১০ম সংখ্যা ] যাহার অtহবানে, མ༈་། বৈকুণ্ঠ ত্যাগ করিয়া আসিয়াছি, সেই নাড়া অদ্বৈত আচাৰ্য্য আমাকে ছাড়িয়া গিয়া এখন হরিদাসের সহিত নিশ্চিন্ত মনে কাল কাটাইতেছে। সংকীৰ্ত্তন আরস্তে মোহর অবতার। ঘরে ঘরে করি কীৰ্ত্তন পায়ার ॥ বিদ্যাধন কুলমদ তপস্যার মদে । মোর ভক্ত স্থানে যার অপরাধ আছে ॥ সে অধম সম্ভারে না দিমু প্রেমযোগ। নাগরিয়া প্রতি দিমু ব্ৰহ্মাদির ভোগ " নিমাই ক্ষণকাল পরেই প্রকৃতিস্থ হইলেন এবং লজ্জিত হইয় জিজ্ঞাসা করিলেন “আমি কি কিছু চাঞ্চল্য প্রকাশ করিয়াছি ?" কিন্তু নিত্যানন্দের আবেশ-ভঙ্গ হইল না। র্তাহীর দগু-কমণ্ডলু কোথায় চলিয়া গেল, বসন কোথায় বিক্ষিপ্ত হইল, কিছুই ঠিকানা রহিল না। নিমাই তাহাকে ধরিয়া প্রকৃতিস্থ করিলেন, এবং তঁাহাকে শ্ৰীবাস-গৃহে রাখিয়া স্বীয় ভবনে প্রত্যাগত হইলেন। রীত্রিকালে নিতাই স্বীয় দণ্ড-কমণ্ডলু ভাঙ্গিয়া ফেলিলেন। প্রাতঃকালে এই সংবাদ পাইয়া নিমাই শ্ৰীবাস-গৃহে আসিয়া দেখিলেন, নিতাই * অনবরত হাস্য করিতেছেন। অনন্তর ভক্তগণসহ নিতাইকে লইয়া নিমাই গঙ্গাস্বানে গমন করিলেন, এবং স্বহস্তে নিতাইর ভগ্নদণ্ড গঙ্গায় বিসর্জন করিলেন । গঙ্গা দেখিয়া নি তাইর আনন্দ উদ্বেল হইয়া উঠিল । তিনি কখনও বালকের মত নানাভারে সন্তরণ করিতে লাগিলেন, কখনও বা কুন্তীর দেখিয়া তাহাকে ধরিবার জন্য অগ্রসর হইলেন। তখন সেই প্রৌঢ়শিশুকে ব্যাস-পুঞ্জার কথা স্মরণ করাইয়া নিমাই-চরিত্র G...hrð দিয়া নিমাই তাহার সহিত শ্ৰীবাস-গৃহে প্রত্যাগত হইলেন। শ্ৰীবাস-গৃহে সুমধুৰ ংকীৰ্ত্তন আরস্ত হইল। সেই সংকীৰ্ত্তনানন্দের মধ্যে নিতাই ব্যাসপূজার সুগন্ধি মাল্য নিমাইর গলদেশে অৰ্পণ করিলেন। দেখিতে দেখিতে নিমাইবু মানুষমুৰ্বি অন্তৰ্হিত হইল। ভক্তগণ শঙ্খ-চক্র-গদা-পদ্ম-হল-মুষলধারী বড়ভূজ মূৰ্ত্তি প্রত্যক্ষ করিয়া ভয়-ব্যস্তভাবে “রক্ষ কৃষ্ণ, রক্ষ কৃষ্ণ' বলিয়া উঠিলেন। নিতাই মূৰ্ছিত হইয়া ভূপতিত হইলেন। অতঃপর নিমাই সেই অমানুষীরূপ সংবরণ করতঃ নিতাইর অঙ্কে হস্তীর্পণ করিয়া তাহার চৈতন্ত বিধান করিলেন। তখন চতুর্দিকে কৃষ্ণধ্বনি সমুখিত হইল। ভক্তগণের বিহ্বল নৃত্যে দিবা অবসান হইল। নিমাই প্রদোষে স্বগৃহে প্রত্যাগত হইলেন। নিতাই শ্ৰীবাদ-গৃহেই রহিয়া গেলেন। শ্ৰীবাস-গৃহিণী মালিনী দেবী নিতাইকে দেখিয়া অবধিই তাহাকে অপত্যবৎ স্বেহ করিতেছিলেন। নিতাই মালিনী দেবীকে মাতৃ সম্বোধন করিতে লাগিলেন, এবং র্তাহার সহিত শিশুর মতই আচরণ আরম্ভ করিলেন। মালিনী দেবী থাওয়াইয়া না দিলে তাহার খাওয়া হইত না ; খাইবার সময় অন্ন ছড়াইয়া ফেলা তাহার নিত্য অভ্যাসের মধ্যে ছিল। পল্লীস্থ বালকবৃন্দ র্তাহার খেলার সাথী হইল। তাহাদের সহিত গঙ্গায় যাইয়া তিনি তাহীদেরই মত সন্তরণ করিতেন। বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত হাস্তপরিহাসে তিনি অনেক সময় কাটাইতেন। তাহার বালকবৎ উৎপাত थtनक गभग्न गांजा इक्लाइब्र जेउि-क्रूि
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।