«აჭ8 নিতাই—আমি ভোজন করিব । অপারগ হইয়া গেীর নিতাইকে ধরিয়া কাপড় পরাইয়া দিলেন। শচীদেবী সকলই দেখিয়াছিলেন, তিনি তখন নিতাইকে লইয়া ভোজন করাইতে বসিলেন। নিতাই কিছু থাইলেন–কিছু ছড়াইয়া ফেলিলেন। শচী তাহাতে তিরস্কার করায় নি তাই বলিলেন "ফেগিবন, এক ঠাই দিলেন কেন ?" শচী—আর ত ঘরে কিছুই নাই—আর এখন কি থাবে ? তখন নিষ্টাই বলিলেন “তুমি ঘরে গিয়া দেখ–নিশ্চয়ই সন্দেশ আছে।” শচীদেবী গৃহ মধ্যে গিয়া দেখিলেন “চারিটিী সন্দেশ রহিয়াছে।” বিক্ষিত হইয়া সেই সন্দেশ আনিয়া শচীদেবী নিতাইকে প্রদান করিলেন, নিতাই আনন্দে তাহা ভক্ষণ করিলেন । নিতাইকে গৌর এমনি শ্রদ্ধা করিতেন যে এক দিন নিতাইএর নিকট হইতে গুহার একখান কৌপিন লইয়া শত নও করতঃ ভক্তগণ মধ্যে বিতরণ করিলেন এবং ভক্তির সহিত তাহার পূজা করিতে এবং নিত্যানদের পাদোদক পান করিতে সকলকে উপদেশ দিলেন । ঐবাসের গৃহে সংকীৰ্ত্তন চলিতে লাগিল। প্রত্যহ যাবতীয় ভক্ত সমাগত হইতেন এবং গৌর ও নিত্যানন্দকে বেষ্টন করিয়া উন্মতভাবে কীৰ্ত্তন করিতেন। একদিন সংকীৰ্ত্তন কালে, নিমাই হঠাৎ ভাবাবিষ্ট হইয়া পড়িলেন এবং শ্ৰীবাস-ভ্রাত রামাঞি পণ্ডিতকে ডাকিয়া কহিলেন “রামাঞি, বঙ্গদর্শন ১২শ বর্ষ, ফাঙ্কন, ১৩১৯ তুমি শান্তিপুরে গিয় অদ্বৈতকে বল যাহার জন্ত বিস্তর আরাধনা করিয়াছিলে, যাহার জষ্ঠ কত ন ক্ৰন্দন করিয়াছিলে, যাহার জন্য কত দিন উপলাস করিয়াছিলে, তিনি প্রকাশিত হইয়াছেন । তোমারই জন্য তিনি ভক্তিযোগ বিতরণ উদেখে অবতীর্ণ হইয়াছেন—তুমি শীঘ্ৰ আসিয়া তাহাকে দেখিয় যাও।' নি নন্দের আগমনবার্তাও তাহাকে জানাইবে এবং আমার পুজোপকরকণ সহ তাহাকে সস্ত্রীক আসিতে অনুরোধ করিবে।” রামাঞি কাল বিলম্ব না করিয়া, শান্তিপুরে অদ্বৈতভবনে গমন করতঃ সমস্ত র্তাহাকে নিবেদন করিলেন। শুনিয়া আচাৰ্য্য আনন্দে বিহ্বল হইয়৷ পড়িলেন, কিন্তু প্রকাশ্যে রামাঞি বাক্যে উপেক্ষ প্রদর্শন করিয়া কহিলেন “কোথায় গোসাঞি আইলা মানুষ ষ্ঠিতরে। কো শাস্ত্রে বলে নদীয়ায় অবতরে " কিন্তু পরক্ষণেই আবার রামাঞিকে সম্বোধন করিয়া বলিলেন “বল বল রামাঞি, কেন তুমি আচম্বিতে আমার গৃহে আগমন করিলে ?” তখন রোদন করিতে করিতে রামাঞি বলিলেন “আমি আর কি বলিব ? তুমি ত সকলই জান ? যার লাগি করিয়াছ বিস্তর ক্ৰন্দন। যার লাগি করিলা বিস্তর আরনি। বার লাগি করিলা বিস্তর উপবাস । দে প্ৰভু তোমার লাগি হইলা প্রকাশ । ভক্তিযোগ বিলাইতে তার আগমন । তোমারে সে আজ্ঞা করিবারে বিবর্তন ॥” তখন আচাৰ্য উৰ্দ্ধবাহু হইয়া কাদিতে লাগিলেন উদ্বেলিত আনম্ববেগ ধারণে
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।