পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ۹ یا বিলুপ্ত হইয়াছিল। কাজেই বাধ্য হইয়৷ প্রজাদের নূতন করিয়া জমিদারের নামে বৰ্দ্ধিত হারে কলিয়ত লিখিয়া দিয়া মোকদম মিটাইয়া লইতে হইল । যেদিন সমস্ত কবুলিয়ত রেজিষ্টারি হইয়া গেল সেইদিনই ব্যথিত হৃদয়ে ছেদিপ্রসাদ উদ্যত রেখে সৰ্ব্বসমক্ষে কঠোর প্রতিজ্ঞা করিল যে, সে যদি অরি এর্ক মাসের অধিক এ কৰ্ম্মে নিযুক্ত থাকে তাহ হইলে সকলে যেন তাহার জন্ম সম্বন্ধে যথেষ্ট সন্দেহ করে ! দৃঢ়প্রতিজ্ঞ ছেদি আপনার প্রতিজ্ঞা রক্ষা করিল। একমাসের মধ্যেই সে নিজের কৰ্ম্মদক্ষতার পুরষ্কারস্বরূপ তহশীলদারের পদে উ* হইয়া মহেশপুর ত্যাগ করিয়া গেল ! Ş তহশীলদার নিযুক্ত হইয়৷ দৌলতপুরে আসিয়া ছেদি দেখিল যে নূতন করিয়া জমির বন্দোবস্ত না করিতে পারিলে উত্তমরূপ অর্থসংগ্রহের সুযোগ নাই । সুতরাং ছেদি প্রজাদের নিকট নোটিস পাঠাইল যে তাহদের অধিকৃত সমস্ত জমির পু রায় জরিপ করাইতে হইবে ; কেননা তাহার। কবুলিয়ত-লিখিত জমি অপেক্ষ। অনেক অধিক জমি বিন। খাজনায় গষ্ঠায় পূর্বক দখল করিতেছে। দৌলতপুরের প্রজার অধিকাংশই বাতন । ছেদির অভিসন্ধি বুঝিয়া তাহারা মন্ত্রণা করিয়া লোকমুখে ছেদিকে জানাইল যে এখানে কোন প্রকার “লালাগিরি খাটিবে না, তাহীদের জমিতে বঙ্গদর্শন { ১২শ বৰ্ষ, ফাল্গুন, ১৩১৯ যে, পদার্পণ করিতে ইচ্ছা করিবে তাহাকে মস্তকটী স্থানান্তরে রাখিয়া আসিতে হইবে। ছেদি বুঝিল মহেশপুরের কৌশল এখানে খাটিবে না। এখানকার জন্য রীতিমত প্রস্তুত হইতে হইবে। সুতরাং সৰ্ব্বাগ্রে সে জমিদারের সঙ্গে সাক্ষাৎ করিয়া প্রজাদের অন্যায় অত্যাচারের কথা সবিস্তরে তাহাকে বুঝাইয়া বলিল। রাজস্ববৃদ্ধির আশায় লুব্ধ জমিদার হুকুম দিলেন যে এজন্য যত টাকার প্রয়োজন হইবে সমস্ত ‘সরকার’ হইতে প্রদত্ত হইবে । কোন প্রকারে কার্য্যসিদ্ধি হওয়া চাই । জমিদারের কথায় আশ্বস্ত হইয়া ছেদি প্রথমেই দারোগ৷ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিল। দারোগ-জয়ের অব্যর্থ মন্ত্র মুচতুর ছেদি প্রসাদের অবিদিত ছিল না । অল্প দিনের মধ্যেই দারোগ৷ সাহেব ছেঙ্গির একান্ত বশীভূত হইয়। পড়িলেন। দ্রারোগীকে হস্তগত করিয়া ছেদি এক দল লাঠিয়াল সংগ্ৰহ করিল এইরূপে সৰ্ব্ব প্রকারে সুরক্ষিত হইয়া ছেদি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হইল। বিদ্রোহীদলের অগ্রণী ছিল দুৰ্দ্ধৰ্ষ বা শুন’ বাবু রামলোচন সিং । ছেদি সৰ্ব্বপ্রথমে রামগোচনের নিকট সংবাদ পাঠাইল যে পরদিন প্রত্যুষ হইতে তাহার জমির পয়মাইস সুরু হইবে। g শুনিয়া-বঙ্গলোচন সিংহের মত গৰ্জ্জিয়৷ উঠিল, যাহার মাথার উপর মাথা আছে সেই ষেন রামলোচন সিংহের জমি দখল করিতে আসে। গোপনে সংবাদ লইয়। ছেদি জানিল যে রামলোচন রাত্রির মধ্যে