পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্যা ] বিস্তর লোকজন সংগ্ৰহ করিয়াছে। সুতরাং সম্মুখ-যুদ্ধে অবতীর্ণ হইতে ছেদির সাহসে কুলাইল না । ছেদি গোপনে লাঠিয়ালদের হুকুম দিল যে, রাত্রির অন্ধকারে এক শত মহিষ লইয়। তাহার। যেন রামলোচনের ক্ষেত্রস্থিত পরিপুষ্ট ধান্তশ্রেণী সমস্তু চরাইয়া’ দেয়। কিন্তু এ সংবাদ কেমন করিয়া রামলোচনের কাণে পৌছিল। ফলে নিশাচর লাঠিয়াল সম্প্রদায় লগুড়াঘাতে জর্জরিত দেহে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করিতে বাধ্য হইল এবং তাহাদের ক্ষুধাতুর মহিষযুথ নিকটবৰ্ত্তী ‘পাউণ্ডে প্রেরিত হইল। নিষ্ফল ক্রোধে গৰ্জ্জিতে গৰ্জ্জিতে ছেদি রামলোচনের সৰ্ব্বনাশের জষ্ঠ মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা করিল। তিন মাস ধরিয়া নান৷ দলিল-দস্তাবেজ লইয়া ছেদি যুদ্ধের আয়োজন করিতে লাগিল, দারোগ সাহেবের সঙ্গে ও মধ্যে মধ্যে গোপনে গভীর মন্ত্রণা চলিতে লাগিল। তিন মাস পরে একদিন প্রত্যুষে সহসা দারোগীসাহেব সদলে দৌলতপুর, আক্রমণ, করিলেন। দেখিতে দেখিতে রামলোচন ও তাহার ছয়জন প্রধান সাগয্যকারী গ্রেপ্তার হইল। অভিযোগ গুরুতর—ডাকাতি, স্ত্রীলোকের প্রতি অত্যাচার, গৃহদাহ। অভিযোগের মৰ্ম্ম শুনিয়া রামলোচন ও ত:ক্রুর সহচরগণ স্তস্তিত হইয়া গেল। তাহারা : ইহার বিন্দুবিসর্গও জানিত না । সুচরিত্র ছেদিপ্রসাদ মহেশপুর পরিত্যাগ কালে এক নিয়শ্রেণীর যুবতীকে সংগ্ৰহ বেহার-চিত্র রামলোচনই বিস্মিত হইয়া গেল । S4C করিয়া আনিয়াছিলেন। গ্রামের এক নির্জন প্রান্তে তাহার জন্য এক ক্ষুদ্র গৃহ নিৰ্ম্মিত হইয়াছিল। অভিযোগক ত্রী সেই যুবতী এবং তাহার এক দাদী। যুবতী অবলীলাক্রমে আদালতে সকলকে সনাক্ত করিল এবং দাসী তাহার প্রত্যেক কথার সমর্থন করিল। প্রমাণ-প্রয়োগের কিছুমাত্র অভাব রহিল না। সৰ্ব্বাপেক্ষ অকাট্য প্রমাণ হইল রামলোচনের স্বহস্তলিখিত এক পত্র। - রামলোচন তাহার সঙ্গী গঙ্গাধর সিংকে এই পত্র লিথিয়ছিল। পত্রে অভিযোগের প্রায় সকল কথাই ইঙ্গিতে লিখিত ছিল এবং সঙ্গীদের নামেরও সুস্পষ্ট উল্লেখ ছিল। পত্র অৰ্দ্ধদগ্ধ অবস্থায় যুবতীর ভক্ষ্মীভূত গৃহে পাওয়া গিয়াছিল । রামলোচনের লিখিত নানা দলিলের লেখার সঙ্গে মিলাইয়া দেখা গেল যে পত্রের লেখা অবিকল দলিলের লেখার অনুরূপ। সাদৃশ্ব দেখিয়া স্বয়ং Ci위 প্রভূত প্রমাণের পর নিস্কৃতি লাভের সস্তাবনা কোথায় ? দায়রার বিচারে রiমলেচন এবং তাহার সঙ্গীদের প্রত্যেকের ৫ হইতে ৭ বৎসর করিয়া কঠোর কারাদণ্ডের আদেশ হইল । ইহার পর কাহার সাধ্য প্রবলপ্রতাপ ছেদিপ্রসাদকে বাধা দেয় ? ছেদি যাহা বলিল প্রজার। তাহতেই স্বীকৃত হইল। জমিদারের খাজনা অৰ্দ্ধেকের অধিক বাড়িয়া গেল এবং প্রভুভক্ত ছেদি শুদ্ধ সেলামিতেই প্রায় পাচ হাজার টাক৷ উপার্জন করিল। নিতান্ত প্রীত হইয়া