পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)ఆ কি খেলিতেছে তাহা বোঝা অসম্ভব। দুনিয়ায় তাহার কোন ভাবনা, কোন ভয়, কোন আশা কোন নিরাশ কোন প্রেম, কোন অপ্রেম, চিত্তবিক্ষেপের কোথাও কোন কারণ আছে কি না সন্দেহ হয়। লওনের পাহারাওয়ালা ষে যোগী পুরুষ এমন কথা বলিব না, কিন্তু যোগস্থ হইয়া আপনার কৰ্ত্তবা কৰ্ম্ম কি করিয়া সাধন করিতে হয়, এই নিগৃঢ় সঙ্কেতটা বুঝি বা সে সম্পূর্ণরূপেই আয়ত্ত করিয়াছে, তাহাকে দেখিয়া শুনিয়া অনেক সময় এমনটাই মনে আসে। কৰ্ত্তব্যামুয়োধে সে কঠোর হইতে পারে, কিন্তু সে কঠোরতার মধ্যে কখনই কোন প্রকারের ঔদ্ধত্যের চিহ্ন পৰ্য্যন্ত দেখিতে পাওয়া যায় না। রাষ্ট্রের আইন যেমন নিরপেক্ষ ও নিৰ্ম্মম, কিন্তু নির্দয়ও নহে, উদ্ধতও নহে, লণ্ডনের বঙ্গদর্শন [ ১১শ বর্ষ, মাঘ, ১৩১৯ পুলিশও সেইরূপ আর্মের পুতুল বলিলেও চলে, কলেই যেন তারা চলে, কলেই যেন তার ফিরে, আর ঠিক কলেরই মত আপনাদের যথাযথ কৰ্ত্তব্য সাধন করিয়া যায় অথচ এই সকল লোকেরই ঘর আছে, সংসার অাছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ঋণ আছে, দায়-আদায় আছে, সকলই আছে । আর এ সকলের সঙ্গে সঙ্গে গার্হস্থ্যজীবনমুলভ চিত্তবিক্ষেপের সমুদায় কারণই বিদ্যমান রহিয়াছে। সেখানেও যে তাহার এইরূপ কলের মত চলে ক্ষেরে এমন নছে । সে যোগ-সিদ্ধি ইহাদের অনেক দূরে ; কিন্তু তাই বলিয়া আপনার কৰ্ম্মজীবনে ইহারা যে যোগ-শক্তি অর্জন করে, তার মূল্য অল্প নহে। বিলাত-ফেরত । মোহ ৮ লেডি ভোরিস্ ভারন তার সুসজ্জিত ক্ষুদ্র কক্ষটিতে বসিয়াছিল—তার কুসুম পেলব সুন্দর মুখে আজ একটা স্পষ্ট বিদ্রোহের ভাব ফুটিয়া উঠিয়াছে । বাহিরে আকাশে মেঘ, কনকনে শীতের হাওয়া, আর কুয়াসার ঘন অন্ধকার—কিন্তু তার কক্ষটিতে বাহিরের প্রকৃতির কোন দৌরাত্ম্য প্রবেশ করিতে পারে নাই—তাহা আরামের বহুমূখ্য উপাদানে ভরা ! কিন্তু এ সোণার পিজিরায় ভোরিসের মনে সুখ কোথায় ? ভোরিস্ অনেকগণ ধরিয়া পড়িবার * ইংরাজী হইতে অনুদিত । ভাণ করিল-শেষে বিরক্ত হইয়৷ চাকর ডাকিবার ঘণ্টাটা ধরিয়া টান দিল। কলের পুত্বগের মত আরদালি আসিয়া হাজির— ‘ভেরিস জিজ্ঞাসা করিল—“সার্ ফিলিপ এখনও ফেরেন নি বোধ হয় ।” “আজ্ঞা, না,—তিনি বাহির হইবার সময় বলিয়া গিয়াছেন সম্ভবত তার রাত্রে আসিতে দেরী হবে—আপনি যেন তার জন্ম অপেক্ষ না করেন।” c. “আচ্ছা!. আমার চা আনতে বলআর মনে রেখে আমি আজ কারে সঙ্গে দেখা করবো না—এক মিঃ থালো ছাড়া।”