পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা] বক্ষে চাপিয়া পাথুরের মূৰ্ত্তির মত নিশ্চল হইয়া বলিয়া রহিল । অনেকক্ষণ পরে বলিয়। উঠিল—“তবে কি কুইবে ?--আমি-আমি কি করিব ?”—তার সে স্বরে কি নিরাশা, কি কাতরতা, তার অশ্রুলেশহীন চক্ষে কি মৰ্ম্মাত্তিক বেদন । রাল্ফ ভোরিসের উপর ঝুঁকিয়া পড়িয়া তার কর্ণমূলে মুখ আনিয়া বলিল—“কি করবে ?—কেন, সে অবিশ্বাসীর উচিত শান্তি দিয়া তুমি আমার কাছে এস ! প্রিয়তমে, আমাদের আবাল্য প্রণয়ের মধ্যে সার ফিলিপ কে ? চল, আমার সঙ্গে, চল ।” রালুফের কথায় ভোরিস ভীত, চকিত হইল, বলিল,-“না, না, না, ও কথা বলে। না—আমি ত পারব না।” “না, তোমাকে আসিতেই হইবে । প্রিয়তমে, আমার কথা শুন । তোমার অবিশ্বাসী স্বামীর মত আমি লক্ষপতি নই— কিন্তু আমাদের দু’জনের চলিবার মত । আমার যথেষ্ট আছে—আর আছে আমাদের দু’জনের আজীবনের ভালবাসা । প্রিয়তমে, চল আমরা কোন এক দূর দেশে গিয়া নিভৃতে সুখে শাস্তিতে প্রেমে জীবন কাটাইয়া দিই। জগদীশ্বর সাক্ষী,—আমি তোমাকে চিরদিন হৃদয়ে স্থান দিব-• তোমাকে সুখে রাখিব ! চল, ভোরিস্— আমরা আজই—এই রাত্রেই পলাই ডোরিস্ দুই হাতে মুখ ঢাকিয়া বসিয়া রহিল—সহস্র ভাবনায় তাহাকে পীড়িত করিতেছিল। অনেক্ষণ পরে—সে ভুগ্নকণ্ঠে বলিয়া , উঠিল—“থাম, থাম,--আমাকে ভাবিবার সময় দাও । তুমি যা’ বলছ তায় মানে কি তা কি ভাবিয়াছ-তোমার জন্ত মোহ శ్రీఫి আমাকে স্বামী, গৃহ, সন্মাণ, ধৰ্ম্ম সব ছাড়িতে হইবে।” - “আমার আজীবনের ভালবাসায় কি তার পূরণ হইবে না! না, ভোরিস, ও সব ভাবিও না। চল আমরা পলাই, আজই রাত্রে ন’টার গাড়ীতে আমরা ফ্রান্সে রওনা হইতে পারি। তুমি ন’টার দশ মিনিট অীগে ’ষ্টেশনে পেছিও—সেখানে টিকিট লইয়। আমি প্রস্তুত থাকিব। আর দ্বিধার সময় নাই, একবার এ প্রেমহীন গৃহ ছাড়িতে পারিলে—আমরা চিরজীবন সুখে কাটাইব ।” ধীরে ধীরে স্তোরিস বলিল—“রাল্ফ তুমি ত কথনও আমাকে অযত্ন করিবে না ?” "এ কি কথা ভোরিস্ ! তোমাকে অযত্ন !—আর না, আর দ্বিধা নয় । আমি সমস্ত ঠিকঠাকৃ করিতে চলিলাম—দেখে— এসো -কেমন ?” স্থির কণ্ঠে ভোরিস্ বলিল,—“হা, আসিব ।” 影 * 髒 導 髒 সে রাত্রে ন’টা বাঞ্জিবার দশমিনিট পূৰ্ব্বে লেডি ভোরিস্থ ভারন ষ্টেশনের একপ্রান্তে পদচারণা করিতেছিল—তাহার প্রতি পদক্ষেপে তার হৃদয়ে অস্থিরতা, উদ্বেগ, এবং মনে যে তুমুল ঝড় বহিতেছিল— তাহ প্রকাশিত। কৈ রালফ ত আসে নাই—তার ত অনেক পূর্বেই পৌছবার কথা ! সেও কি তবে অবিশ্বাসী। ভাবিতে ভোরিসের মন ক্ষোতে, ঘৃণায়, রাগে ভরিয়া উঠিতেছিল। রাল্ফ কি জানে না যে রালফের ভালবাসার জন্য সে কতটা ত্যাগ স্বীকার করিতে বসিয়াছে !—স্বামী, গৃহ, ধৰ্ম্ম—-