পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yজগদীশনাথ রায় নুনাধিক ৮৬ বৎসর পূর্বে, আষাঢ় मांश्-निश्शक्तािनि नि, नौ।। ८छनानि অন্তর্গত, সুবিখ্যাত কঁাচড়াপাড়া গ্রামে, vজগদীশনাথ রায় জন্মগ্রহণ করেন। কঁচড়াপাড়। এককালে সমৃদ্ধিশালী পল্লীগ্রাম ছিল, অনেক ব্রাহ্মণপণ্ডিত এবং প্রতিভাশালী চিকিৎসক বৈদ্য এখানে বাস করিতেন। ভক্ততিলক মহাপ্রভু চৈতন্যদেবের কৃপার পাত্র শিবানন্দ সেন, তাহার অলৌকিক শক্তিসম্পন্ন পুত্র কবিকর্ণপুর, নৈয়ায়িক-শ্রেষ্ঠ প্রেমচাদ তর্কবাগীশ, কবি এবং “প্রভাকর” সংবাদপত্রের জন্মদাতা ঈশ্বরচন্দ্র গুপ্ত, কবি হরিমোহন সেন, ভারতবাসীদের মধ্যে সৰ্ব্বপ্রথম লণ্ডন বিশ্ববিদ্যালয়ের এম ডি উপাধিধারী মেজর গেঞ্জলচন্দ্র রায় প্রভৃতি বঙ্গের মুখোজ্জ্বলকারী অনেক মহাত্ম এই স্থানে জন্মগ্রহণ করিয়াছিলেন । কঁচড়াপাড়া পূৰ্ব্বে নরহট্ট বলিয়া প্রচারিত ছিল, এই মরহট্টে সেন শিবাননার ভবনে মহাপ্ৰভু চৈতন্যদেব অনেকবার আগমন করিয়াছিলেন এবং বিখ্যাত কবিবর রাম প্রসাদ সেন ৩০ বৎসর বয়স পর্য্যন্ত কঁাচড়াপাড়ায় বাস করিয়৷ ছিলেন, yজগদীশনাথ রায়ের পিতামহ— ৮গোকুলচন্দ্র রায় এবং রাম প্রণাঙ্গ সাক্ষাৎ মাসিত পিন্ধিত ভাই ছিলেন, সেই ; জন্য রামপ্রসাদ গোকুলচন্দ্রের ভবনে ৩০ বৎসর বয়স পর্য্যন্ত বাস করিয়াছিলেন, তৎপরে হালিসহরে বিবাহ করিয়া সেই २ानहे বাস করেন। জগদীশনাথ রায়ের পূর্বপুৰুষগণ পশ্চিমাঞ্চল হইতে বাঙ্গালীয় প্রথমে বীরভূমে আসিয়া বাস করেন, তাহাদের এই উপনিবাসের নাম মৌড়েশ্বর গ্রাম এবং উহা মৌরাখা নদীতীরে স্থিত ; এই মৌড়েশ্বর গ্রাম মহারাজ বল্লাল সেন ইহার পূর্বপুরুষদিগকে জায়গির স্বরূপ প্রদান করেন, তাম্রফলকে এই জায়গিরদানের কথা অঙ্কিত আছে। বৈদ্যসমাজে এই পরিবার বিশেষ সন্ত্রান্ত এবং ইহাদের পরিচয় দিতে হইলে মৌড়েশ্বরগ্রামী পন্থের সন্তান বলিয়া উল্লেখ করিতে হয়। জগদীশনাথ রায়ের অংশ, বল্লাল সেনের দৌহিত্রব শীয় ; পরিবার বুদ্ধি হওয়াতে, মৌড়েশ্বরী গ্রামী, মেীগল্য গোত্রীয়, এই পন্থের সন্তান রায়বংশীয়ের কতক কতক বৰ্দ্ধমান জেলার অন্তর্গত সবাই গ্রামে এবং তৎপরে সরস্বতী-কুলে শঙ্খনগরগ্রামে আসিয়া বাস করেন ; শঙ্খনগরে ইহাদের গড়খাই কাটা বসতবাটী, দেবালয় প্রভৃতি ছিল। বিখ্যাত বর্গির হাঙ্গামার সময় মহারাষ্ট্ৰীয়ের দুইবার পুরী লুণ্ঠন করে, সেই জন্য গোকুল স্নে রাজ-পুৰোহিতগণকে বাট ও বোলয় দান করিয়া গঙ্গা পার হইয়। নরহট্ট গ্রামে পলাইয়া আসেন এবং সেই খানে শিবানন্দ সেনের পরিবার মধ্যে বিবাহ করেন। তাহার একমাত্র পুত্র ৮শুরুপ্রশ রা জগদীশনাথ রায়ের পিতা। গুরুপ্রসাদ