পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©& * বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, আষাঢ় । বসিতে, তাহার ভিতরের স্বভাব- এবং বাহিরের সুযোগ দুইই অমুকুল। ইহার ফল হইয়াছে এই যে, ধর্মের দিকেই বল, আর মাধুর্যোর দিকেই বল, তোমাদের যুরোপের অধিকাংশ অধিবাসীর চেয়ে আমাদের লোকের শ্রেষ্ঠতা লাভ করিয়াছে । তোমাদের কার্য্যকরী এবং বৈজ্ঞানিক সফলতার মহত্ত্ব আমরা স্বীকার করি—কিন্তু স্বীকার করিয়াও, তোমাদের যে সভ্যতা হইতে বড় বড় সহরে এমন রূঢ় আচার, এমন অবনত ধৰ্ম্মনীতি এবং বাহাশোভনতার এমন বিকার উৎপন্ন হইয়াছে, সে সভ্যতাকে আমরা সমস্ত মন দিয়া প্রশংসা করা অসম্ভব দেখি । তোমরা যাহাকে উন্নতিশীল জাত বল, আমরা তাহী নই, এ কথা মানিতে রাজি আছি— কিন্তু ইহাও দেখিতেছি, উন্নতির মূল্য সৰ্ব্বনেশে হইতে পারে । তোমাদের আর্থিক লাভের চেয়ে আমাদের ধৰ্ম্মনৈতিক লাভকেই আমরা শিরোধার্য্য করি –এবং তোমাদের সেই সম্পদ হইতে যদি বঞ্চিত হইতে হর, সে-ও স্বীকার,তবু আমাদের যে সকল আচারঅনুষ্ঠান আমাদের ধৰ্ম্মলাভকে স্বনিশ্চিত করিয়াছে, তাছাকে আমরা শেষ পর্য্যন্ত অ্যাকড়ির ধরিবার জন্ত দৃঢ়প্রতিজ্ঞ। 'এই গেল প্রথম পত্র । দ্বিতীয় পত্রে লেখক অর্থনৈতিক-অবস্থা-সম্বন্ধে আলোচনা করিয়াছেন । তিনি বলেন, আমাদের যাহা দরকার, তাহাই আমরা উৎপন্ন করি, আমরা যাহ উৎপন্ন করি, তাহ। আমরাই খাই । অন্ধ্যজাতের উৎপন্নদ্রব্য আমরা চাহি নাই, আমাদের দরকারও হয় নাই । আমাদের মতে সমাজের স্থিতি রক্ষা করিতে হইলে, তাহার আর্থিক স্বাধীনতা থাকা চাই। বৃহৎ বিদেশী বাণিজ্য সামাজিক লষ্টতার একটা নিশ্চিত কারণ । তোমরা যাহা থাইতে চা ৪,তাহ তোমরা উৎপন্ন করিতে পার না, তোমাদিগকে যাহা উৎপন্ন করিতে হয়, তাহা তোমর। ফুরাইতে পার না। প্রণের দায়ে এমনতর কেনাবেচার গঞ্জ তোমাদের দরকার, যেখানে তোমাদের কারখানার মাল চালাইতে পার, এবং খাদ্য এবং কৃযিজাত দ্রব্য কিনিতে পার। অতএব যেমন করিয়া হেীকৃ, চীনকে তোমাদের দরকার । তোমরা চাও, আমরাও ব্যবসাদার হই এবং আমাদের রাষ্ট্রীর ও আর্থিক ম্বে স্বাধীনতা আছে, তাহা বিসর্জন দিই ; কেবল যে আমাদের সমস্ত কারকারবার উলটুপালট্‌ করিয়া দিই, তাহী নহে, আমাদের আচার-ব্যবহার, ধৰ্ম্ম, আমাদের সাবেক রীতিনীতি, সমস্তই বিপর্য্যস্ত করিয়া ফোল । এমত অবস্থায়, তোমাদের দশাটা কি হইরাছে, তাহা যদি বেশ করিয়া আলোচনা করিয়া দেখি, তবে আশা করি, মাপ করিবে । যাহা দেখা যায়, সেটা ত বড় উৎসাহজনক নহে। প্রতিযোগিতানামক একটা দৈত্যকে তোমর। ছাড়িয়া দিয়াছ, এখন আর সেটাকে কিছুতেই কায়দা করিতে পারিতেছ না। তোমাদের গত একশে৷ বৎসরের বিধি-বিধান কেবল এই, আর্থিক বিশৃঙ্খলাকে সংযত করিবার জন্য অবিশ্রাম নিষ্ফল চেষ্টামাত্র । তোমাদের গরিবেরা, মাতালেরা, অক্ষমেরা, তোমাদের পীড়া ও