পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্যা | হইতে পারে নাই। এমন কি, রামাবর্তী কোথায় নিৰ্ম্মিত হইয়াছিল, তাহাও নিতান্ত সংক্ষিপ্ত ভাবেই আলোচিত হইয়াছে ; এবং পুৰ্ব্ববঙ্গের রামপাল নামক স্থান রামাবতী বলিয়া ( পাশ্ব টীকায় ] ইঙ্গিত মাত্রেই সুচিত হইয়াছে। D এখন আর 'রামালতী’র কথ। কল্পনার সাহায্যে আলোচিত হইতে পারে না । এখন এই গ্রন্থোও শ্লোকবলীর সাহায্যেই অনুসন্ধান কাৰ্য্য পরিচালিত করিতে হইবে – "রামচরিতম্ কাব্যের সকল কথা যথাযোগ্য ভাবে বুঝিবার জন্য, [ প্রয়োজন হইলে, ] নানাস্থান পরিদর্শনের ক্লেশ ও অর্থব্যয় স্বীকার করিতে হইবে। গৃহে বসিয়া সৰ্ব্বজ্ঞা সাজিবfর প্রলোভন অতিক্রম করিয়!, তথ্যানুসন্ধানের আশায় যেখানে যাওয়া উচিত মনে হইবে, সেখানেই গমন করিবার ੋਜ স্বদেশবাসীকে উৎসাহ দান করিতে হইবে ; কখন কথন বিফলমনোরথ হইয়া প্র তসবৰ্ত্তন করিতে বাধ্য হইলে, পরাজয়কে ও ভবিষ্যতের বিজয়লাভের সোপান বলিয়। গ্রহণ করিতে হইবে । বৈজ্ঞানিক তথ্যনুসন্ধান শ্রণালী এইরূপেই ক্রমে , ক্রমে বাঙ্গালীর অভ্যস্ত হইয়। উঠিবে। * মহামহোপাধ্যায় শাস্ত্রী মহাশয়ের ন্যায় বহুদশী সুপণ্ডিত যে উপাদেয় গ্রন্থের আবিষ্কার সাধন করিয়াও, চতুর্দশ বংসরের প্রশংসনীয় অধ্যবসায়ের পূৰ্ব্বে তাহ সুধী-সমাজে প্রকাশিত করিতে অগ্রসর” হন নাই, সে কাব্য যে বিলক্ষণ দুরূহ, তাহাতে সংশয় নাই। বাঙ্গালীর ইতিহাসের মধ্যেই যে এক সময়ের ] রামাবতী やb" সমগ্র প্রাচ্যভারতের ইতিহাসের মূলস্থত্রের সন্ধান-লাভের আশা আছে, এই দুরূহ কাব্যের আলোচনায় তাহ। ক্রমশঃ প্রকাশিত হইয়। পড়িবে। তখন এই কাব্য বাঙ্গালীর ঘরে ঘরে গৃহ-পঞ্জিকার ন্যায় সমাদর লাভ করিবে। যিনি এরূপ গ্রন্থের আবিষ্কারসাধন করিয়াছেন, তাহীর জীবন সন্ধ্য এই মৎকার্ঘ্যের স্বায়ু-প্রসাদেই চরিতার্থত৷ লাভ করিবে ; এবং শাস্ত্রী মহাশয়ের এই গ্রন্থ/বিষ্কারের কথা একদিন না একদিন স্বর্ণক্ষরে লিখিত হইবার যোগ্য বলি য়াই স্বীকৃত হইবে। পলি-রাজবংশের শাসনসময়ে তাহাদিগের সাম্রাজ্য বহুসংখ্যক 'সামন্তচক্রে’ বিভক্ত ছিল । ধৰ্ম্মপালদেবের [ থালিমপুরে আবিষ্কৃত : তাম্রশাসনে ‘মহাসামন্তাধিপতি’র উল্লেখ থাকায়, ওহির আভাস মাত্রই প্রাপ্ত হওয়া গিয়াছিল ;–‘রামচরিতমূ’ কাব্যে বিস্তুত পরিচয় প্রাপ্ত হওয়া গিয়াছে। অমর-কোযে [ ২৮২ ] দেখিতে পাওয়া झि,-- "রাজা তু প্রণsাশেয-সামন্থঃ স্তাদধীশ্বরঃ।" যিনি ‘অধীশ্বর’ [ চক্ৰবৰ্ত্ত বা সাৰ্ব্বভৌম ] ঠাখার স্ব-দেশের অব্যবহিত ভূমির রাজগণ 'সামন্ত' পদবাচ্য ; তাহারা সাৰ্ব্বভৌমের আশ্রয়ে আপন আপন রাজমগুলে শাসন-ক্ষমত। পরিচালিত করিতেন। ভাকুজী দক্ষিতের টাকায় ইহার পরিচয় প্রাপ্ত হওয়া शृtः ॥ ११l, “সমস্তয়াঃ স্বদেশীব্যবহিত-ভূমে রিমে রাজনিঃ ।” সমস্ত রাজমণ্ডলে বা সামন্ত চক্রে ভ্রমণশীল