ჯიზ পূৰ্ব্বগঠিত সংস্কার, জয়দেব সম্বন্ধে তাহাদের অকারণ-সঙ্গীত ভ্রান্ত ধারণা বর্জনপূৰ্ব্বক বঙ্গদর্শন [ ১২শ সংখ্যা, মাঘ, ১৩১৯ আমাদিগের বক্তব্যের প্রতি মনঃসংযোগ করিয়া যেন আমাদিগকে কৃতাৰ্থ করেন। শ্ৰীজিতেন্দ্রলাল বস্তু । -- চীনে প্রজাতন্ত্র চীন জাতি যে এত দীর্ঘকাল এমন অটুটভাবে স্থায়ী রহিয়াছে, তাহার প্রধান কারণ তাহদের জাতীয় স্বায়ত্ব-শাসনের ক্ষমতা। চীন জাতির প্রতি পরিবার মধ্যে রাষ্ট্রনীতির বীজ নিতি রহিয়াছে। এষ্ট প্রত্যেক পারিবারিক শাসননীতির দ্বারাই সমস্ত সাম্রাজ্যের রাষ্ট্রনীতি গঠিত হইয়াছে। প্রত্যেক পরিবার যেমন স্মরণাতীত কাল হইতে এক নিয়মে শাসিত হইয়৷ আসিতেছে, সেই মত বহু পরিবারের সমষ্টি একখানি গ্রামও সেই গ্রামের একজন মোড়ল দ্বায় শাসিত হইয়া থাকে। কতক গুলি গ্রাম ও সহরের দ্বারা এক জেলা গঠিত। প্রত্যেক জেলায় এক একজন ম্যাঙ্গিষ্ট্রেট। এই সকল ম্যাজিষ্ট্রেট একাধারে শাসনকৰ্ত্তা ও বিচারকর্তা, এবং ইহারা নানা বিষয়ে বর্তমান মিউনিসিপাল প্রেসিডেন্টের কার্য্য করিয়া থাকেন। প্রত্যেক জেলার শাসনকাৰ্য্য ম্যাজিষ্ট্রেটের দ্বারা মনোনীত মোড়ল বা পঞ্চায়ত দ্বারা সম্পন্ন হইয়া থাকে। কয়েকটা জেলার দ্বারা একটা ডিভিসন এবং অনেকগুগি ভিভিসন দ্বায়৷ একটা প্রদেশ গঠিত। এক এক ডিভিসনের উপর এক এক কমিশনার এবং এক এক প্রদেশের উপর এক এক গভর্ণর নিযুক্ত। আবার কয়েকজন গভর্ণরের উপর একজন গভর্ণর জেনেরাল নিযুক্ত। কিন্তু প্রতি গ্রাম, গতি ডিষ্ট্রিক্ট, প্রতি ডিভিসন, প্রতি প্রদেশ স্বায়ত্ব-শাসন-প্রণালী দ্বারা শাসিত। এই প্রাদেশিক স্বায়ত্ব-শাসনের উজ্জ্বল দৃষ্টান্ত ১৯০১ খৃঃ বক্সার যুদ্ধের সময় হ'ওনসি-যাই ও চাং-টি টুংর শাসনপ্রণালী দ্বার প্রকাশ পাইয়াছিল। এবং সেই স্বায়ত্বশাসনের জলন্ত দৃষ্টান্ত বর্তমান প্রজাতন্ত্রের অনেক গভর্ণর, ও গভর্ণর জেনেরালগণ দেখাইতেছেন। এই সকল প্রাদেশিক স্বায়ত্ব-শাসনের সমষ্টির উপর পেকিনের রাজকীয় গভর্ণমেন্ট। এই রাজকীয় গভর্ণমেণ্টের মূলমন্ত্রই এই যে, “প্রত্যেকেই স্বতন্ত্রভাবে শাসিত হউক।” প্রত্যেক প্রদেশ হইতে নিময়মত রাজস্ব আদায় এবং প্রত্যে ক প্রদেশে শান্তি স্থাপিত থাকিলে পেকিন গভর্ণমেণ্ট সন্তুষ্ট থাকিতেন। তবে চীনের প্রাদেশিক স্বায়ত্ব-শাসনের প্রধান দোষ এই যে, ম্যাজিষ্ট্রেট হইতে গভর্ণর জেনেরাল পর্য্যন্ত সম্রাট কর্তৃক মনোনীত হইয়া থাকেন। প্রজাগণের এই মনোনয়নকাৰ্য্যে কোন ছাত নাই। কিন্তু সম্রাট স্বেচ্ছাচারভাবে মাণ্ডারিনগণকে নিযুক্ত
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।