পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্য। ] জন্য কংগ্রেসের রঙ্গমঞ্চে আরোহণ করিবার কোন লিসা তার মধ্যে দেখিতে •ो७श शाश्न नाङ्गे । , ফলতঃ এরূপ নেতৃত্বলাভের যোগ্যতাও তার নাই ; কিন্তু পালিত মহাশয়ের সৰ্ব্বাপেক্ষ বেশী প্রশংসার কথ। এই যে, তিনি আপনার ঠিক ওজনটা , জানেন। তিনি কি করিতে পারেন ও কি করিতে পারেন না, ইহ। যেমন পরিষ্কাররূপে জানেন, তার সমশ্রেণীর লোকেরা অনেকেই তাই। জানেন না। এই জঙ্গই র্যার যে কার্য্যের কোনও শক্তি ও সরঞ্জাম নাই, সেও আপনার পদের বা ধনের জোরে সে কার্য্যে কেবল হাত দেয় যে তাহী নহে, একেবারে নেতৃত্ব পদে যাইয়৷ চড়িয়া বসিতে চাহে । বাংলা ভাষায় ইহাকেই বোধ হয় হাম্বা " বলে। এই বস্ত হইতেই ইংরাঙ্গের ziaifistala ( Humbugisma") tes"Ifs হয় । যার প্রকৃতির ভি স্তরে এই বাংলা হাম্রাট নাই, তার পক্ষে ইংরেজি হাম্বাগিজম করিবারও কোন প্রয়োজন উপস্থিত হয় না। যার যে শক্তি নাই, সে সেই কাজ করিতে গেলেই হাস্বাগ ( Bambug ) হইয়া উঠে। যার প্রকৃতিগত আস্তিক্যবুদ্ধি নাই সে যদি ধাৰ্ম্মিকের আসনে যাইয়া বসিবার জন্ত লালায়িত হয় ; যার বাকৃশক্তি নাই সে যদি করতালি লাভের লোভে বক্তৃতামঞ্চে যাইয় দাড়াইতে চাহে ; যার ক্লিনয় স্বভাবসিদ্ধ নয় সে যদি বিনয়ীর যশলিপায় এই• মহৎ গুণের অভিনয় করিতে ব্যস্ত হয় ; যার বুদ্ধি ও বিদ্যা নাই, আছে কেবল ধনের উত্তাপ, সে যদি লোকমত পরিচালনার জন্ত জননেতৃত্ব দাবী করিতে আয়ন্ত করে – তাহ৷ হইলে তার পক্ষে এই হামূরার জন্য হামবাগ না,সাজা অসম্ভব ও অসাধ্য হইয় দাঁড়ায়। পালিত মহাশয়ের মধ্যে এ রূপ কোন হামুবা নাই বলিয়া, তিনি এই হুজুগের যুগেও এ পর্যস্ত হাস্বাগ হইয়৷ উঠেন নাই । চরিতচিত্র ৬৮৯ র্তার রুক্ষ্ম স্বভাবের জন্ত পালিত মহাশয় নিজের বাবসায়ে যেমন অনন্যসাধারণ কৃতিত্ব লাভ করিতে পারেন নাই, সেইরূপ আমাদের সামাজিক ব! রাষ্ট্ৰীয় কৰ্ম্মজীবনেও কোনও প্রকারে নেতৃত্বমৰ্য্যাদা প্রাপ্ত হন নাই। আর এই জঙ্গ তার মেধার ব৷ চরিত্রের প্রভাবও অমীদের শিক্ষিত সম্প্রদায়ের মনোবাজেও স্কোনও শকারের অণfধপত্য লাভ ক র নাই । ফলতঃ Řezifat 5 Rt=f(F public man zitzl, * মুক্ত তারকনাথ পালিত সে জাতীয় জীব নহেন । তার প্রকৃতির মধ্যে এইরূপে লোকঃে তুহ লাভ করিবার কোনও উপকরণও নাই। অন্তদিকে ব্যক্তিগত জীবনে, আপনার বন্ধুবান্ধবদিগের মধ্যে, আশৈশবই তিনি অশেষ প্রভুত্ব ভোগ করিয়া আসিয়াছেন অকৃত্রিম বন্ধুবৎসল্য র্তার চরিত্রের একটা বিশেষ লক্ষণ বলিয়৷ বহুকালাবধিই জানা গিয়াছে। আর আপনার অন্তরঙ্গ বন্ধুবান্ধবদিগের উপরে তার একটা মোহিনী শক্তিরও পরিচয় অনেক পাওয়া গিয়ছে। ইহঁfর পালিত মহাশয়ের সকল প্রকারের ক্রটা দুৰ্ব্বলতা উপেক্ষা করিয়া, চিরদিন তার মুখাপেক্ষী হইয়া চলিয়াছেন। একবার যে তার বন্ধুতলাভ করিয়াছে চিরদিন পালিত মহাশয়, প্রাণপণে তাহার প্রতি সুহৃদূজনোচিত সৰ্ব্ব'বধ কৰ্ত্তব্য পালন করিয়া আসিয়াছেন। অন্ত্যপক্ষে তার শত্রু তা যে একবার করিয়াছে, বা তার বন্ধুবান্ধবদিগের কোনো ও প্রকারের অনিষ্ট্রের চেষ্টাতে যে একবার লিপ্ত হইয়াছে, শ্ল যুক্ত তারকনাথ পালিত জীবনে কখনও তাহাকে ক্ষমা করিতে পারেন নাই। এই কারণে তার বন্ধুর সংখ্যা অল্প, শক্রর সংখ্যা অনেক বেশি হইয়া গিয়াছে। কিন্তু ঠোর শক্র বা অসম্পর্কত লোকের প্রতি পালিত মহাশয় কখনও উদার ও কোমল ব্যবহার করিতে পারেন নাই বলিয়। তার প্রাণটা যে খুব কঠোর এমনও মনে করা সঙ্গত হইবে না। কারণ এই কঠোরতার সঙ্গে সঙ্গেই