পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা | আমাদের সমাজেই দাস্যরস একেবারে ওকাইয়া গিয়াছে। কিন্তু উচ্চশ্রেণীর রঙ্গমঞ্চে সুনিপুণ অভিনেতা বা অভিনেত্রীর মধ্যে, কখনও কখনও এ রূপট দেখিতেও পাওয়া গিয়া থাকে। সখামুৰ্ত্তি সূখ্যরসটী দাস্যরস অপেক্ষ অধিক জটিল। “পূৰ্ব্ব পূৰ্ব্ব রসের গুণ পরে পরে বৈসে।” বৈষ্ণবসম্প্রদায়ের রসিক সুজনদিগের বিচারে দাস্যরস সখ্যরসের নিচে । সুতরাং দাস্যের গুণ সথ্যেতে থাকিবেই, কিন্তু সখ্যে যে একটা খোলাখুলি গলাগলি ভাব, যে একটা সাম্য-সম্বন্ধ থাকে, দাস্যে তাহা সম্ভবে না। দাস্যরস যখন বিশেষ গভীরতা লাভ করে, তখন দাসের দেহের স্বায়ুমণ্ডলকে যাইয়। অধিকার করে, এবং তাহারই জন্ত তাহার মুখে চক্ষে ও অপরাপর অঙ্গপ্রত্যঙ্গে, চালচলনে সকল বিষয়েই একটা বিশেষ ছবি ফুটিয়া উঠে। সখ্যেতেও তাহা হয়। আর সথ্যের রূপ বা ছবিটী ঠিক দাস্যের মতন হয় না। সখাও সখর মধ্যে আপনাকে ডুবাইয়া দিয়া তাণিতপ্রাণ হইতে পারেন। সখাও সখার সেবা করিতে পারেন, সখ্যেতেও সন্ত্রম এবং আনুগত্য সুকলই আছে, কিন্তু ক্ষেত্রগুণে এ সকল বস্তু এখানে যে আকারে ফুটে তাহা দাসেতে এগুলি যেভাবে ফুটে, তাহ অপেক্ষা কতকটা ভিন্ন। প্ৰভু সম্বন্ধে কোনও বিষয়ে কোনও আকারে উদাসীনতা প্রকাশ পাইলে দাস্যরস নষ্ট হইয়া যায়। প্রভুর উপস্থিতির বা প্রভুর সেবা বিষয়ে দাসের কোনও ভাবের, কি বাহিরের কি ভিতরের, রসের রূপ ৬২৫ বিন্দু পরিমাণ অনবধানত ব! ঔদাসিন্য থাকিতে বা জলিতে পারে না। জন্মিলে তাহাতে রসভঙ্গ হইয়া, অপরাধ হইয়৷ থাকে। কিন্তু এরূপ অনবধানত সখ্যরসের কোনও সাংঘাতিক ব্যাঘাত উৎপন্ন নাও করিতে পারে। সখার উপস্থিতিতে সখী উঠিয়া দাঁড়ান বা বসিয়া থাকুন, তাহাকে প্রত্যুদগমন করিয়া আমুন বা না আমুন, তার পায়ের নীচে বস্তুন কিম্বা ঘাড়ের উপরে চড়ন, এ সকলে তার প্রাণগত সখ্যরসের কোনও ইতরবিশেষ হয় না, হওয়া সম্ভব নহে। সুতরাং দাস প্রভুর নিকট দাড়াইলে তার অন্তরগত রসের পীড়নে, চক্ষে মুখে, দাড়াইবার ভঙ্গীতে, এ সকলে যে মূৰ্ত্তিটা প্রকাশিত হইবে, সখা যখন সখীর কাছে যাইয়া দাড়ান, তখন কোনও মতেই সে মূৰ্ত্তিটা ফুটিবে না। সখ্যরস দাস্যরস অপেক্ষা সমধিক জটিল বলিয়া, এ রসে যতটা বৈচিত্র্য ফুটবার অবসর আছে, দাস্যরসে ততটা নাই। সথ্যের রসবৈচিত্র্য ও রসলীলা দেখিতে হইলে, কিশোরকিশোরীদিগের মধ্যেই তাহার অন্বেষণ করিতে হয়। আর বড় বেশি অন্বেষণ করারও প্রয়োজন হয় না; ঘরে ঘরে, পল্লীতে পল্লীতে এ রসের শত শত প্রাণবিমোহন ছবি দিনের ভিতরে কতবারই না চক্ষে পড়ে। ইংরেজিতে ষে বস্তুকে School boy al School love বলে, তাহতে এই অপূৰ্ব্ব সখ্যরসেরই বিচিত্র মূৰ্বি সকল ফুটিয়া উঠে। সে বয়সে এই রসই সৰ্ব্বশ্রেষ্ঠ। সুতরাং এই অনন্তপ্রতিদ্বস্থিতা নিবন্ধন কিশোর বয়সের এই girl