পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१०8 আমি তখন বকুসারে বন্দী । আমার সঙ্গে তাই দেখা সাক্ষাং হয় নাই, কিন্তু বিলাত গেলে অল্পদিনের মধ্যেই বেশ আলাপ আ স্নায় তা হইয়৷ খায়। এদিন তিন ভারতবর্ষ সম্বন্ধে বক্তৃত। কনিবেন, এরূপ বিজ্ঞাপন ণে ওয়া হয় । অনেক বলা ত "বাসা ভারতবাস এ জন্ত -এই সভাতে যাইয়া উপস্থিত হন। আ মাত্র সঙ্গে আমার একটী পার্শি g বন্ধু এবং তার সহধৰ্ম্মিণাও এই বক্তৃত৷ শু নতে যান। এই নিই, এই বক্তত। হ তে ফিসিবার কালে, আমার পিছনে যে টিক্ট কী লাগিয়াছে, সে কথা আমি প্রথম জাfলতে পাই । অ মর। “বাপে" (Bus) চড়িয়া বাড়ী fফ র5েiছলাম। বাসের ভিতরে আমার পাশি বন্ধুটী, তার গৃহিণী, এবং আমি, আমরা এই তিন জন এদেশীয় লোক fছলাম। অপরাপর ভারত :াস র। অনেকে বাসের উপে র তলায় খোলা হাওয়াতে যাইx1 বসিয়াছিলেন । “বাসের” কনডাকটার আমাদের টিকিট দিয়া উপরের যfএাঁদের ভাড়া আণায় কfরতে গেল । সেখান হইতে ফিরি ১া আসিয়া আমায় বলিগ -"স্তাবু আপনার কোনও বন্ধুলোক কি উপরে আছেন ?? আমি উত্তর দিবার পূৰ্ব্বেই আমার পার্শি বন্ধুটী বললেন—“আম! দের অনেক বন্ধুই তে। উপরে আছেন * কনডাকটার বলিল—“ন, আমি আপমাদের দেশবাসীণের কথা বলছি না। কোনও ইংরেজ কি আপনাদে সঙ্গে আছে ?"অ মণ বfললাম “ণ", তখন সে বলিল “তাহা গুইলে একজন লোক আপনাদের পেছু লইয়াছে।” বঙ্গদর্শন ১২শ বর্ষ, ফান্তুন, ১৩১৯ “তুমি কি করিয়া জানিলে?” “সে ব্যক্তি প্রথমে আপনার কোথাকার টিকিট কিনিয়াছেন ইহা জিজ্ঞাসা করে। তখন আমি বলিলাম আপনার মাৰ্ব্বেল আর্চের টিকিট নিয়াছেন—বোধ হয় ও রে টিকিটও আপনারাই • কিনিগ্ন থাকিবেন! তখন সে ব্যক্তি বলিল—“না তার। আমার টিকিট নেন নাই—তুমি আমাকেও মাৰ্ব্বেল আর্চের একখানা টিকিট দাও।” এতেই আমার সন্দেহ হয় এ ব্যক্তি আপনাদের ফলে৷ ( follow ) কচ্ছে।" আমর। তখন ব্যাপারধান। কি বুঝিলাম । আমার বন্ধুটী ‘বাদে’র কনডাকটারের হাতে একটা ছয়- আনি রূপার ছয় পেনী ) দিয়া বলিলেন—“আমরা যখন নেবে যাব, তখন তুমি ইশারা করিয়া সেই লোকটকে আমায় দেখ। ইয়। দিও।' সে যথাসময়ে তাহাই করিল। তথন বাস হইতে নামিয়৷ আমার "ইস্কুল এই গেলেন। সে একটা গাড়ার ছায়ায় লুকাইয়া আমরা কোন পথে মাই, দেখিবার চেষ্টা করিল, আমার বন্ধুট ও সেইখানে যাইয়া তার কাছে দাড়াইয়া তার চেহারাটা লক্ষ্য করিতে লাগিলেন। সে সরিয়া গেল, তিনিও সরিয়া গেলেন। এইরূপে দুঞ্জনে খনিকট বেশ লীলাথেল। হঠল। ইতি মধ্যে আমার বন্ধুর গৃহিণীও তাহাকে বেশ করিয়া চিনিয়া লইলেন। খানিকক্ষণ পরে व्य[भtत বন্ধুনী আমাদিগকে অগ্রসর হইতে বলিয়। এই গরিব টক্‌টকী বেচারীর পেছনে নিজে টিক্‌টিকীর কৰ্ম্ম করিতে লা গনে। সে দেখিল আর আমাদের পেছু লওয়া সম্ভবপর