পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা গদ্যে লিখিত,নায়কমুখে বিবৃত উপাখ্যানের নাম আখ্যায়িকা এবং গদ্যে লিখিত নায়কমুখে বা অপুরের মুখে বিবৃত উপাখ্যানের নাম কথা হয় । আচাৰ্য্য দণ্ডী ঐরুপ লক্ষণে আপত্তি করিয়া আখ্যায়িক ও কথা ও থওঁকথা ভূতি সমস্ত আখ্যানকেই এক জ:তীয় গদ্যময় গল্প বলিয়াছিলেন। তৎপরবন্ত আলঙ্কারিকগণ আখ্যায়িকা ও কথার পভেদ দেখাইয়া বলেন সত্যমূলক বিবরণী আখ্যায়িকা ও কাল্পনিক বিবরণী কথা ! সেই জন্য র্তাহার বাণভট্টের হর্ষচরিতকে আখ্যায়িক ও কাদম্বরীকে কগা-বলিয়া বর্ণনা করেন । ইতিহাসের লক্ষণ ইতিহাস শব্দটী ইতিহু শব্দের উত্তর আসধাতু অধিকরণ বাচ্যে ঘঞ প্রত্যয় করিয়া নিষ্পন্ন। ইতিহ শব্দে পূৰ্ব্ববৃত্তান্ত বুঝায়। ইতিহ হইতেই ঐতিহ্য শব্দ আসিয়াছে । ঐতিহ্যের অর্থ প্রবাদ । ইতিহাস শব্দের যৌগিক অর্থ—যাহাতে ইতিহ বা পূৰ্ব্ববৃত্তান্ত বর্ণিত আছে। সুতরাং অমরকোষের বচন "ইতিহাসঃ পূৰ্ব্ববৃত্তম্” । ঐ যৌগিক অর্থ ক্রমে প্রসারিত হয়। প্রসারণও যুক্তিযুক্ত । নীরস প্রাচীন ঘটনার ইতিবৃত্ত ইতিহাস হইলে ইতিহাসের গৌরব থাকে না। . ষ্ট্ররূপ ইতিবৃত্তকে ইংরাজিতে history অর্থাৎ ইতিহাস ন৷ বলিয়া annals (বাৰ্মিক ঘটনার বিবরণী ) ব। chronicles অর্থাৎ প্রাচীন ঘটনাবিদ্যাস বলা হয় । ইতিহাস বিদার প্রস্থান-ভেদ। ইতিহাস-রচনা শিল্পবিশেষ। কেবল প্রাচীন বৃত্তান্ত সরসভাবে লিখিয়া রচনা চাতুরী মহাভারতের ঐতিহাসিকত や○ দেখাইলেই ইতিহাস-লেখকের ইতিকর্তব্যতা সম্পন্ন হইল না। যখন মানবসমাজকে উন্নতিপথে লইয়া যাওয়া সমস্ত বিদ্যারই উদ্দেশ্য, তখন ইতিহাসেরও সেই উদ্দেশ্য থাকা উচিত। সেই জন্য ইতিহাসের এইরূপ লক্ষণ করা হইয়াছে যে— ধৰ্ম্মার্থকামমোক্ষাণামুপদেশধৰ্মন্বিতম। • পুরাবৃত্তং কথাযুক্তমিতিহাসং প্রচক্ষত্নে ॥ ধৰ্ম্ম, অর্থ, কাম ও মোক্ষ—এই চতুৰ্ব্বেধ পুরুষাৰ্থ সাধিত হয় এমন উপদেশকথা সহ প্রাচীনকালে ঘটিত বৃত্তান্তের বিবরণ ইতিহাস। ইংরাজী History শব্দের অর্থ ইংরাজী History শব্দের অর্থও ঐরূপ। উহার ধাতুজ অর্থ জ্ঞান, সংবাদ, অনুসন্ধান। ইহার বড়বিধ যোগরূঢ় অঙ্গ যাহা কোষকার Webester দিয়াছেন তাহার মৰ্ম্ম এই— ১ম । কোন সত্য বা কাল্পনিক ব্যক্তি বা বিষয়সংক্রান্ত সম্বন্ধঘটনাবলির বিবরণ। ২য় । কোন জাতির বা সঙ্ঘের বা বিদ্যুরি বা শিল্পের উত্থান বিকাশ পতন ইত্যাদির কারণানুসন্ধানমূলক ঘটনাবলির বিবরণ : হয়। ঘটনাবলির বিবরণদ্বারা মনুষ্যচরিত্রের আলোচনা | ৪র্থ। ইতিহাসের বিষয়ীভূত ঘটনা। ৫ম। ঐতিহাসিক নাটকাদি । ৬ষ্ট। ঐতিহাসিক বিষয়ের চিত্র । ইংরাজী ইতিহাস শব্দের অর্থ কত বিস্তৃত দেখুন যে, ঐতিহাসিক নাটকাদি যাহাকে সংস্কৃষ্ঠে ইতিহাসবাদ ও ঐতিহাসিক বিষয়ের