পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বিভাগে মুরারির নাম দেখিতে পাওয়৷ গেল না । ुताब्रि , বলিল—পরীক্ষকের তাহার ‘মেরিট এপ্লিসিয়েট’ করিতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ একৃঙ্গামিন পাশ করিবার জন্য সে জন্মগ্রহণ করে নাই, তাহাঁর জীবনের মহত্তর সার্থকতা আছে। ভাই এল্ এ পরীক্ষায় ফেল হইল দেখিয়া গোবিন্দ বড় মৰ্ম্মাহত হইল, নিজের অদৃষ্টকে ধিক্কার দিতে লাগিল ; কিন্তু সে মুহূর্তের জন্য ভ্রাতাকে অপরাধী করিম ন। —রাজু বিরক্ত হইয়। মুরারির কলেজের বেতন দেওয়া বন্ধ করিল ; মুকুন্দও আর তাহার শিক্ষার বায়ভার বহন করিতে পারিল না। মুরারি দাদার উপর বড় চটিয়া গেল, এবং মা সরস্বতীর নিকট বিদায় লইয়া ডাকঘরে এপ্রেণ্টিলি আরম্ভ করিল। বৎসর ঘুরিতে না ঘুরিতে কুড়ি .টাকা বেতনে তাহার চাকরী হইল। মুরারী জগন্নাথপুর ডাকঘরে কেরাণীগিরি করিতে গেল ; স্বদেশপ্রেম ও জনহিতৈষণার খোলস দুরে পড়িয়। রহিল।—কলেজ ত্যাগের সঙ্গে সঙ্গে তাহার সে নেশ কাটিয়া গিয়াছিল। ইতিমধ্যে মুকুন্দের পিশি রক্তামাশয় রোগে ইহলীলা সংবরণ করিলেন । পিশির পীড়ার সংবাদ পাইরা মুকুন্দ তাহার গৃহে উপস্থিত হইয়া কয়েকদিন প্রাণপণে উহার সেবা-শুশ্রুষা করিয়াছিল। সংসারে পিশির অন্য কোন নিকট আত্মীয় ছিল না, পিশির টাকাকড়ি সমস্তই মুকুন্দের হস্তগত হইল । দরিদ্রের সন্তান মুকুন্দ এক সঙ্গে আট দশ হাজার টাক পাইয়? হঠাৎ "বে-সামাল’ হইয়া উঠিল। টাকাগুল হুল বাহির করিয়া Wy te - মেহের প্রতিদান ® ጓ কণ্টকের ষ্ঠায় তাহাকে বিদ্ধ করিতে লাগিল। সে অধিকাংশ টাকা খরচ করিয়া পিতৃভিটায় এক অট্টালিক নিৰ্ম্মাণ করিল, কিছু জমিজমা করিল। এবং অবশিষ্ট টাকা দিয়া মুদিথানার দোকান খুলিল। রাজু মুকুন্দকে তাড়াতাড়ি চাকরী ছাড়িয়া দোকান করিতে প্রথমে নিষেধ করিয়াছিল, কিন্তু মুকুন্দের একান্ত আগ্ৰহ বুঝিয়া শেষে আর আপত্তি করে নাই— তবে গোটাকত উপদেশ" দিয়াছিল, ‘হাত চেয়ে যেন আম বড় না হয়, কখন পুজি ভেঙ্গে খরচ করে না, ইত্যাদি। সে সব অতি প্রাচীন উপদেশে মুকুন্দ বড় কাণই দিল না, তবে রাজুর নিকট কোন অবিনয়ও দেখাইল না। মহা সমারোহে মুকুন্দের ব্যবসায় চলিতে লাগিল। উভয় ভ্রাতার স্ত্রীর অনেকগুলি সোনার গহন হইল ; এবং যে সকল পল্লীরমণী মুকুন্দ ও মুরারির স্ত্রীর সহিত পূৰ্ব্বে গক্যালাপও করিত না, তাহার এখন ঘন ঘন তাহদের বাড়ী আসিয়া আত্মীয়তা করিতে লাগিল। কেহ হইল সই, কেহ হইল বেগুণ ফুল ; তা ছাড়া দেখনহাসি, অডিকলোন, গঙ্গাজল প্রভূতি কুটুম্বিনী সমাজের কোলাহলে মুকুদের প্রশস্ত অট্টালিক নিরস্তর প্রতিধ্বনিত হইতে লাগিল । পুত্রদ্বয়ের পৌভাগ্য-স্বৰ্য্য যখন মধ্যাকাশে দেদীপ্যমান, সেই সময় সাধবী সৌদামিনী সজ্ঞানে গঙ্গালাভ করিলেন। মায়ের শ্রাদ্ধ লইয়। উভয় ভ্রাতার মধ্যে কিঞ্চিৎ মনান্তর উপস্থিত হইল, মুকুন্দ বলিল, "মায়ের