পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্য। ] ধূসরিত পুরাতন খাঁ তাপত্র টানিয়। বাহির করিলেন। কিন্তু বৃথা চেষ্ট। বহুকাল হিসাব লেধাই হয় নাই। প্রজাদের নিকট ক তই ৭। বাকি আছে, আর কতই বা আদায় হইয়াছে, কিছুই বুঝিবার উপায় নাই । অনেকক্ষণ দেখিয় দেওয়ানজি উত্তরীয় বন্ধে ললাটের স্বেদ মোচন করিলেন। 羅 羅 鬱 鬱 হিসাব দিবার আর দুই দিনমাত্র বাকি । সমস্ত কাগজপত্র আফিস-ঘরে সুসজিত । দেওয়ানজির মুখমণ্ডল চিন্তালেশহীন। সন্ধ্যাকালে আফিদ হইতে বাড়ী যাইবার সময় দেওয়ানজি অফিসের চৌকি দীরকে ডাকিয়া বলিয় গেলেন যে, সে যেন খুব সাবধানে পাহারা দেয়। অফিসে বিস্তুর মূল্যবান কাগজপত্র রহিল। চোকিদীর মস্ত ক অবনত করিয়া সেলাম করিল | চৌকিদার চারি দিক দেখিয় রাত্রি দশটার সময়, অভ্যাসমত আপাদ • মস্তক বস্ত্রাবৃত করিয়া খাটিয়ার উপর শয়ন করিয়া প্রগাঢ় নিদ্রীয় অভিভূত হইল । গভীর রাত্রে বিকট শব্দে চৌকিদারের নিদ্রাভঙ্গ হইল। • সৈ জাগিয়) উৰ্দ্ধে চাহিয়৷ দেখিল হুতাশনের লোলরসন। দিগন্ত প্রদীপ্ত করিয়ু আফিস-গৃহের বংশনিৰ্ম্মিত চালে ভীবণ প্রতাপে নৃত্যু করিতেছে। ছুটিয়া গিয়া সে দেওয়ানজিকে এই ভীষণ সংবাদ জ্ঞাপন করিল। @。 坐 নিদ্রজড়িতচক্ষু দেওয়ানজি সংবাদ পাইয়া শিথিলবস্ত্রে ছুটিয়া বাহিরে আসিয়া বেহার-চিত্র ৬২৯ চৌকিদারকে তৎক্ষণাৎ পুলিশে সংবাদ দিতে পাঠাইলেন। তাহার পর যখন দেখিলেন অগ্নিশিখা গৃহের চারিদিক পরিব্যাপ্ত করিয়াছে, তখন শিথিল-বস্ত্রে উন্ম:ত্তর মত দহমান গৃহের চারিদিকে ছুটিয়া বেড়াইতে লাগিলেন। পুলিশ আসিয়া দেখিল দে ওয়ানজি অৰ্দ্ধবিবস্ত্রবেশে আফি1-গৃহের চরিপাশ্বে উন্মত্তের ন্যায় চীৎকার করিয়া বলিতেছেন "হায় হায় আমার স নিশি হইল। ওই ঘরে আমার চিরজীবনের সম্বল ১০ হাজার টাকার খুচরা নোট ছিল । আগুন নিভাও, আগুন fনভfও । এক এক কলসী জল, এক এক মোহর। বাচা ও ভাই, বাচাও।” দারোগাকে সম্মুখে দেখিয়া দেওয়ানজি উন্মত্তের মত ভীষণ অগ্নি তরঙ্গ মধ্যে ঝাপ দিতে উদ্যত হইলেন। কিন্তু দরোগ ছুটিয়া আসিয়। র্তাহাকে ধরিয়া ফেলিলেন । চীৎকার করিয়া দেওয়ানজি বলিতে লাগিলেন "হায় হায় হামারা সল গিয়া, আর হামূকে তি জানে দিজিয়ে।” অগ্নি যখন নিৰ্ব্বাপিত হইল, তখন সমস্ত ভগ্নাবশেষে পরিণত হইয়াছে। হিসাবের একখানি ছিন্ন কাগজ পর্যন্ত অবশিষ্ট নাই। তৃতীয় দিনে শোকৰ্ত্ত দেওয়ানজি ললাটে করাঘাত করিতে করিতে ম্যানেজার সাহেবকে শূন্ত থলি এবং কয়েক লক্ষ টাকার ঋণভার সমর্পণ করিয়া আনতমুখে আপনার জন্মভূমিতে ফিরিয়া গেলেন। ঐযতীন্দ্রমোহন গুপ্ত । كعنصصحيصعصدر