পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মক্ষেত্র ( , ) গোটা দেহ কার বিরাট দেউল, কেশরী কেশর লুটায়ে লেহিছে ● সুবিশাল বেদী, ভূধর শির, জগৎমাতার চরণতল ; অর্ঘ্য কাহার ক্ষেত্র-কানন, ' কালক্ষণী সম পিতার অঙ্গ পাদ্য, শতেক নদীর নীয় ? বেড়িয়া ফেলেছে আঁখির জল ; পূজার বাদ্য কাঁচক বন্ধে,; বিহগ কোথায় পরাণ দিয়াছে সিন্ধু লহুরে, বিহগ গানে, রুধির উগারি সতীর লাগি, নিতি উৎসবে আরতি কাহার, খগরাজ কোথা লুটিয়া পড়িয়া আকাশ ভরিয়া আলোর খাণে ? বিভুর চরণে রয়েছে জাগি? কুশের বলয়ে, ধূপের ভয়ে, সে যে গে৷ আমার ধৰ্ম্মক্ষেত্র, গুস্ক প্রসাদী পূজার ফুলে, ভারতমাতার কৰ্ম্মভূমি ভর। আলপনা চন্দন দাগে, ধন্ত জনৰবাহার জীবনমরণ-পূরণ চরণ চুমি। গৃহ, প্রান্তর নদীর কূলে ? (w) ) কোথায় সদাই চরণ ফেলিতে দেবের ব্যঞ্জনে সাধের পুচ্ছ - শিহরে অঙ্গ ভক্তি-ভরে, দিয়াছে কোথায় চমর-বধূ, পবন কোথায় যত্বশীতল, তুচ্ছ জীবন করিছে উচ্চ সলিল নিযুক্ত কলুষ ক্ষয়ে ? মধুমক্ষিকা বিতরি মধু? সে যে গে৷ আমার ধৰ্ম্মক্ষেত্র, বহে মৃগনাভি নাভিতে হরিণ - ভারত মাতার কৰ্ম্মভূমি, দিতে দেবতায় গন্ধমুখ, ধন্ত জনম ধার জীবন-মরণশরণচরণ চুমি দিয়াছে মুক্ত কুম্ভ বিদারি ( २ ) বারণ, গুক্তি বিদারি বুক ? গোধন কোথায় রেখেছে বাচায়ে পাষাণ আপন বক্ষ চিরিয়া তাপসের তপ দেবের যাগ, . দেছে কুঙ্কুম সিঁদুর রাগ, নৃপের ঋদ্ধি ;-জননীকল্প তৃণ তরু দেছে আপন অস্থি, , লভিয়াছে পূজা সেবার ভাগ ? সুধিতে কোথায় দেবের যাগ ? হিংস্র কোথায় আমিষ ত্যজেছে কীট কোথা দিয়া আপনার হিয় ভিয়া পুণ্যকুশের গ্রাস, পরায়েছে মায়ে লোঞ্চল, বেদীর মন্ত্রে দীক্ষিত তারা আপন পরাণে রঞ্জিয়া দেছে হয়েছে ঋষির দাসাচুদাস, छ१९-ञांtप्लग्न क्रतुर्भुउल ?