পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা ] স্তুভিজ্ঞতা-বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহাও সংশোধিত হইয়া, অন্তরগত মোক্ষের আদর্শ ক্রমে ক্রমে পরিস্ফুট ও মৃসম্বদ্ধ হইয় উঠে। অতএব আমরা নবজাগরণের প্রথম উল্লাসে স্বাদেশিক তার যে ছবি আমাদের অন্তরে অঙ্কিত করিয়াছিলাম, চারদিকের অবস্থা ও ব্যবস্থার সঙ্গে তাহার যথাযোগ্য সঙ্গতি সাধন করিতে যাইয়া যে সে ছবির অঙ্গপ্রত্যঙ্গর সমাবেশের কিছু কিছু পরিবর্তন হইতে পারে না ব৷ হইবে না ইহাও অসম্ভব। আর এই সকল ভাবিয়া চিন্তিয়া দেখিলে লাট হার্ডিঞ্জ আপনার মন্তব্যে যে অাদর্শের ইঙ্গিত করিয়াছেন, তাহা যে প্রকৃতপক্ষে আমাদের এই স্বাদেশিকতার সত্য আদর্শ , নহে, এমন কথাও বলিতে পারি না । লাট হার্ডিঞ্জ ইংরেজ। ব্রিটিশের স্বার্থের প্রতি অন্ধ হইয়া চলা তাহার পক্ষে অসম্ভব। ব্রিটিশের স্বার্থরক্ষার জন্যই তাহার উপরে ভারতের শাসনভার অৰ্পি গু হইয়াছে। ব্রিটেনের অনিষ্ট করিয়া ভারতের ইষ্টসাধনের জন্য চেষ্টা করিলে, লাট হার্ডিঞ্জকে বিশ্বাসঘাতকের কৰ্ম্ম করিতে হয়। সুতরাং ভারতের সঙ্গে ব্রিটিশের সকল সম্পর্ক চুকিয়া' যাউক এমন নীতির অনুসরণ করা তাহার পক্ষে অসম্ভব ও অসঙ্গত। তার শাসনীতির লক্ষ্যওঁ ইহা নহে। অন্যদিকে তিনি জানেন যে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক বজায় রাখিতে হইলে, দেশের এবং জগতের বৰ্ত্তমান অবস্থাধীনে, কার্জনের বা মিণ্টোর নীতির অনুসরণ করিলে চলিবে না। সমগ্র জগত যে রাষ্ট্ৰীয় আদর্শের সন্ধানে ছুটয়াছে, ভারতের ভবিষ্যৎ ও লর্ড হার্ডিঞ্জের শাসন-নীতি ¢ቖጫ ভারতের প্রকৃতিপুঞ্জকে সে পথ হইতে সরাইয়া রাখা বু। প্রতিনিবৃত্ত করা সম্ভব নহে । সুতরাং ভারতের নবজাগ্রত স্বারাজ্যআকাঙ্ক্ষা কি করিয়া নির্মূল করিতে হইবে, ব্রিটিশ শাসনের বর্তমান সমস্তাও ইহা নহে। কিরূপে এই আকাঙ্ক্ষার যথাযোগ্য পরিতৃপ্তি সাধন করিয়াও, ভারতের সঙ্গে ব্রিটেনের রাষ্ট্রীয় সম্পর্কট। বজায় রাখিতে পারা যায়, ভারত-শাসন সম্বন্ধে ব্রিটিশ নীতিজ্ঞদিগের সম্মুখে এই সমস্যাই আজ উপস্থিত হইয়াছে । যে পথে এই সমস্যার মীমাংসা সস্তব, লাট হার্ডিঞ্জ সেই পথ ধরিয়াই চলিয়াছেন। সুতরাং ব্রিটিশ সাম্রাজ্যের হিতাকাজী মাত্রেরই তাহার এই সমীচিন শাসননীতির সমর্থন ও অনুবৰ্ত্তন করা কর্তব্য। আর ভারতের সত্য স্বাদেশিকতার পক্ষেও এই একই বিধান। জগতের সভ্যতাভিমানী । জাতি সকল আপনাদিগের দেশে যে সকল অধিকার ও অবসর ভোগ করিয়া থাকে, ভারতবর্ষের লোকেরা নিজেদের দেশে সেই সকল অধিকার ও অবসর লাভ করিয়া সৰ্ব্বতোভাবে আপনাদের সমষ্টিগত জাতীয় জীবনের সার্থকতা সাধন করুক, ভারতের স্বাদেশিকতা ইহাই চায়। স্বাদেশিক স্বাতন্ত্র্যের অন্য কোন অর্থ আছে বলিয়৷ জানি না। জগতের আর সকল জাতির সঙ্গে সৰ্ব্বতোতাবে বিচ্ছিন্ন হইয়া না থাকিলে , যে আমাদের জাতীয় জীবনের এই ; সার্থকতা-সাধন অসম্ভব, এমনও বলা যায় না। আর ব্রিটিশের সঙ্গেও আমাদের এমন একটা সম্বন্ধ তো কল্পনা করিতে