পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

总é বঙ্গদর্শন । [ বৈশাখ । লজ্জ বাকি আছে ?”— বলিয়া গাড়ির দরজা বন্ধ করিয়া বিনোদিনী গাড়োয়ানকে বলিল, “ষ্টেশনে চল ।” গাড়োয়ান জিজ্ঞাসা করিল—“বাবু যাইবে না ?” মহেন্দ্র একটু ইতস্তত করিয়া আর যাইতে পথ দিয়া ঘুরিয়া নতশিরে ষ্টেশনের অভি মুখে চলিল । $. তখন গ্রামবুধুদের স্নানাহার হইয় গেছে। কেবল যে সকল কৰ্ম্মনিষ্ঠ প্রৌঢ়৷ গৃহিণী বিলম্বে অবকাশ পাইয়াছে, তাহারাই গামছা ও তেলের বাটি লইয়া আম্রমুকুলে আমো সাহস করিল না । গাড়ি চলিয়া গেল । দিত ছায়াস্নিগ্ধ পুষ্করিণীর নিভৃত ঘাটে মহেন্দ্র গ্রামের পথ পরিত্যাগ করিয়া মাঠের চলিয়াছে । ক্রমশ । রংমহল বা মোগল-বাদশাহের অন্তঃপুর । حمص - تخته تخت جمجمع عی و تامس --> পাদ্রী কাত্ৰ ( Catrou ) স্বরচিত ইতিহাসের পরিশিষ্ট্রে মোগলরাজান্তঃপুরের প্রসঙ্গে লিখিয়াছেন যে, মোগল-সম্রাট্রগণের রাজ্য ও রাজসভার বিবরণ অনেকে লিপিবদ্ধ করিয়াছেন বটে, কিন্তু তাহীদের অন্তঃপুরের কথা এ পর্য্যন্ত কেহ আলোচনা করেন নাই । কারণ, সেখানকার কাহিনী আমীর-ওমরাহ প্রভৃতির কথা দূরে থাকুক, দেবতাদেরও অগোচর। ভারতীয় কবিগণের কাব্যে লঙ্কাধিপতি দশাননের শুদ্ধান্তের বর্ণনায় দেখিতে পাওয়া যায় যে, দেবতারাও তাহার ভিতর সভয়ে পদার্পণ করিতেন । মোগলবাদশাহদের অনেকট। সেইরূপ । রংমহলের ব্যাপার ও এখানে, বঙ্কিমচন্দ্রের কথায়, কেবল যম ও কন্দপের রাজত্ব। তবে পুষ্পশর-ঠাকুরটিরই এখানে প্রকাশু অধিকার, ধৰ্ম্মরাজকে অনেক সময় গোপনেই গতায়াত করিতে হইত। কেন না, বিধিনির্দিষ্ট সময় ব্যতীত বাদশাহের হুকুমেও যখন তখন তিনি আদিতে বাধা হতেন । কাত্ৰ বলেন, রংমহলের ভিতরের কথা মেনুষীর জানিবার অনেক সুবিধা হইয়াছিল। প্রথমত তিনি বহুবৎসর ধরিয়া মোগলদরবারে চিকিৎসক ছিলেন । বেগম

  • সাইনিয়র মেনুষী (Signior Mauouchi ) একজন বিনিসীয় চিকিৎসক । তিনি ৪৮ বৎসর ধরিয়া BB BB BBBB BBBBBBSBB BBBBBBB BBB S BBBBS BBBBB BBBBBB BBBB BBB অওরংজেবের রাজত্বকাল পর্য্যস্ত হিনি বৰ্ত্তমান ছিলেন । উভয়কালেই রাজপরিবারে অনেকানেক দুশ্চিকিৎস্ত রোগ তিনি আরোগ্য করেন। তাহার লিখিত বৃত্তন্তের উপর প্রধানত নির্ভর করিয়া জেসুইট ফরাসী পত্রী ফ্লাসের কত্র বে “মোগলসম্রাজ্যের ইতিহাস" রচনা করেন, ১৮৮৬ সালে তাহার এক ইংরাজী অনুবাদ প্রকাশিত হয় । সেই অনুবাদ হইতে এ প্রবন্ধ সঙ্কলিত হইল। এ গ্রন্থ অতি দুষ্প্রাপ্য।