¢१२. যখন বিরহের তীব্র তায় বাহঙ্গানশূন্ত হইয়l, বাৎসল্যর তন্ময়ত্ব লাভ করিয়া মানসূচক্ষে মৃতপুত্রকে জীবন্ত ভাবে আপনার ক্রোড়স্থ দৰ্শন করেন, তখন সন্তানের দৈহিক সন্নিধ্য ব্যতীতও, বাংসল্যের প্রকৃত মূৰ্ত্তিী তাহার দেহকে আশ্রয় করিয়া স্বচ্ছদেই ফুটিয়া উঠিতে পারে এবং কোনও কোনও স্থলে ফুটিয়া যে থাকে, ইহাও স্বচক্ষে দেখিয়াছি। সুতরাং যুরোপের भाण्डार्मीগুলিতে বা আমাদের গণেশ জননীতে যে ভাবে মাতৃমূর্কুিট ফুটাইয়া তুলিবার চেষ্ট৷ হইয়াছে, তাহ ছাড়া বে এ মুৰ্ত্তিী অতি পরিস্ফুটরপে ফুটিয়া উঠিতে পারে না, এমন নয়। ফলতঃ 'সন্তানকে কোলে দিয়া, ম্যাডোনাতে এবং গণেশজননীতে মাতৃমূৰ্ত্তির নিজস্বরূপটকে ফুটাইবার দিকে তান্ততঃ কোনও কোনও চিত্রকর ও ভাস্কর নিজেদের দায়িত্বভার যে অনেকটা লঘু করিবার চেষ্টা করেন নাই, তাহাও বলিতে পারি না। সন্তান যখন কোলে আছে, তখন এ চিত্র বা ভাস্কৰ্য্য যে মায়েরই তৈলচিত্র বা প্রস্তরমূৰ্ত্তি, এ ধারণা আপন হইতেই অনেকট। জন্মিয় মায়। আর সেই জন্য এই সকল চিত্রপটে বা প্রস্তরফলকে বাৎসল্যর নিজস্ব মুটি সত্য সত্য কতটা ফুটিয়া উঠিয়াছে বা উঠে নাই, এ বিষয়ে অনেকেই কোনও বিশেষ অনুসন্ধান আর করে না। মেটের উপরে ছবিখানি বা প্রতিমূৰ্ত্তিটা নয়নপ্রতিকর হইয়াছে কি না, তাহারই দ্বারা তার ভালমন্দের বিচার করিয়া থাকে। সন্তান কোলে লইয়াও যে কোনও জননীর মধ্যে কখনও কখনও তার সত্যিকার মাতৃমূৰ্ত্তিটা दर्शेल नि [ ১২শ বৰ্ষ, পৌষ, ১১১৯ ফুটিয়া নাও উঠতে পারে ; সকল সময় যে ফুটিয়া উঠে না ; ইহাও প্রত্যক্ষ কথা। সকল জননীই তো দিনের মধ্যে কতবার সন্তানকে কোলে করিয়া বলেন ও তাহাকে স্তন্যপান করাইয় থাকেন । কিন্তু সৰ্ব্বদাই যে এ সকল অবস্থায় তাহাদের মধ্যে বাৎসল্যের মূৰ্ত্তিী ফুটিয়া উঠে, এমন তে৷ ८ १ धान न। श्रiङ्ग ष१म 4ं ईिौि কোনও জননীর মধ্যে সত্য সত্যই ফুটিয়া উঠে, তখন তাহাকে চিনিতেও বেশি বিলম্ব হয় না। সে আপন হইতেই আপনাকে ধরা দিয়! থাকে। আর এই যে অপরূপ মাতৃমূৰ্ত্তিট, তাহারই মধ্যে বাৎসল্যরসের রূপট ফুটয় উঠে। বাৎসল্যরস পিতামাতা উভয়েরই মধ্যে সঞ্চারিত হয় সত্য ; কিন্তু ইহ সন্তানের জননীকে যতটা পরিমাণে অধিকার করে, তাহীর জনককে সে পরিমাণে অধিকার করে না। কারণ মায়ের সঙ্গে সন্তানের সম্বন্ধটা যত ঘনিষ্ঠ, তার দেহমন-প্রাণ জীবনের সকল বিভাগের ভিতর দিয়া এই সম্বন্ধ আপনাকে যে ভাবে গড়িয়া তুলে, পিতার সঙ্গে তত ঘনিষ্ঠ নয় ও হইতেই পারে না। আপনার সন্তানের “ সঙ্গে মায়ের সম্বন্ধ কেবল আন্তরিক নহে, কায়িকও। প্রথমতঃ মা দশমাস দশদিন সন্তানকে আপনার গর্ভে ধারণ করিয়া এই কায়িক সম্বন্ধের প্রতিষ্ঠা করেন। এই সুদীর্ঘ গর্ভবাস নিবন্ধন মায়ের স্বায়ু মণ্ডলের সঙ্গে সন্তানের স্বায়ুমণ্ডলের একটা অতি নিগুঢ় যোগ স্থাপিত হয় ; নাড়ীচ্ছেদের সঙ্গে সঙ্গে এ যোগ একেবারেই চ্ছিন্ন হইয়া
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।