পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& S বঙ্গদর্শন উপস্থিত হইল, ত্রিলোচন তাহাকে ডাকিয়৷ বলিলেন, “রাজু, গোপীনাথ ত হঠাৎ মারা গেল, সৌদামিনীর কোন উপায়ই ত দেখৃচিনে, গলায় দুটে নাবালক ঝুচে, আমদের সংসারেও ‘গিরি ধন্নি’ মেয়েলোকের অভাব। আমি মনে করচি, তোর দিদি আমাদের সংসারে থেকেই প্রতিপালন হোক, তুই কি বলিস্ ?” * ‘রাজু বলিল, “আমি আবার কি বলবো, আপনার যেমন ইচ্ছ। আর আমরা থাকৃতে দিদি অন্য কোথাও গতর খাটিয়ে থাবেন, এও ত উচিত নয়। কথাই বলেছেন।” ত্ৰিলোচন পুত্রের কথায় সস্তুষ্ট হইয়। বলিলেন, “সংসারে কে কাকে খেতে পরতে দেয় বল । সকলই লীলাময়ের লীলা, তিনিই আগুন দিয়ে পোড়াচ্ছেন, আবার জল দিয়ে জগৎ ঠাণ্ড করেন, নিরাশ্রয় অনাথের প্রতিপালন-ভার তিনিই নিচ্ছেন, আমরা কেবল উপলক্ষ্য মাত্র। তা দেখিস্ মুদাংয়ের বড় ছেলে মুকুন্দকে গোলবাড়ীতে রেখে কাজকৰ্ম্ম কিছু শিৰুতে পারিস্ কি না।” রাজু বলিল, “মুকুন্দ নিতান্ত ছেলেমানুষ, এখন ও কাজকৰ্ম্ম কি শিখবে ? সে এখন কিছুদিন পাঠশালায় লিখুক, একটু জ্ঞান বুদ্ধি হলে কাজকৰ্ম্ম শিখানে যাবে।" ত্ৰিলোচন বলিল, “হ্যা সেই কথাই ভাল। ছেলেটাকে একটু লেখাপড়া শিখানে দরকার বটে।” পরদিন সৌদামিনী ত্রিলোচনের গৃহে আশ্রয় গ্রহণ করিল। মুকুন্দ গ্রাম্য পাঠ আপনি সঙ্গত । [ ১২শ বৰ্ষ, বৈশাখ, ১৩১৯ শালায় ভর্তি হইল । ৰে হততভাগিনী বিধবা সংসার-সমুদ্রের কূল-কিনায় দেখিতে না পাইয়। উদ্বেগে ও ভয়ে অত্মসন্ন হইতেছিল, ভগবানের অনুগ্রহে তাহার অশন-বলনের ক্লেশ দূর হইল। R কয়েক বৎসর পাঠশালায় লেখাপড়। শিখিয়া মুকুন্দের হাতের লেখাটা বেশ পাকিয়া আসিলে, রাজু তাহাকে গোলাবাড়ীর কাজে নিযুক্ত করিল ; মুকুন্দ বুদ্ধিমান,বিনয়ী ও আজ্ঞাবহ ছিল, কিছুদিনের মধ্যেই সে চালানী কারবারের কাজ বেশ বুঝিঃ লইল । সৌদামিনী রাজুকে ধরিয়া 'একটি গরীবের মেয়ের সঙ্গে মুকুন্দের বিবাহ দিল । কৰ্ত্ত ত্ৰিলোচন সরকার বৃদ্ধ হইয়াছিলেন, তিনি পুত্রের হস্তে সংসারের ভার দিয়া স্বয়ং শ্রীবৃন্দাবনে যাঞ্জা করিলেন, তাহার ইচ্ছা ছিল জীবনের অবশিষ্ট কাল তিনি সেই । থানেই বাস করিবেন। মুকুন্দ দুটাক উপার্জন করিতেছে দেখিয়া সৌদামিনী রাজুকে ৰলিল “এতকাল তুমি আমাকে ও আমার ছেলে দুটিকে প্রতিপালন করলে, সাধ করে ছেলের বিয়ে দিলেম, সেও দু পয়সা আচে, এখন আমি মনে করচি বাড়াতে গিয়েই থাকবে। ছেলে দুটো থাকৃতে,কৰ্ত্তার ভিটেয় প্রদীপ জলবে না, কি করে তা দেখি ? ঈশ্বর4 ইচ্ছায় বেী এখন 'গিন্নি ধন্নি হয়েছে, আমি তোমার সংসারে না থাকলেও কোন অসুবিধা হবে না। আর আমি তো বাড়ীর দুয়োরেই থাকৃবে, যখন ডাকৃবে তখনই আসবে।" -