পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা ] পড়িয়ছে। যতদিন দেশে বিপ্লবের বহ্নি প্রধূমিত হইবে, " ততদিন রূধসাম্রাজ্যে পুলিশের প্রভাবও অপ্রতিহত থাকিবে । পুলিশবিভাগের কৰ্ম্মচারিগণ এ কথা বিলক্ষণ জানেন ও বোঝেন, সুতরাং তার অনেক সময় গোপনে গোপনে নিজেদের চর পাঠাইয়া, বিপ্লবপন্থীদিগকে বিপথগামী করিয়৷ থাকেন। আজেফ নামে পুলিশের একজন গুপ্তচর এইরূপে রুধিয়ার বিপ্লবপন্থীদিগের সহিত মিলিয়। অনেকগুলি নরহত্যার আয়োজন করিয়াছিল, এখন সভ্য জগতের সকলেই এ কথা জানেন । আর আজেফের ইতিহাস হইতেই রুষিয়ার পুলিশের প্রকৃতির সুন্দর পরিচয় পাওয়৷ যায়। জৰ্ম্মাণীর পুলিশের কথা বিশেষ কিছুই জানি না, কিন্তু রুষের পুলিশের মত এতটা দুৰ্দ্ধান্ত ও দ্বরাচারী না হইলেও, ইংরেজের পুলিশের সঙ্গে, কি কাৰ্য্যক্ষমতায় কি সচ্চরিত্রে কোন বিষয়েই জৰ্ম্মণীর পুলিশের যে তুলনাই হয় ন, নিঃসঙ্কোচে এ কথা বলা যাইতে পারে । পুলিশের কৃতিত্ব ও সাধুত জগতের সর্বত্রই দুইটা বস্তুর উপরে সম্পূর্ণরূপে নির্ভর করিয়া থাকে। প্রথম, দেশের শাসন-যন্ত্র স্বল্প-বিস্তর পরিমাণে প্রকৃতিপুঞ্জের কর্তৃত্বাধীন হওঁয়া” আবশ্যক ; দ্বিতীয় দেশের লোক-প্রকৃতির মধ্যে একটা প্রবল আইন-আহ্লগ ত্য সৰ্ব্বদা জাগিয়া থাক চাই। ফলতঃ এই দুইটী उिग्न तख मरश् ।। ७कड़े दखद्र श्प्ले त्रिकूমাত্র। শাসন মন্থের উপরে যেখানে প্রকৃতিপুঞ্জের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, সেখানে দেশের আইন-কানুন প্রজা-মতের অম্বুবৰ্ত্তিত করিয়৷ চলে। আর সে অবস্থায় প্রজাসাধারণে বিলাতের পুলিশ ჯზv9 সহজেই দেশের আইন-কানুনের অনুগত হইয়া রহে । শাসনের বিধি-ব্যবস্থার সঙ্গে প্রজাসাধারণের মতামতের কোনও প্রকারের তীব্র বা স্থায়ী বিরোধ এ ক্ষেত্রে জন্মিতেই পারে না । সুতরাং প্রজামণ্ডলীর প্রাণে শাসনের বিধি-ব্যবস্থাকে পরাস্ত বা উপেক্ষ করিবার ইচ্ছা ও জন্মে না। ইংরেজের শাসন-ব্যবস্থা মোটের উপরে ইংরেজ প্রজাসাধারণের কর্তৃত্বাধীন হইয়া আছে। এইজন্য বিলাতের পুলিশ ক্ষুদ্রতম প্রজারও স্বত্বস্বার্থের উপরে অযথা হস্তক্ষেপ করিতে সাহস পায় না। কোথায়ও কোনও পুলিশ কৰ্ম্মচারী ভুলক্রমে বা হঠকারিতাবশতঃ কাহারাও উপরে অযথা অত্যাচার করিলে, দেশময় হুলস্থূল পড়িয়া যায় এবং সেই অত্যচারের প্রতিবিধানের জন্য, হোম্ সেক্রেটারী হইতে আরম্ভ করিয়া, দেশের সমগ্র শাসক সমাজ ব্যতিব্যস্ত হইয়া পড়েন। একবার লণ্ডন সহরে একজন পাহারাওয়াল মিস্ ক্যাস নামে একজন গৃহস্থ মহিলাকে বারঙ্গনবৃত্তি অবলম্বন করিয়াছে বলিয়া সন্দেহ করে, এবং তাহাকে রাজপথ হইতে ধরিয়া লইয়। যায়। মিস ক্যাসের ধনবল বা পদবল কিছুই ছিল না ; যেচারী খাটয় আপনার সামান্ত জীবিক উপার্জন করিতেন। তথাপি এই ঘটনা লইয়া ইংলণ্ডের সকল শ্রেণীর মধ্যে পুলিশের বিরুদ্ধে তুমুল আন্দোলন উঠিয়ছিল। সেই আন্দোলনের কথা আমরা এ দেশেও পড়িয়ছিলাম এবং পড়িয়া বিক্ষিত ও হইয়াছিলাম । हेश८ब्रtछद्र ब्राईौञ्च शाशौनउ गठ्ठाहे আছে, এ কথা মনে করি না । ইংরেজ