ילO\טא হইল যে কুন্তীসহ পঞ্চপাণ্ডব দগ্ধ হইয়াছে। পথে ঘোর নিশীথে বনে হিড়িম্বকে ভীম নিপাতিত করিয়া হিড়িম্বাকে বিবাহ করেন। হিড়িম্বার সহিত বিবাহ কবির কল্পনা বলিতে হয় বলুন, তাহার গর্ভে ঘটোৎকচের উৎপত্তি অমানুষিক নহে। পরে পাণ্ডবগণ ব্রাহ্মণ বেশে একচক্রানগরে আসিয়া ব্রাহ্মণগৃহে অতিথি হইয়া বক রাক্ষসকে বধ করতঃ ঐ প্রদেশ নিরুপদ্রব করিয়৷ দ্রৌপদীর স্বয়ম্বরে উপস্থিত হইলেন । অৰ্জুন ব্রাহ্মণবেশে লক্ষ্য বিদ্ধ করিয়া দ্রৌপদীকে লাভ করিলেন । দৌপদীর সহিত পঞ্চভ্রাতার বিবাহে দ্রুপদ প্রথম অসন্মত হইলেও পরে ব্যাসদেবের কথায় তাহা স্বীকার করিলেন। তখন পাণ্ডবগণের প্রকাশ হইল। বিদুরের মন্ত্রণায় ধৃতরাষ্ট্র র্তাহাদিগকে হস্তিনাপুরে প্রত্যানয়ন করতঃ র্তা দিগকে খাণ্ডবপ্রস্থ ও দুৰ্য্যোধনকে হস্তিনাপুরের সিংহাসন দিতে প্রস্তাব করিলে ধৰ্ম্মপ্রাণ যুধিষ্ঠির তাহাতেই সম্মত হইয়া খাণ্ডবগ্রস্থের অরণ্য কাটিয়া রাজধানী ইন্দ্রপ্রস্থ পত্তন করিলেন । ক্রমে পাণ্ডবগণের শৌর্যবীর্য্যে ইন্দ্রপ্রস্থ প্রধান হইয়া উঠিল। ভীমাৰ্জুন নকুল সহদেব দিগ্বিজয়ে বহির্গত হইয়া নিখিল আৰ্য্যधमारी রাজলগকে পরাজিত করিয়া অগ্রজ যুধিষ্ঠিরকে সম্রাটপদভাক্ করাইল । রাজসূয় যজ্ঞের অধিষ্ঠান হইল। পাণ্ডবগণের ঐশ্বর্য ও গৌরবে পাপী দুৰ্য্যোধনের ঈর্ষ আবার জ্বলিল। তখনশকুনি কৰ্ণ প্রভৃতি কুমন্ত্রীর মন্ত্রণায় কুচক্ৰী দুৰ্য্যোধন যুধিষ্ঠিরকে দুতে আহবান করতঃ র্তাহার রাজ্যধনজন প্রভূতি কাড়িয়া লইলেন । যুধিষ্ঠির আত্মহারা বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, মাঘ, ১৩১৯ হইয়া শেষে আপনাকে ও চারি ভ্রাতাকে এমন কি পত্নী দ্রৌপদীকে পর্য্যন্ত পণ করিয়া খেলিলেন ও হারিলেন। দ্রৌপদীর উপর দুঃশাসন অনার্য্য ব্যবহার করিলেন। তেজস্বিনী ক্ষত্ৰিয়বালার উক্তিতে ধৃতরাষ্ট্রের জ্ঞানোদয় হুইল । তিনি নিজ কুপুত্রকে তিরস্কার করিয়৷ যুধিষ্ঠিরের রাজ্যাদি ফিরাইয়া দিলেন। গৃহ-বিবাদ যেন মিটিয়া গেল। কিন্তু বিধির নিৰ্ব্বন্ধে আবার সব ঘুরিয়া গেল ! আবার দ্যুতক্ৰীড়া হইল । পণ রহিল—যে পক্ষ পরাজিত হইবেন সেই পক্ষ রাজ্যচু্যত হইয়া দ্বাদশবর্ষ বনবাস ও এক বৎসর অজ্ঞাতবাস করিবেন এবং অজ্ঞাতবাসকালে জ্ঞাত হইলে পুনরায় ঐক্কপ দ্বাদশবর্ষ বনে ও এক বৎসর অজ্ঞাতবাস ব্যবস্থা হইল। যুধিষ্ঠির হারিলেন। ভারতের দুর্দিন আসিল। এই গৃহবিবাদে যে অনল জ্বলিল, তাহীতে নিখিল ভারতের ক্ষত্ৰিয়শক্তি পুড়িয়া ভস্মীভূত হইল। বিদুর ইহা বুঝিয়াছিলেন তাই তিনি রাজা ধৃতরাষ্ট্রকে অনেক নিষেধ করিলেন, কিন্তু দৈবের বিচিত্রগতি ; ধাৰ্ম্মিক যুধিষ্ঠির স্বীয় সত্য পালন করিয়া"ত্রয়োদশ বর্ষের পর স্বরাজ্য ফিরিয়া চাহিলেন। পাপী দুৰ্য্যোধন বিনা যুদ্ধে মুচ্যগ্র পরিমিত ভূমি দিতে চাহিলেন না। উভয় পক্ষ যুদ্ধের বিপুল আয়োজন করিলেন। ভারতের যাবতীয় ক্ষত্রিয়জাতির এমন কি আর্য্যসমাজের আশ্রিত অথচ সেই সমাজ বহিভূত দরদ পল্লত্ব চীন হন প্রভৃতি জাতিও যুদ্ধে নিমন্ত্রিত হইলেন । কুরুরাজ্যের জন্য যে ভীষণ যুদ্ধ ঘটিল তাহার ফলে ভারত হীনবীৰ্য্য হইয়া
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।