয়া, বিধবা চতুর্দিক অন্ধকার দেথিল ; গুরুতর পতি-বিয়োগশোকের উপর দুঃসহ অগ্নচিন্তা তাহাকে ব্যাকুল করিয়া তুলিল । স্বামীর সৎকার শেব হইলে বিধবা সিমস্তের সিন্দুর মুছিয়া, হাতের নেয়। খুলিয়া, সাদা থান পরিয়া তাহার পিতার জ্ঞাতি ভাত ত্ৰিলোচন সরকারের পা জড়াইয়া ধরিল, কাদিয়া বলিল, “কাকা, সংসারে আপনার বলিতে আপনি ভিন্ন আমার আর কেহই নাই, যাহাতে আমার জাতি রক্ষা হয়, আপনি তার উপায় করুন। আপনি থাকিতে কার দুয়োরে দাসীগিরি করিতে যাইব ?” ত্রিলোচন সরকার সরলপ্রকৃতি, ধাৰ্ম্মিক বৃদ্ধ। পাক আমের মত টুকটুকে গৌরবর্ণ, দাড়ি গোফ কামানে, মাথায় প্রকাও টাক, ঘাড়ের দিকে মরুভূমিতে ওয়েশিসের মত অল্প কয়েকগাছি কেশ ছিল, তাহ
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।