2سے Q 신 ".. اRiغيعي w ○ .هجي 3 ; 2. ': : ~\s |) Q3% * t o: : الإياب م%ي エリ% リ L\リシー عي "് یعشleچگ چشمه (চট্টগ্রামে, সাহিত্য সম্মিলনীর ষষ্ঠ অধিবেশনে ) সভাপতির এস মা সঙ্গীত-সাহিত্য মাতা, ভাবভাষা.জননী ভারতি। ভারতের এই প্রান্তপ্রদেশে আবার ভারতি ! তোমার আরতি করিব । এই সম্বৎসর আমার নিভৃত নিলয়ের নিস্তব্ধ কক্ষে আমি নিত্যই তোমাকে ডাকিয়াছি ;–fকুন্তু আজি আর এক ভাবে তোমায় ডাকিব। এখানে মা ! আমার কণ্ঠস্বর যতই ভগ্ন হউক, এই সহস্ৰ সাহিত্য-সেবকের গ্রাণের ঝঙ্কারে আমার কর্কশ কণ্ঠের কঠোরতা বিলুপ্ত হইবে ; আমার ক্ষুদ্র তাল সেই ঝঙ্কার অতি বিপুল করিয়া তুলিতেছে। তোমার সহস্র সেবকগণের শক্তির সহিত মিলিত হইয়া আমার ক্ষীণা শক্তি মহতী মূৰ্ত্তি ধারণ করিয়াছে। দাও মা ! তোমার অভয়' চরণের শীতল ছায়া,—আমরা সেই ছায়াতলে সমবেতু হইয়া, প্রাণের সমস্বরে ঋষভ পঞ্চমে তোমার আরতি গান করি। এস ভাই ! সকলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভুলিয়া, আমরা ভারতে ভারতী দেবীর বন্দনা করি । রল ভাই! সকলে মিলিয়াবল,-মা! আমরা যেন তোমার মন্দিরে আসিয়া দ্বেষাদ্বেষি রেষারেষি চিরদিনের জন্ত ভুলিয়া যাই। যেন বৌদ্ধ ব্রাহ্ম, অভিভাষণ হিন্দু-মুসলমান সকলে প্রাণের সহিত বলিতে পারি,— “তুমি বিদ্যা তুমি ধৰ্ম্ম, তুমি ঈদি তুমি মৰ্ম্ম, ত্বং হি প্রাণাঃ শরীরে ; বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে ।” চট্টগ্রামের অভ্যর্থনা-সমিতি আমার . মত অকৃতী অধমকে সাহিত্য সম্মিলনের সভাপতি নিৰ্ব্বাচন করিয়া, এই সমগ্র বিদ্বৎসজঘ সেই নিৰ্ব্বাচন অনুমোদন করিয়া এবং অধমকে সভাপতিত্বে বরণ করিয়া আমার গৌরব বৃদ্ধি করিয়াছেন। এ কথা আপনারা একটি বিনয়ের মামুলি কথা বলিয়া অগ্রাহ করিতে পারেন, কিন্তু এই কার্য্যে যে আপনার আপনাদের গৌরব বৃদ্ধি করিয়াছেন, সে কথা অগ্রাহ করিবার উপায় নাই। রাজা মহারাজাকে, প্রফুল্ল জগদীশের মত জগদ্বিখ্যাত স্বধী মনীষীকে সভাপতি সকলেই করে ও করিতে পারে। কিন্তু আমার মত অকৃতী সাহিত্য সেক্টকে কদমতলার কোণ হইতে টানিয়া আনিয়া যে এই মঞ্চের সৰ্ব্বোচ্চ স্থানে
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।