পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(£సిడి ८कश् उँtशंद्र उं★द्र तिब्रक श्ठन नां । ঐবাসকেই নিতাইর অত্যাচার অধিক পরিমাণে সহ করিতে হইত—কিন্তু ক্ষণ কালের জন্যও র্তাহার মনে তজ্জষ্ঠ বিন্দুমাত্রও বিরক্তির সঞ্চার হয় নাই। এক দিন তাহাকে পৰীক্ষা করিবার জন্ত নিমাই কহিলেন “শ্ৰীবাস, এই অবধূতের জাতিকুলের ঠিকানা নাই, যদি জাতি রক্ষা করিবার ইচ্ছা থাকে, তবে তুমি সত্বর ইহাকে বিদায় করিয়া দেও।" শ্ৰীবাস বিনীত ভাবে কহিলেন “প্রভু, আমাকে পরীক্ষা করিতে চাও ! তবে শোন। নিত্যানন্দ যদি মদির ও যবনী গ্রহণও করেন, যদি তিনি আমার জাতি, প্রাণ, ধন সমস্তই নষ্ট করেন, তবুও উহার প্রতি আমার ভক্তি শিথিল হইবে না।” নিমাই প্রত হইয়া কহিলেন “শ্ৰীবাস, তোমার এই অচলা ভক্তির জন্য আমি এই বর দিতেছি যে, তোমার গৃহে দারিদ্র্য কখনও প্রবেশ লাভ করিতে পরিবে না।” ইহার কিছুদিন পর শচীদেবী এক অপূৰ্ব্ব স্বপ্ন দর্শন করিলেন; নিমাই ও নিতাই পাঁচবৎসরের শিশু হইয়। মারামারি করিতে করিতে দেবমন্দিরে প্রবিষ্ট হইলেন, এং মন্দির হইতে কৃষ্ণ ও বলরামের বিগ্ৰহ বাহির করিয়া আনিলেন। নিমাইর হাতে বলরাম ও নিতাইর হাতে কৃষ্ণ । তথন हिअंश्च निशां & निष्ठांश्tरु गरिi१म করিয়া কহিলেন “এই সমস্ত দধি, দুগ্ধ, ঘরবাড়ী আমাণের, তোরা দুই ডাকাইত কেরে?” নিতাই বলিলেন “এখন আর গোয়ালার অধিকার নাই, এখন ব্রাহ্মণের । বঙ্গদর্শন [ ১২শ বৰ্ষ, মাঘ, ১৩১৯ अश्किांद्र श्रांद्रक श्ब्रांt ; गषि क्षु शूर्छष्ठ थाहेवांद्र कांश श्रांब मांझे ।। ७श्वन शनि चराष्ट्र বুঝিয়া চলিতে না পার, যদি এই সমস্ত উপহারে তোমাদের পুরাতন স্বত্ব ত্যাগ ন৷ কর, তাহা হইলে মার খাইবে।” এই কথা শুনিয়া কৃষ্ণ ও বলরাম গর্জন করিয়া উঠিলেন এবং কৃষ্ণের দোহাই দিয়া নিমাই ও নিতাইকে প্রহার করিতে উদ্যত হইলেন। নিতাই কহিলেন “কৃষ্ণের দোহাই আর দিতে হইবে না। এখন আর কৃষ্ণের ভয় কে করে ? বিশ্বস্তর গৌরচন্দ্র আমার প্রত্যক্ষ ঈশ্বর।” তখন চারিজনের মধ্যে মারামারি ও নৈবেদ্য কাড়াকড়ি আরম্ভ হইল । সকলে পরস্পরের হাত ও মুখ হইতে কাড়িয়া খাইতে লাগিলেন। তখন নিতাই শচীকে ডাকিয়া কহিলেন “মা, বড় ক্ষুধা পাইয়াছে, আমাকে থাইতে দাও।” অমনি শচীর নিদ্রাভঙ্গ হইল। প্রাতঃকালে শচী নিমাইকে ডাকিয় তাহার নিকটে স্বল্পবৃত্তান্ত বর্ণনা করিলে, নিমাই হাসিয়া কহিলেন “মা আমাদের গৃহদেবতা বড়ই প্রত্যক্ষ। আমি অনেকবার লক্ষ্য করিয়াছি, নৈবেদ্যের অৰ্দ্ধেক अमृथ श्ब्र গিয়াছে। আমার সন্দেহ ইয়াছিল গেমার বোঁ বুৰি নৈবে চুরি করিয়া খায়। কিন্তু তোমার স্বপ্নের কথা শুনিয়া আমার সে সন্দেহ দূর হইল। অন্তরাল হইতে স্বামীর পরিহাস শুনিয়া বিষ্ণুপ্রিয়া দেবী হাসিতে লাগিলেন। অনন্তর নিমাই মাতার আদেশক্রমে নিতাইকে ভোজনের নিমন্ত্ৰণ করিলেন। নিমন্ত্রণ কালে নিতাইকে সাবধান করিয়া নিমাই কহিলেন “নিতাই তোমাকে নিমন্ত্রণ ত করিলাম ; কিন্তু কোনও