১১শ সংখ্যা ] শক্তিসাধা আছে-যে সকল শক্তিসাধা থাকিলে লোকে ব্যবহারজীবীর ব্যবসায়ে । কৃতিত্বলাভ করে, পালিত মহাশয়ের তাহ! বিলক্ষণ ছিল। আর যে সুযোগ পাইলে এ সকল শক্তিসাধ্য সফল ও লাভ করিয়৷ থাকে, পালিত মহাশয়ে ভাগ্যে ঘুে সুযোগও যে জুটে নাই, এমন কথাও বলা যায় না। কিন্তু তার প্রকৃতির মধ্যে এমন একটা কিছু আছে যাহতে এ সকল শক্তি এবং সুযোগ সত্বেও তিনি আপনার ব্যবসায়ে সর্বোচ্চস্থান অধিকার করিতে পারেন নাই। লোকে সচরাচর ব্যবহার-বাবধায়কে স্বাধীন ব্যবসায় বলিয়া থাকে বটে ; ' কিন্তু এখানেও যে স্বাধীনতার খুব আদর থাকে ল প্রতিষ্ঠা সস্তব এমন বলা যায় না। উকিল বারিষ্টারকেও আদালতের মুখ চাহিয়া এবং হাকিমের,মর্জি বুঝিয়া চলিতে হয়। না পারিলে ব্যবসায় চল। ভার হইয় উঠে। আর অনন্ত সাধারণ আইনজ্ঞতা বা কৰ্ম্মকুশলতা গুণে ব্যবসায় চালাইতে পারিলেও সকল সময়ে সমব্যলসায়ীদের মধ্যে সৰ্ব্বোচ্চস্থান অধিকার কর! সম্ভব হয় না। পালিত মহাশয় চিবুদিনষ্ট অতিশয় স্বাধীনচেতা লোক বলিয়া পরিচিত ছিলেন । লোকের মুখ চাহিয়া চলিবার কৌশলট তিনি কখনও শিক্ষা করেন নাই। যে নম্রতা থাকিলে এ শিক্ষা সহজ হয়, পালিত মহাশয়ের প্রকৃতিতে তাহ ছিল না এবং নাই। • খাতির কাহাকে বলে তিনি তাহা জানেন না। চক্ষুলজ্জ-বস্তুটাও ঠার আছে বলিয়া মনে হয় না। আর এ সকল যে উকীল-বগরিষ্টারের নাই,- তার পক্ষে চরিতচিত্র ७ b०१ আপনার ব্যবসায়ে উচ্চ তম সোপানে আরোহণ করা আদেী সন্তবে না। পালিত মহাশয়ের প্রকৃতি একটু রুক্ষ । মনে হয় যেন সহজেই তিনি উত্তেজিত হইয়া পড়েন। সত্যং ব্রু:ং প্রিয়ং ব্রুয়াং, মা ব্রুয়াৎ সত্যমপ্রিয়ং—মহাভারতের এই ভ্ৰমীচীন নীতি অনুসরণ কৰিয়া চলা তাক পক্ষে অসম্ভব বলিয়। বোধ হয়। যোগায়েম করিখ কথা বলার অভ্যাসট। তিনি কখনও লাভ করেন নাই। আর এই জন্যই এত শক্তি সাধ্যও থাকিতেও তিনি আপনার ব্যবসায়ে যথাযোগ্য হন নাই । আর ঠিক এই কারণেই দেশের তথাকথিত জনহিতকর কৰ্ম্মেও পালিত মহাশয় এ পর্য্যন্ত নেতৃ-পদ প্রাপ্ত হন নাই। এ আকাঙ্ক্ষা ও যে তার কখনও ছিল, এরূপও মনে হয় না। স্বৰ্গীয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবনের শেষ ভাগে, আর মনোমোহন ঘোষ মহাশয় আীেবনই দেশহিতকর অনুষ্ঠানে লিপ্ত ছিলেন। মনোমোহন ঘোষ বাল্যাবধিই লোকমতগঠন করিবার চেষ্ট। করিয়া আসিয়াছিলেন । বিলত যাইবার পূৰ্ব্বে, যখন তিনি অজাতশশু যুবক মাত্র, তখনই “ইণ্ডিয়ান মিরার”(Indian Mirror) পত্রের সম্পাদকীয় ভার বহন করিয়াছিলেন। “ইণ্ডিয়ান মিরার" তথন সাপ্তাহিক ছিল ; তার বহুকাল পরে দৈনিক আকারে পরিণত হয় । কিন্তু সে কালে একখানা ইংরেজি সাপ্তাহিক পত্র পরিচালনাও সামান্য ব্যাপার ছিল না। বিশেষতঃ “ইণ্ডিয়ান 'মিরার” তখন নবেদিত ব্রাহ্ম উন্নতিলাভ করিতে সক্ষম
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।