৬৭৬ জমিদার ছেদিকে সদরের নায়েবের পদে নিযুক্ত করিলেন। 8 সদরে আসিয়া ছেদি দেখিল যে দেওয়ানজিকে স্থানচ্যুত করিতে ন পারিলে তাহার পক্ষে পূর্ণ প্রতিপত্তি লাভের সস্তাবনা নাই। দেওয়ানজি তীক্ষ্ণবুদ্ধি, বিশ্বাসী এবং প্রভুভক্ত, সুতরাং সহসা তাহার অনিষ্ট করা দুরূহ। সুতরাং অতি সন্তপণে ছেদিকে এ পথে অগ্রসর হইতে হইল। ছেদির কীৰ্ত্তিকাহিনী ইতিপূর্বেই দেওয়ানজির কর্ণগোচর হইয়াছিল । সুতরাং তাহার সম্বন্ধে দেওয়ানজি পূৰ্ব্ব হইতেই যথেষ্ট সতর্ক তা অবলম্বন করিয়াছিলেন। ছেদি এ কথা বুঝিতে পারিয়া প্রথম হইতেই দেওয়ানজির প্রতি গভীর শ্রদ্ধার ভাব দেখাইতে লাগিল এবং প্রত্যেক বিষয়ে র্তাহার পরামর্শ লইয়া চলিতে লাগিল । ছেদির কপটতা বুঝিতে না পারিয়া দেওয়ানজি ক্রমে ক্রমে ছেদি সম্বন্ধে অনেকটা আশ্বস্ত হইয়া উঠিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে ছেদি প্রভুর চরিত্রটাও ভাল করিয়া বুঝয়া লইবার চেষ্টা করিতেছিল। অল্পদিনেই সে বুঝিণ যে প্রভুর চরিত্রে দুৰ্ব্বলতার অভাব নাই। মনুষ্যচরিত্রে যে পথ ধরিয়া সয়তাল প্রবেশ করিতে থাকে বাবু রামপ্রতাপের চরিত্রে তাহার অধিকাংশই উন্মুক্ত। দুরাকাঙ্ক্ষা, লোভ, ইন্দ্রিয়পরায়ণতা, মাদক দ্রব্যের প্রতি অনুরাগ—সকলগুলিই রামপ্রতাপের চরিত্রে অল্পাধিক প্রবল মূৰ্ত্তি ধারণ করিয়াছিল, অথচ বুদ্ধির তাদৃশ তীক্ষত ছিল না বঙ্গদর্শন [ ১২শ বৰ্ষ, ফাস্তুন, ১৩১৯ • সুযোগ বুঝিয়া তীক্ষুবুদ্ধি নায়েব প্রথমেই প্রভুবশীকরণে প্রবৃত্ত হইল। ছেদি উৎকৃষ্ট মুর প্রস্তুত করিবার কৌশল অবগত ছিল । সে গোপনে সুর। প্রস্তুত করিয়া প্রভুকে উপহার দিতে লাগিল। তাহার প্রযত্নে রামপ্রতাপের বিলাসভবন দেখিতে দেখিতে নব নব নৰ্ত্তকী ও বিলাসিনীতে পরিপূর্ণ হইয়া উঠিল। অতি অল্পদিনের মধ্যে রাম প্রতাপ নরকের পথে বহুদূর অগ্রসর হইলেন। তথল 'কোকেন? মাদক দ্রব্যের মধ্যে অধিকার বিস্তার করিতেছিল। ছেদি প্রভুকে ইহাতেও দীক্ষিত করিল। ক্রমে ক্রমে রামপ্রতাপের কাণ্ডঞ্জান লোপ পাইতে লাগিল । ছেদি তাহাকে দিয়া যাহা ইচ্ছা করাইয়া লইতে লাগিল। বৃদ্ধ দেওয়ানজি প্রভুকে অনেক বুঝাইলেন, ছেদ সম্বন্ধে তাহাকে সতর্ক হইতে বললেন, কিন্তু কাণ্ডজ্ঞানহীন রামপ্রতাপ সে কথা কাণে তুলিলেন না। অবসর বুঝিয়া ছেদি দেওয়ানজির সর্বনাশ করিবার সুযোগ অন্বেষণ করিতে লাগিল। ‘হোলি’র উৎসব খহাসমারোহে আরব্ধ হইয়াছে। রামপ্রতাপের বিলাসকুঞ্জে বিলাসের স্রোত উদ্বেল হইয়া উঠিয়াছে— সুরা, ভাঙ, গঞ্জিকা, কোকেন, চণ্ডুর অবাধ প্রচার আরস্ত হইয়াছে। নানাদেশ হইতে সমাগত সুনরীকুল লালসার অগ্নিকুণ্ডে ক্রমাগত ইন্ধন যোগাইতেছে। রামপ্রতাপ ধীরে ধীরে পশুত্বের নিম্নতম "uসাপানে অবতীর্ণ হইতেছেন। এমন সময় সজলচক্ষু ছেদি আসিয়া উহার সম্মুখে দাড়াইল ।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।